নারী দিবসে ‘প্রবীণের জন্য ভালোবাসা’
Published: 5th, March 2025 GMT
সমাজে আলাদা করে প্রবীণদের নিয়ে চিন্তাভাবনা কিংবা কাজ তেমন হয় না বললেই চলে। প্রবীণরা বরাবরই উপেক্ষিত থেকে যান। সমাজের পিছিয়ে পড়া অংশে এই উপেক্ষা আর বঞ্চনার হার আরো বেশি। এ অবস্থায় ‘প্রবীণ নারীর জন্য ভালোবাসা’ স্লোগানকে সামনে রেখে বস্তিতে বসবাসরত প্রবীণদের উপহার সামগ্রী দিয়েছেন সমাজের একদল সামর্থ্যবান প্রবীণ।
আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে বুধবার (৫ মার্চ) দুপুরে রাজধানীর কল্যাণপুর পোড়াবস্তির কমিউনিটি রিসোর্স সেন্টারে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। যৌথভাবে এর আয়োজন করে জনউদ্যোগ, এজিং সাপোর্ট ফোরাম ও ইনস্টিটিউট ফর এনভায়রনমেন্ট অ্যান্ড ডেভলেপমেন্ট (আইইইডি)। অনুষ্ঠানে পোড়াবস্তির ১০০ জন প্রবীণ বাসিন্দাকে উপহার সামগ্রী বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দৈনিক ইত্তেফাক ও পাক্ষিক অনন্যার সম্পাদক তাসমিমা হোসেন। বিশেষ অতিথি ছিলেন জনউদ্যোগের আহ্বায়ক ডা.
অনুষ্ঠান উদ্বোধন করে প্রধান অতিথি তাসমিমা হোসেন বলেন, ‘‘প্রবীণদের নিয়ে কেউ কাজ করতে চায় না। বিশেষ করে প্রবীণ নারীদের পাশে কেউ থাকতে চায় না। জীবনের একটা পর্যায়ে প্রবীণ নারীরা সমাজে অবহেলিত থাকে। আজকে তাদের পাশে দাঁড়াতে পেরে অনেক আনন্দিত বোধ করছি।’’
আইইডির নির্বাহী পরিচালক নুমান আহম্মদ খান বলেন, ‘‘মানুষে মানুষে ভেদাভেদ দূর করে একটি সুন্দর সমাজ বিনির্মাণে কাজ করে যাচ্ছি আমরা। প্রবীণদের পাশে প্রবীণরাই আজ এগিয়ে এসেছেন। আজকের আয়োজন আরো অনেককে অনুপ্রাণিত করবে বলে আমরা আশাবাদী। এ ধরনের উদ্যোগকে আইইডি সবসময় সাধুবাদ জানায়।’’
এজিং সাপোর্ট ফোরামের সভাপতি হাসান আলী বলেন, ‘‘আমাদের ফোরাম দীর্ঘদিন যাবত প্রবীণদের নিয়ে কাজ করে। সব সময় প্রবীণদের সহযোগিতা করে আসছে। আন্তর্জাতিক নারী দিবসকে কেন্দ্র করে ‘প্রবীণ নারীর জন্য ভালোবাসা’ স্লোগানে বস্তিতে বসবাসরত নিম্নআয়ের মানুষের জন্য আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা।’’
প্রবীণদের প্রতি সহানুভূতিশীল ও দায়িত্ববোধ তৈরির বার্তা দেওয়াই এই আয়োজনের উদ্দেশ্য বলে জানান আয়োজকরা। নাগরিক প্ল্যাটফর্ম জনউদ্যোগ দীর্ঘদিন ধরে এ ধরনের সচেতনতা তৈরিতে কাজ করে আসছে।
ঢাকা/এনএইচ
উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর প রব ণ ন র অন ষ ঠ ন ক জ কর র জন য
এছাড়াও পড়ুন:
এ বছর নিপাহ ভাইরাসে আক্রান্ত তিনজনের মৃত্যু
এ বছর নিপাহ ভাইরাসে আক্রান্ত তিনজন মারা গেছেন বলে জানিয়েছে আইইডিসিআর। সোমবার সংস্থাটির পক্ষ থেকে নাম প্রকাশ না করা শর্তে এক কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, আক্রান্ত প্রথম ব্যক্তি পাবনা জেলার। রাজশাহী মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তার। পরে বরিশাল মেডিকেলেও মারা যায় একজন। সবশেষ চলতি সপ্তাহে ফরিদপুর মেডিকেলে আরও একজনের মৃত্যু হয়।
তিনি আরও জানান, মারা যাওয়া তিনজনেরই বয়স ছিল ৪০ এর কম।
আইইডিসিআর বলছে, খেজুরের কাঁচা রস খেলে নিপাহ ভাইরাস হতে পারে। বাদুড়ের মাধ্যমে ছড়ায় এই ভাইরাস। এই ভাইরাসে মৃত্যুঝুঁকি অনেক বেশি।