ফাইনালে যাওয়ার লড়াইয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির রেকর্ড ৩৬২ রানের সংগ্রহ পেয়েছে নিউজিল্যান্ড। বিশাল রান তাড়া করতে নেমে ভালো জবাব দিলেও দুইশ’ রানের আগে পাঁচ উইকেট হারিয়ে চাপে দক্ষিণ আফ্রিকা।
লাহোরে দক্ষিণ আফ্রিকা ৩৬ ওভারে ৬ উইকেট হারিয়ে ২০০ রান করেছে। ডেভিড মিলার ও মার্কো ইয়ানসেন ক্রিজে আছেন।
ক্লাসেন-মার্করাম ব্যর্থ: দক্ষিণ আফ্রিকার জন্য বড় ধাক্কা হয়ে এসেছে হেনরিক ক্লাসেন ও এইডেন মার্করামের আউট। ক্লাসেন চতুর্থ ব্যাটার হিসেবে ৭ বলে ৩ রান করে আউট হন। মার্করাম ২৯ বলে ৩১ রান করে ফিরে যান। পরেই ফিরেছেন অলরাউন্ডার ওয়ান মুলদার (৮)।
প্রোটিয়াদের ডুসেন ধাক্কা: নিউজিল্যান্ডের বড় রানের জবাবে ভালো ব্যাটিং করতে থাকা রেসি ফন ডার ডুসেন ফিফটির পর ফিরেছেন। তিনি ৬৬ বলে ৬৯ রানের ইনিংস খেলেন। চারটি চার ও দুটি ছক্কা মারেন। ইনিংসের ২৭তম ওভারে দলের ১৬১ রানে আউট হন তিনি।
ফিরলেন রিকেলটন-বাভুমা: নিউজিল্যান্ডের বড় রান তাড়া করতে নেমে প্রোটিয়া ওপেনার রায়ান রিকেলটন দলের ২০ রানে সাজঘরে ফিরে যান। তিনি ১৭ রান করেন। এরপর বাভুমা ও ফন ডার ডুসেন ১০৫ রান যোগ করেন। বাভুমা ৭১ বলে ৫৬ রান করে ফিরে গেছেন।
রাচিন-উইলিয়ামসনের সেঞ্চুরি: চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে যাওয়ার লড়াইয়ে নিউজিল্যান্ডের দুই ব্যাটার রাচিন রবীন্দ্র ও কেন উইলিয়ামসন সেঞ্চুরি করেছেন। রাচিন ১০১ বলে ১০৮ রান করেছেন। ১৩টি চারের সঙ্গে একটি ছক্কা মারেন তিনি। উইলিয়ামসন ৯৪ বলে ১০২ রান করেন। তিনি ১০টি চার ও দুটি ছক্কা মারেন।
মিশেল-ফিলিপসের ব্যাটে রান: নিউজিল্যান্ডের রান বড় করতে ড্যারেল মিশেল ও গ্লেন ফিলিপস ভালো ব্যাটিং করেছেন। মিশেল ৩৭ বলে ৪৯ রান করেন। ফিলিপস ২৭ বলে ৪৯ রানের ইনিংস খেলেন।
.উৎস: Samakal
কীওয়ার্ড: র ন কর
এছাড়াও পড়ুন:
ব্যাগ কিনতে যাওয়া কিশোরীকে ধর্ষণের অভিযোগ
পঞ্চগড়ের দেবীগঞ্জে কসমেটিকসের দোকানে ব্যাগ কিনতে যাওয়া কিশোরীকে (১৪) ধর্ষণের অভিযোগ উঠেছে। শনিবার রাত ৮টার দিকে এ ঘটনা ঘটে। এ অভিযোগের প্রেক্ষিতে ওই কসমেটিকসের দোকানে কাজ করা কিশোরকে (১৪) গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশ জানায়, শনিবার রাত ৮টার দিকে ব্যাগ কিনতে কসমেটিকসের দোকানে যান ওই কিশোরী। পরে দোকানের কর্মচারী কম দামে ব্যাগ দেওয়ার কথা বলে তাকে পাশ্ববর্তী স্কুলের গলিতে নিয়ে ধর্ষণ করে। এসময় স্থানীয়রা গিয়ে কিশোরীকে উদ্ধার করে ওই কিশোরকে পুলিশে দেয়।
এ ঘটনায় শনিবার রাতে দেবীগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়।
এ বিষয়ে দেবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোয়েল রানা বলেন, ওই কিশোরের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা হয়েছে। রোববার তাকে আদালতে পাঠানো হয়েছে।