সাবেক বস্ত্র ও পাটমন্ত্রী এবং নারায়ণগঞ্জ-১ আসনের সাবেক সংসদ সদস্য গোলাম দস্তগীর গাজী ও তার স্ত্রী তারাবো পৌরসভার সাবেক মেয়র হাসিনা গাজীর বিরুদ্ধে বিরুদ্ধে ২৮৮ কোটি টাকার সন্দেহজনক লেনদেনের অভিযোগ পৃথক দুটি মামলা দায়েরের অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বুধবার (৫ মার্চ) দুদকের মহাপরিচালক (প্রতিরোধ) মো.

আক্তার হোসেন সাংবাদিকদের এক ব্রিফিংয়ে এ তথ্য জানান। 

তিনি জানান, গোলাম দস্তগীর গাজীর নামে মোট ৪৪৮ কোটি ৪২ লাখ ১৭ হাজার ৩২ টাকার সম্পদের তথ্য পাওয়া যায়। এই সময়ে তার সর্বমোট গ্রহণযোগ্য আয় পাওয়া যায় ৪২৪ কোটি ৯০ লাখ ৮৩ হাজার ৪৫০ টাকা। এক্ষেত্রে তার জ্ঞাত আয়ের উৎস বহির্ভূত সম্পদের পরিমাণ ২৩ কোটি ৫১ লাখ ৩৩ হাজার ৫৮২ টাকা।

এছাড়া তার নিজ ও প্রতিষ্ঠানের নামে ৬টি ব্যাংক হিসাবের মাধ্যমে ২৫৭ কোটি ৭৫ হাজার ৪৮৯ টাকা হস্তান্তর, রূপান্তর ও স্থানান্তর করে আয়ের উৎস আড়াল করেছেন বলে অনুসন্ধানে প্রমাণিত হয়েছে।

ফলে অনুসন্ধন টিমের সুপারিশের আলোকে কমিশন গোলাম দস্তগীর গাজীর বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪-এর ২৭(১) ধারা এবং দুর্নীতি প্রতিরোধ আইন, ১৯৪৭ এর ৫(২) ধারা তৎসহ মানিলন্ডারিং আইন, ২০১২ এর ৪(২) ও ৪(৩) ধারায় একটি মামলা দায়েরের অনুমোদন দিয়েছে।

এছাড়া গোলাম দস্তগীর গাজীর স্ত্রী হাসিনা গাজী তার নিজ নামে ১৫ কোটি ৬৯ লাখ ৫১ হাজার ৯৩১ টাকা মূল্যের সম্পদের মালিকানা অর্জন করেছেন। তার সর্বমোট গ্রহণযোগ্য আয় পাওয়া যায় ৬ কোটি ২৭ হাজার ৩৭৬ টাকা। এক্ষেত্রে তার জ্ঞাত আয়ের উৎস-বহির্ভূত সম্পদের পরিমাণ ৯ কোটি ৬৯ লাখ ২৪ হাজার ৫৫৫ টাকা। 

এছাড়া হাসিনা গাজীর নিজ নামে ৫টি ব্যাংক হিসাবের মাধ্যমে ৩১ কোটি ৬৯ লাখ ৩৮ হাজার ৫১৩ টাকা হস্তান্তর, রূপান্তর ও স্থানান্তর করে আয়ের উৎস আড়াল করেছেন বলে অনুসন্ধানে প্রমাণিত হয়েছে।

ফলে অনুসন্ধান টিমের সুপারিশের আলোকে কমিশন হাসিনা গাজীর বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪-এর ২৭(১) ধারা এবং দুর্নীতি প্রতিরোধ আইন, ১৯৪৭ এর ৫(২) ধারা তৎসহ মানিলন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২ এর ৪(২) ও ৪(৩) ধারায় একটি মামলাসহ পৃথক ২টি মামলা দায়েরের অনুমোদন দিয়েছে।

উল্লেখ্য. ছাত্র-জনতার আন্দোলনের মুখে গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকার ক্ষমতাচ্যুত হয়। ক্ষমতাচ্যুত শেখ হাসিনা ওই দিনই ভারতে গিয়ে অবস্থান করলেও আত্মগোপনে চলে যান আওয়ামী লীগের সাবেক মন্ত্রী, সাবেক এমপি ও দলটির বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মী।

