একজন ব্যাটসম্যানের টাইমড আউট হওয়াই বিরল ঘটনা। সেই টাইমড আউটের আগে–পরে মিলিয়ে কারণে মাত্র ৩ বলেই যদি ৪ ব্যাটসম্যান আউট হন, সেটাকে কী বলবেন!

বিস্ময়কর এ ঘটনাই ঘটেছে পাকিস্তানে। তা–ও যেনতেন টুর্নামেন্টে নয়। পাকিস্তানের প্রথম শ্রেণির ঘরোয়া প্রতিযোগিতা প্রেসিডেন্ট ট্রফি গ্রেড ওয়ানের ফাইনালে। আর টাইমড আউট হওয়া ব্যাটসম্যানটিও বেশ পরিচিতই—সৌদ শাকিল। কদিন আগেই যিনি আইসিসি চ্যাম্পিয়নস ট্রফিতে খেলেছেন।

পাকিস্তান দল আগেভাগে চ্যাম্পিয়নস ট্রফি থেকে বিদায় নেওয়ার পর কয়েকজন খেলোয়াড় নেমে পড়েছেন প্রেসিডেন্ট ট্রফির ফাইনাল খেলতে। মঙ্গলবার রাওয়ালপিন্ডি ক্রিকেট স্টেডিয়ামে শুরু ম্যাচে স্টেট ব্যাংক অব পাকিস্তানের (এসবিপি) মুখোমুখি হয় পাকিস্তান টেলিভিশন (পিটিভি)। টসে হেরে ব্যাট করতে নামা এসবিপি ৮৭ রানে প্রথম উইকেট হারালে ব্যাটিংয়ে নামেন অধিনায়ক উমর আমিন।

তবে তিনে নামা উমর বেশিক্ষণ টিকতে পারেননি। ৬ রান করে বোল্ড হন মোহাম্মদ শাহজাদের বলে। ঠিক পরের বলেই স্লিপে ক্যাচ দিয়ে আউট হন অভিজ্ঞ ফাওয়াদ আলম।

পঞ্চম ব্যাটসম্যান হিসেবে মাঠে নামার কথা ছিল শাকিলের। চ্যাম্পিয়নস ট্রফিতে ভারতের বিপক্ষে ৬২ রান করা এই ব্যাটসম্যান নামতে দেরি করছিলেন।

উইজডেনের খবরে বলা হয়, ফাওয়াদ আউট হওয়ার পর চার মিনিট পেরিয়ে গেলেও শাকিল ড্রেসিংরুম থেকে বেরিয়ে আসেননি। নিয়মানুযায়ী আম্পায়ার তাঁকে আউট ঘোষণা করেন। ছেলেদের পেশাদার ক্রিকেটে এটি টাইমড আউটের নবম ঘটনা।

আরও পড়ুনআইসিসির কাছে বলে থুতু ব্যবহারের সুযোগ চান শামি১ ঘণ্টা আগে

শাকিলের টাইমড আউট হওয়া উইকেটটি বোলারের ছিল না। পিটিভির শাহজাদ তখনো হ্যাটট্রিকের অপেক্ষায়। পরবর্তী ব্যাটসম্যান হিসেবে মাঠে নামেন মোহাম্মদ ইরফান খান।

গত বছর আন্তর্জাতিক ক্রিকেটে পা রাখা এই মিডল অর্ডার ব্যাটসম্যান শাহজাদের হ্যাটট্রিক বলে গড়বড় করে ফেলেন। তাঁকে বোল্ড করে হ্যাটট্রিক পূর্ণ করেন শাহজাদ। জন্ম হয় বিরল এক ঘটনার—তিন বলের মধ্যে চার ব্যাটসম্যান আউট। যে তিন বলের মধ্যে কোনো ওয়াইড, নো বা অতিরিক্ত বল ছিল না।

হ্যাটট্রিকসহ ৫ উইকেট নেন মোহাম্মদ শাহজাদ (ডান থেকে তৃতীয়)।.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: ব য টসম য ন আউট হওয় শ হজ দ

এছাড়াও পড়ুন:

বাংলাদেশি লেনিন অস্ট্রেলিয়ান জাতীয় নির্বাচনে লিবারেল পার্টির সংসদ সদস্য প্রার্থী

