চট্টগ্রামে পাচার করে বিক্রির জন্য ৬৯৭টি নানা প্রজাতির পাখি শিকার করেছিলেন তিন শিকারি। গোপনে সংবাদ পেয়ে গতকাল বুধবার তাদের জেলার আনোয়ারা থেকে আটক করা হয়। সকাল ১০টার দিকে উপজেলার হাইলদর ইউনিয়নে ইছামতী গ্রামে ঘটে এ ঘটনা। পরে তিনজনকে বন্যপ্রাণী সংরক্ষণ আইনে হওয়া মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠায় পুলিশ।

গ্রেপ্তার তিন ব্যক্তিই পটিয়া উপজেলার শোভনদন্ডী ইউনিয়নের বাসিন্দা। তারা হলেন– ছৈয়দুল আলম (৫০), মোহাম্মদ ইদ্রিস (৬৫) ও মো.

সোহেল (৩০)।

এলাকাবাসীর বরাতে পুলিশ জানায়, ইছামতী নদীর পারের বিলে তারা তিন দিন ধরে নানা প্রজাতির পাখি শিকার করেন। বুধবার সকালে সেগুলোকে জবাই করে। পরে চট্টগ্রামের উদ্দেশে রওনা হন শিকারিরা। গোপনে সংবাদ পেয়ে আনোয়ারা থানা পুলিশের একটি দল সকাল ১০টার দিকে তাদের আটক করে। এ সময় তাদের কাছে পাওয়া যায় জবাই করা ৬৯৭টি পাখি। এর মধ্যে ৪২২টি চড়ুই, ১৪০টি বাবুই ও ১৩৫টি শালিক পাখি।

আনোয়ারা থানার ওসি মো. মনির হোসেন বলেন, আটক ব্যক্তিদের বিরুদ্ধে বন্যপ্রাণী সংরক্ষণ আইনে মামলা হয়েছে। এতে গ্রেপ্তার দেখিয়ে তিনজনকেই বুধবার আদালতে পাঠানো হয়। 

উৎস: Samakal

এছাড়াও পড়ুন:

নিখোঁজের ৯ দিন পর পাওয়া গেল শিশুর অর্ধগলিত লাশ

জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলায় নিখোঁজ হওয়ার ৯ দিন পর একটি পুকুর পাড়ের ঝোপ থেকে তৃতীয় শ্রেণির শিক্ষার্থী কাফি খন্দকারের (৮) অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার উপজেলার সহলাপাড়া গ্রামে ভিতরগাড়ী পুকুর পাড়ে শিশুটির লাশ পাওয়া যায়। এ ঘটনায় তিনজনকে জিজ্ঞাসাবাদের জন্য থানা হেফাজতে নেওয়া হয়েছে।

পুলিশ বলছে, শিশু কাফিকে চার থেকে পাঁচ দিন আগে অন্যত্র হত্যা করা হয়েছে। আগের দিন রাতে কোনো এক সময় লাশ পুকুর পাড়ে ফেলে যায়। নিহত শিশু কাফি উপজেলার আলমপুর ইউনিয়নের সহলাপাড়া গ্রামের ইকবাল হোসেনের ছেলে। সে স্থানীয় নসিরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী ছিল।

জিজ্ঞাসাবাদের জন্য আটক তিনজন হলো– সহলাপাড়া গ্রামের ফরিদ খন্দকার (৬৫), বাবু খন্দকার (৫৫) ও মহিদুল ইসলাম প্রামাণিক (৪৫)। গত ১৮ এপ্রিল বাড়ির বাইরে খুলিয়ানে খেলাধুলা করতে গিয়ে নিখোঁজ হয় শিশুটি। খোঁজাখুঁজি করেও তার সন্ধান না পেয়ে পরদিন থানায় সাধারণ ডায়েরি করেন (জিডি) পরিবারের সদস্যরা।

শুরু থেকে পরিবারের দাবি ছিল, কাফিকে অপহরণ করা হয়েছে। পুলিশ ঠিকমতো কাজ করছে না বলেও অভিযোগ তোলা হয়। যদিও পুলিশ এ অভিযোগ অস্বীকার করেছে।

পুলিশ ও পরিবারের সদস্যরা জানান, ১৮ এপ্রিল সন্ধ্যা পর্যন্ত প্রতিবেশীরা শিশুটিকে খেলাধুলা করতে দেখেছেন। এর কিছুক্ষণ পর সে নিখোঁজ হয়। পরে খোঁজাখুঁজি শুরু হয়, রাতে এলাকায় মাইকিংও করা হয়েছিল। ৯ দিন পর শনিবার দুপুরে গ্রামের লোকজন পুকুর পাড়ের ঝোপ থেকে গন্ধ পেয়ে লাশ দেখে পুলিশে খবর দেন। এ সময় পরিবারের একমাত্র সন্তানের লাশ দেখে স্বজনের আহাজারিতে এলাকার পরিবেশ ভারী হয়ে ওঠে।

নিহত শিশুর বাবা ইকবাল হোসেন বলেন, ‘আমার একমাত্র সন্তান নিখোঁজের পর থেকে পুলিশকে বলেছি, তাকে অপহরণ করা হয়েছে। কিন্তু তারা গুরুত্ব দেয়নি। তাদের অনীহার কারণে অপহরণকারীরা আমার ছেলেকে হত্যা করেছে। শুধু পুলিশ নয়, জিডির কপি নিয়ে পাগলের মতো র্যা ব, সেনাবাহিনী ও ডিবিকেও জানিয়েছি। ৯ দিন ধরে আমার বাড়ির চুলায় আগুন জ্বলেনি। আমি এখন কী নিয়ে বাঁচব? ছেলে হত্যার বিচার চাই।’

শিশুটির মা উম্মে কুলসুম আহাজারির এক পর্যায়ে মাটিতে গড়াগড়ি দেওয়া শুরু করেন। তিনি বলছিলেন, ‘আমার বুকের ধনকে এনে দাও। আমি ওকে ছাড়া এক মুহূর্তও বেঁচে থাকতে পারি না।’ স্থানীয় বাসিন্দা হাবিবা খাতুনের ভাষ্য, ৯ দিন পরিবারটি উদ্বেগে সময় কাটিয়েছে। ছেলেটি নিখোঁজ হওয়ার পর থেকে বাবা-মা পাগলপ্রায়। কাফির লাশ উদ্ধার হবে– এটি কেউ মানতে পারছেন না।

এ বিষয়ে ক্ষেতলাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দীপেন্দ্র সিংহ বলেন, ‘শিশুটিকে উদ্ধারের জন্য আমরা সর্বাত্মক চেষ্টা চালিয়েছি। ঘটনাস্থল থেকে অর্ধগলিত অবস্থায় লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। আটক তিনজনকে জিজ্ঞাসাবাদ করা হবে।’
 

সম্পর্কিত নিবন্ধ

  • গতকালের বক্তব্যে রোহিঙ্গাদের জন্য ‘নিরাপদ অঞ্চল’ গড়ার কথা বোঝাতে চেয়েছি: জামায়াত নেতা তাহেরের বিবৃতি
  • নিখোঁজের ৯ দিন পর পাওয়া গেল শিশুর অর্ধগলিত লাশ