পাকিস্তান বিরল ক্রিকেট—৩ বলে আউট ৪ জন, সৌদ শাকিল টাইমড আউট
Published: 5th, March 2025 GMT
একজন ব্যাটসম্যানের টাইমড আউট হওয়াই বিরল ঘটনা। সেই টাইমড আউটের আগে–পরে মিলিয়ে কারণে মাত্র ৩ বলেই যদি ৪ ব্যাটসম্যান আউট হন, সেটাকে কী বলবেন!
বিস্ময়কর এ ঘটনাই ঘটেছে পাকিস্তানে। তা–ও যেনতেন টুর্নামেন্টে নয়। পাকিস্তানের প্রথম শ্রেণির ঘরোয়া প্রতিযোগিতা প্রেসিডেন্ট ট্রফি গ্রেড ওয়ানের ফাইনালে। আর টাইমড আউট হওয়া ব্যাটসম্যানটিও বেশ পরিচিতই—সৌদ শাকিল। কদিন আগেই যিনি আইসিসি চ্যাম্পিয়নস ট্রফিতে খেলেছেন।
পাকিস্তান দল আগেভাগে চ্যাম্পিয়নস ট্রফি থেকে বিদায় নেওয়ার পর কয়েকজন খেলোয়াড় নেমে পড়েছেন প্রেসিডেন্ট ট্রফির ফাইনাল খেলতে। মঙ্গলবার রাওয়ালপিন্ডি ক্রিকেট স্টেডিয়ামে শুরু ম্যাচে স্টেট ব্যাংক অব পাকিস্তানের (এসবিপি) মুখোমুখি হয় পাকিস্তান টেলিভিশন (পিটিভি)। টসে হেরে ব্যাট করতে নামা এসবিপি ৮৭ রানে প্রথম উইকেট হারালে ব্যাটিংয়ে নামেন অধিনায়ক উমর আমিন।
তবে তিনে নামা উমর বেশিক্ষণ টিকতে পারেননি। ৬ রান করে বোল্ড হন মোহাম্মদ শাহজাদের বলে। ঠিক পরের বলেই স্লিপে ক্যাচ দিয়ে আউট হন অভিজ্ঞ ফাওয়াদ আলম।
পঞ্চম ব্যাটসম্যান হিসেবে মাঠে নামার কথা ছিল শাকিলের। চ্যাম্পিয়নস ট্রফিতে ভারতের বিপক্ষে ৬২ রান করা এই ব্যাটসম্যান নামতে দেরি করছিলেন।
উইজডেনের খবরে বলা হয়, ফাওয়াদ আউট হওয়ার পর চার মিনিট পেরিয়ে গেলেও শাকিল ড্রেসিংরুম থেকে বেরিয়ে আসেননি। নিয়মানুযায়ী আম্পায়ার তাঁকে আউট ঘোষণা করেন। ছেলেদের পেশাদার ক্রিকেটে এটি টাইমড আউটের নবম ঘটনা।
আরও পড়ুনআইসিসির কাছে বলে থুতু ব্যবহারের সুযোগ চান শামি১ ঘণ্টা আগেশাকিলের টাইমড আউট হওয়া উইকেটটি বোলারের ছিল না। পিটিভির শাহজাদ তখনো হ্যাটট্রিকের অপেক্ষায়। পরবর্তী ব্যাটসম্যান হিসেবে মাঠে নামেন মোহাম্মদ ইরফান খান।
গত বছর আন্তর্জাতিক ক্রিকেটে পা রাখা এই মিডল অর্ডার ব্যাটসম্যান শাহজাদের হ্যাটট্রিক বলে গড়বড় করে ফেলেন। তাঁকে বোল্ড করে হ্যাটট্রিক পূর্ণ করেন শাহজাদ। জন্ম হয় বিরল এক ঘটনার—তিন বলের মধ্যে চার ব্যাটসম্যান আউট। যে তিন বলের মধ্যে কোনো ওয়াইড, নো বা অতিরিক্ত বল ছিল না।
হ্যাটট্রিকসহ ৫ উইকেট নেন মোহাম্মদ শাহজাদ (ডান থেকে তৃতীয়)।.উৎস: Prothomalo
কীওয়ার্ড: ব য টসম য ন আউট হওয় শ হজ দ
এছাড়াও পড়ুন:
আজ টিভিতে যা দেখবেন (২৬ এপ্রিল ২০২৫)
ঢাকা প্রিমিয়ার লিগ, বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবল, আইপিএল, পিএসএল মিলিয়ে আছে কয়েকটি ম্যাচ। রাতে কোপা দেল রের ফাইনাল।ঢাকা প্রিমিয়ার লিগ
মোহামেডান–গাজী গ্রুপ
সকাল ৯টা, টি স্পোর্টস
আবাহনী–লিজেন্ডস অব রূপগঞ্জ
সকাল ৯টা, টি স্পোর্টস ইউটিউব চ্যানেল
গুলশান–অগ্রণী ব্যাংক
সকাল ৯টা, টি স্পোর্টস ইউটিউব চ্যানেল
আবাহনী–মোহামেডান
বিকেল ৩–৩০ মি., টি স্পোর্টস ইউটিউব চ্যানেল
রহমতগঞ্জ–বসুন্ধরা কিংস
বিকেল ৩–৩০ মি., টি স্পোর্টস ইউটিউব চ্যানেল
কলকাতা নাইট রাইডার্স–পাঞ্জাব কিংস
রাত ৮টা, টি স্পোর্টস ও স্টার স্পোর্টস ১
লাহোর কালান্দার্স–মুলতান সুলতানস
রাত ৯টা, নাগরিক টিভি
চেলসি–এভারটন
বিকেল ৫–৩০ মি., স্টার স্পোর্টস সিলেক্ট ১
নিউক্যাসল–ইপ্সউইচ টাউন
রাত ৮টা, স্টার স্পোর্টস সিলেক্ট ১
ক্রিস্টাল প্যালেস–অ্যাস্টন ভিলা
রাত ১০–১৫ মি., সনি স্পোর্টস টেন ২
বার্সেলোনা–রিয়াল মাদ্রিদ
রাত ২টা, স্পোর্টজেডএক্স অ্যাপ