আত্মগোপনে থাকা অবস্থায় গত ২৫ আগস্ট রাজধানীর শান্তিনগর এলাকায় এক আত্মীয়ের বাড়ি থেকে গোলাম দস্তগীর গাজীকে গ্রেপ্তার করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

পরে তাকে স্কুলছাত্র রোমান মিয়া হত্যা মামলায় গ্রেপ্তার দেখায় নারায়ণগঞ্জের রূপগঞ্জ থানা-পুলিশ। সেই থেকে তিনি কারাবন্দি আছেন।
 

উৎস: Narayanganj Times

কীওয়ার্ড: র পগঞ জ মন ত র গ জ ন র য়ণগঞ জ র অন ম

এছাড়াও পড়ুন:

নির্বাচনের লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে হবে : মাও. এটিএম মাসুম

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মাসুম বলেছেন.জনগনের জান-মালের নিরাপত্তা বিধান করা এবং আগামী নির্বাচন সুষ্ঠ ও শান্তিপূর্ণ করার জন্য লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে হবে।

শুক্রবার (১২ ডিসেম্বর) বিকালে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে চিটাগাংরোড ট্রাকস্ট্যান্ডে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নাগরিক অধিকার ও উন্নয়ন বিষয়ক নাগরিক সমাবেশে প্রধান অতিথির বক্তব্য তিনি এ কথা বলেন।

এ সময় মাওলানা মাসুম আরও বলেন, “প্রিয় নবী এসেছিলেন আইয়ামে জাহেলিয়াতের সময়। কিন্তু তখনও আমরা দেখি নাই মানুষ মেরে নৃত্য করার মতো দৃশ্য। আওয়ামী সরকার লগি বৈঠার মাধ্যমে যে নির্মম নির্যাতন করছিল, তা থেকে আমরা ২৪ সালের ৫ আগস্ট মুক্তি পেয়েছি।”

তিনি নির্বাচন প্রসঙ্গে বলেন, “নির্বাচন কমিশন ১২ ফেব্রুয়ারি নির্বাচনের তফসিল ঘোষণা করছেন এবং একই দিনে জুলাই সনদের হা-না ভোট হবে, আমরা বলেছিলাম। আমরা বলেছিলাম লেবেল প্লেয়িং ফিল্ড লাগবে। আমরা নির্বাচনের তফসিলকে স্বাগত জানিয়েছি। নির্বাচনের ঘোষণা দিয়ে আপনারা চ্যালেঞ্জ করেছেন, এই চ্যালেঞ্জ আপনাদেরই মোকাবিলা করতে হবে।”

তিনি বলেন, “মানুষের কোনো আইন দিয়ে মানুষের জীবনে কখনো শান্তি আসতে পারে না, একমাত্র আল্লাহর জমিনে আল্লাহর আইন দিয়েই শান্তি নিশ্চিত করতে হবে।”

সিদ্ধিরগঞ্জ উত্তর থানা আমীর মোস্তফা কামালের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সমাবেশে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিশের শুরার সদস্য-প্রিন্সিপাল ড. মো. ইকবাল হোসাইন ভূঁইয়া বক্তব্য রাখেন।

তিনি তার বক্তব্যে এলাকার গুরুত্ব তুলে ধরে বলেন, “এই মাটিতে ফয়সাল শহীদ হয়েছেন, এই মাটি উর্বর।” তিনি নির্বাচিত হলে এলাকার শিক্ষা, স্বাস্থ্য, অবকাঠামো এবং জনকল্যাণে কী কী পদক্ষেপ নেবেন, সে বিষয়ে আলোকপাত করেন। তিনি স্পষ্ট করে প্রতিদ্বন্দ্বী খেলোয়াড়দের বলেছেন, ‘আসেন খেলা হবে’।

সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও নারায়ণগঞ্জ মহানগরী আমীর মাওলানা মুহাম্মদ আবদুল জব্বার। তিনি বলেন, “প্রশাসনের নাকের ডগায় কিভাবে ওসমান হাদীর ওপর গুলি করে! অতীতে যারা আমাদের ভয়-ভীতি দেখিয়ে আমাদের বাঁধা দিয়েছিল, আমরা তাদেরকে তাড়িয়েছি। সুতরাং ভবিষ্যতে আর কেউ বাঁধা দেওয়ার চিন্তা ও করবেন না। নতুন বাংলাদেশ বিনির্মাণের জন্য আমরা এগিয়ে যাব ইনশাআল্লাহ।”

অন্যান্য বিশেষ অতিথিদের মধ্যে ছিলেন কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও নারায়ণগঞ্জ জেলা আমীর মুহাম্মদ মমিনুল হক সরকার। তিনি বলেন, “আল্লাহ তাআলা আমাদেরকে একটা দায়িত্ব দিয়ে পাঠিয়েছেন, আল্লাহর দেয়া দ্বীন মতো চলতে হবে। যেহেতু আমাদের দেশে সঠিক দ্বীন নাই, এজন্য ন্যায়ের আদেশ অন্যায়ের নিষেধ এবং রাসূলের কথা অনুযায়ী চলবেন।”

এছাড়াও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও নারায়ণগঞ্জ জেলা সেক্রেটারি মুহাম্মদ হাফিজুর রহমান, নারায়ণগঞ্জ মহানগরী সহকারী সেক্রেটারি মুহাম্মদ জামাল হোসাইন, নারায়ণগঞ্জ জেলা সহকারী সেক্রেটারি আবু সাইদ মুন্না, নারায়ণগঞ্জ মহানগরীর মজলিসে সূরা সদস্য মুহাম্মদ জাকির হোসাইন ও আবুল কালাম সহ স্থানীয় নেতৃবৃন্দ।

বিশেষ অতিথিবৃন্দ তাদের বক্তব্যে জনগণের অধিকার প্রতিষ্ঠা, সুষ্ঠু নির্বাচন নিশ্চিতকরণ এবং এলাকার উন্নয়নে জামায়াতে ইসলামীর অঙ্গীকারের ওপর গুরুত্বারোপ করেন। 

ছাত্র শিবিরের সার্বিক সহযোগিতায় এবং সাইফুল ইসলাম রনি ও ইঞ্জিঃ আসাদুজ্জামান রাকিবের সঞ্চালনায় অনুষ্ঠানে সোনারগাঁ উত্তর থানা আমীর ইছাহাক মিয়া, জামায়াত নেতা এড. মাঈনুদ্দিন মিয়া, সিদ্ধিরগঞ্জ দক্ষিণ থানার আমীর কফিল আহমেদ সহ স্থানীয় জামায়াতে ইসলামী নেতৃবৃন্দ সংক্ষিপ্ত বক্তব্য রাখেন। সমাবেশটি এলাকার বিপুল সংখ্যক সাধারণ নাগরিকের অংশগ্রহণে মুখরিত ছিল। 
 
 
 

সম্পর্কিত নিবন্ধ

  • নির্বাচন চাই পরিবর্তনের লক্ষ্যে  সুজনের গোল টেবিলে বক্তারা
  • ওসমান হাদি ও এরশাদ উল্লাহর উপরে হামলার প্রতিবাদে মহানগর বিএনপির মিছিল
  • হত্যার মিশন নিয়ে ভারতে বসে কর্মকাণ্ড চালাচ্ছেন শেখ হাসিনা : সজল
  • নাসিক ৬নং ওয়ার্ড বিএনপিকে বিতর্কিত করছে আওয়ামী দোসর সামাদ ও রনি
  • সিদ্ধিরগঞ্জে বিএনপি নেতা ডাঃ মাসুদ করিমের মায়ের নামাজে জানাজা অনুষ্ঠিত
  • বিএনপি প্রার্থীকে বিজয়ী করার দায়িত্ব আমাদের সকলের : খোরশেদ  
  • নির্বাচনের লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে হবে : মাও. এটিএম মাসুম
  • পাবনা জেলা পরিষদে ১৩ থেকে ২০তম গ্রেডে চাকরির সুযোগ
  • সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের দায়িত্ব সবার
  • ‌সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত কর‌তে হবে