ইউক্রেনে গোয়েন্দা সহায়তা বন্ধের ঘোষণা যুক্তরাষ্ট্রের
Published: 5th, March 2025 GMT
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে ইউক্রেনের সঙ্গে গোয়েন্দা সহযোগিতা ও সামরিক সহায়তা বন্ধ করা হয়েছে বলে জানিয়েছেন দেশটির গোয়েন্দা সংস্থা সিআইএ পরিচালক জন র্যাটক্লিফ।
আজ বুধবার ফক্স বিজনেস নেটওয়ার্ককে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ কথা বলেছেন।
র্যাটক্লিফ বলেন, সামরিক ও গোয়েন্দা সহায়তার ক্ষেত্রে যে বিরতি এসেছে, সেটি কাটিয়ে উঠবো বলে মনে করি। ইউক্রেনের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করবো, আগ্রাসনের বিরুদ্ধে লড়াই করবো। তবে একই সঙ্গে শান্তি আলোচনা এগিয়ে নেওয়ার জন্যও কাজ করবো।
হোয়াইট হাউজেরর জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মাইক ওয়াল্টজ জানিয়েছেন, প্রেসিডেন্ট ট্রাম্প ইউক্রেনকে পুনরায় সহায়তা দেওয়ার বিষয়টি পর্যালোচনা করবেন।
ফক্স নিউজকে তিনি বলেন, যদি আলোচনাগুলো ফলপ্রসূ হয় এবং আত্মবিশ্বাস বাড়ানোর মতো কিছু ব্যবস্থা নেওয়া যায়, তবে প্রেসিডেন্ট সহায়তা পুনর্বিবেচনা করবেন।
২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে রাশিয়ার সর্বাত্মক আগ্রাসন শুরুর পর যুক্তরাষ্ট্র এ পর্যন্ত প্রায় ৮৬ বিলিয়ন ডলার সামরিক সহায়তা দিয়েছে। ওয়াশিংটনের সেন্টার ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিজের হিসাব অনুযায়ী, মার্কিন কংগ্রেস ও প্রতিরক্ষা বিভাগের বাজেট থেকে এই অর্থ বরাদ্দ করা হয়েছে।
যুক্তরাষ্ট্রের দেওয়া সহায়তার বেশিরভাগ অর্থ ইউক্রেনের জন্য অস্ত্র উৎপাদনে ব্যয় হয়েছে। এর মধ্যে রয়েছে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, ক্ষেপণাস্ত্র, হেলিকপ্টার, ট্যাংক, উপকূল প্রতিরক্ষা ব্যবস্থা ও বুলেটপ্রুফ জ্যাকেট।
.উৎস: Samakal
এছাড়াও পড়ুন:
স্টারলিংকের অনুকূলে লাইসেন্স হস্তান্তর করল বিটিআরসি
স্যাটেলাইটের মাধ্যমে ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠান স্টারলিংকের অনুকূলে লাইসেন্স হস্তান্তর করেছে টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। মঙ্গলবার বিকেলে রাজধানীর আগারগাঁওয়ের বিটিআরসি ভবনে প্রতিষ্ঠানটির অনুকূলে ‘ননজিওস্টেশনারি স্যাটেলাইট অরবিট অপারেটর লাইসেন্স’ ও ‘রেডিও কমিউনিকেশন অ্যাপারেটার্স লাইসেন্স’ নামে দুটি পৃথক লাইসেন্স হস্তান্তর করা হয়।
প্রথম লাইসেন্সটি হস্তান্তর করা হয় বিটিআরসি’র লাইসেন্সিং বিভাগ থেকে, যার মাধ্যমে স্টারলিংক বাংলাদেশে তাদের বাণিজ্যিক কার্যক্রম পরিচালনা করতে পারবে। দ্বিতীয় লাইসেন্সটি হস্তান্তর করা হয় বিটিআরসির স্পেকট্রাম বিভাগ থেকে, যার আওতায় ইন্টারনেট সেবা প্রদানের জন্য অনুমোদিত তরঙ্গ ব্যবহার করাসহ বেতার যন্ত্র ও আনুষঙ্গিক যন্ত্রাংশ আমদানি ও ব্যবহার করতে পারবে।
প্রথম লাইসেন্সটি লাইসেন্সিং বিভাগের পরিচালক লে. কর্নেল সৈয়দ তৌফিকুল ইসলাম স্টারলিংক গ্লোবাল লাইসেন্সিং অ্যান্ড মার্কেট অ্যাভিয়েশনের পরিচালক রেবেকা স্লিক হান্টারের কাছে হস্তান্তর করেন।
এ সময় উপস্থিত ছিলেন লিগ্যাল অ্যান্ড লাইসেন্সিং বিভাগের মহাপরিচালক আশীষ কুমার কুন্ডু।
দ্বিতীয় লাইসেন্সটি রেবেকা স্লিক হান্টারের কাছে হস্তান্তর করেন স্পেকট্রাম বিভাগের পরিচালক ড. সোহেল রানা। এ সময় স্পেকট্রাম বিভাগের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আমিনুল হক উপস্থিত ছিলেন।