পদ্মা সেতু উত্তর থানা পরিদর্শন চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেটের
Published: 5th, March 2025 GMT
মুন্সীগঞ্জের পদ্মা সেতু উত্তর থানা পরিদর্শন করলেন আদালতের বিচারক চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট গাজী দেলোয়ার হোসেন।
বুধবার (৫ মার্চ) বিকেল তিনটা থেকে সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত পদ্মা সেতু উত্তর থানার অফিসার ইনচার্জ জাকির হোসেনসহ পুলিশ কর্মকর্তাদের নিয়ে থানার সেবা কার্যক্রম ও বিভিন্ন ইউনিট পরিদর্শন করেন তিনি।
এময় সাধারণ মানুষের সেবামূলক কার্যক্রম ও থানার কর্মকর্তাদের কর্ম দক্ষতা বৃদ্ধির দিকনির্দেশনা, সাধারণ মানুষকে সঠিকভাবে সেবা দান করা ও সাধারণ মানুষ হয়রানি থেকে রেহাই পাওয়ার বিষয়ে মতবিনিময় করেন বিচারক গাজী দেলোয়ার হোসেন। এর আগেও তিনি জেলার অন্যান্য থানা পরিদর্শন করেছেন।
পরে পদ্মা সেতু উত্তর থানার পক্ষ থেকে বিচারক গাজী দেলোয়ার হোসেনকে সম্মাননা স্মারক তুলে দেন থানার অফিসার ইনচার্জ জাকির হোসেন।
এসময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো.
বিষয়টি নিশ্চিত করে আদালতের নাজির মো. আবু হানিফ জানান, থানার পুলিশ কর্মকর্তাদের কর্ম দক্ষতা বৃদ্ধির দিকনির্দেশনা, সাধারণ মানুষকে সঠিকভাবে সেবা দান করা ও সাধারণ মানুষ যেন হয়রানি থেকে রেহাই পায় এই বিষয়ে চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট স্যার আজ পদ্মা সেতু উত্তর থানা পরিদর্শন করেছেন। এর আগেও তিনি জেলার বিভিন্ন থানা পরিদর্শন করেছেন।
ঢাকা/রতন/এস
উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
নথিপত্রহীন বাংলাদেশিদের ফেরত পাঠাবে যুক্তরাষ্ট্র
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পূর্বঘোষিত সিদ্ধান্ত অনুযায়ী, বিশ্বের অন্যান্য দেশের মতো অবৈধ বাংলাদেশিদেরও ফেরত পাঠাবে দেশটি। এ-সংক্রান্ত একটি বার্তা ঢাকাকে জানিয়েছে ওয়াশিংটন। বাংলাদেশও অবৈধ হয়ে পড়া নিজ নাগরিকদের ফেরত নেবে।
এ বিষয়ে গতকাল বুধবার সচিবালয়ে আন্তঃমন্ত্রণালয়ে বৈঠক হয়। স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী এতে সভাপতিত্ব করেন।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, বাংলাদেশ নিজ নাগরিকদের নিতে রাজি। তবে ভারতীয়দের মতো হাত-পায়ে শিকল পরিয়ে অসম্মানজনক উপায়ে ফেরত পাঠানো যেন না হয়, তা নিয়ে এরই মধ্যে যুক্তরাষ্ট্রকে অনুরোধ জানানো হয়েছে। তারাও চায় না বাংলাদেশের ক্ষেত্রে এমন কিছু করতে।