এবারের অস্ট্রেলিয়ান জাতীয় সংসদ নির্বাচনে লিবারেল পার্টির প্রার্থী হিসেবে জাকির আলম লেনিন নিউ সাউথ ওয়েলস এর ওয়াটসন আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। তিনি একমাত্র বাংলাদেশি হিসেবে এ নির্বাচনে অংশগ্রহণ করছেন। বহু প্রতিভার অধিকারী লেলিন সততা, অভিজ্ঞতা এবং সমাজের প্রতি দায়িত্ববোধ থেকেই একটি উন্নত ও অন্তর্ভুক্তিমূলক সমাজ গঠনে অবদান রাখতে বাংলাদেশি কমিউনিটি ও অস্ট্রেলিয়ার নাগরিকদের দোয়া ও সমর্থন চেয়েছেন।

জাকির আলম লেনিনের জন্ম ব্রাহ্মণবাড়িয়ায়। তার দাদা মাজহারুল আলম ভূঁইয়া ছিলেন জমিদার। পিতা মোতাহের আলম ছিলেন ব্রাহ্মণবাড়িয়ার প্রভাবশালী রাজনীতিবিদ ও বিএনপির প্রতিষ্ঠাতা সদস্যদের একজন।

জাকির আলম লেলিন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে সরকার ও রাজনীতি বিভাগে স্নাতক ডিগ্রি অর্জন করেন। বিশ্ববিদ্যালয় জীবনেই তিনি ছাত্ররাজনীতিতে সক্রিয় হন এবং জাতীয়তাবাদী ছাত্রদলের জাহাঙ্গীরনগর শাখার সিনিয়র সহ-সভাপতি ও ১৯৯৬ সালের কেন্দ্রীয় কমিটির সদস্য হিসেবে নেতৃত্ব প্রদান করেন। ছাত্রজীবনে তিনি ছিলেন একজন প্রতিভাবান ক্রীড়াবিদ। ফুটবল, ক্রিকেট ও লন টেনিসে তাঁর পারদর্শিতা তাঁকে জেলা ও বিশ্ববিদ্যালয় পর্যায়ে পরিচিত করে তোলে।
পেশাগত জীবনে তাঁর সূচনা ঘটে বাংলাদেশের বহুজাতিক চা কোম্পানি জেমস ফিনলে-তে সহকারী ব্যবস্থাপক হিসেবে। 

২০০৫ সালে তিনি অস্ট্রেলিয়ায় অভিবাসন করেন এবং সেখানে বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন-এ ডিপ্লোমা এবং অ্যাকাউন্টিংয়ে মাস্টার্স ডিগ্রি অর্জন করেন। বর্তমানে তিনি রিয়েল এস্টেট এবং ল্যান্ড ডেভেলপমেন্ট ব্যবসায় নিয়োজিত এবং এ বিষয়ে প্রাতিষ্ঠানিক সার্টিফিকেট অর্জন করেছেন।

অস্ট্রেলিয়ায় তিনি বাংলাদেশি কমিউনিটির অন্যতম সংগঠন জিয়া ফোরাম অস্ট্রেলিয়া-এর সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। কোভিড-১৯ মহামারির সময় উল্লেখযোগ্য সামাজিক দায়িত্ব পালনের স্বীকৃতি হিসেবে তাঁর সংগঠন  Covid Hero Award অর্জন করে।

লিবারেল পার্টির একজন প্রতিশ্রুতিবদ্ধ সদস্য হিসেবে তাঁর মূল লক্ষ্য হচ্ছে বহুসাংস্কৃতিক সমাজের উন্নয়ন, ক্ষুদ্র ও মাঝারি ব্যবসার প্রসার, এবং সমাজের প্রত্যেক শ্রেণির অংশগ্রহণ নিশ্চিত করা। ওয়াটসন আসনের জনগণের জন্য তিনি একটি শক্তিশালী ও অন্তর্ভুক্তিমূলক কণ্ঠস্বর হতে চান।

উল্লেখ্য, আগামী ৩ মে অস্ট্রেলিয়ায় জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে।

সম্পর্কিত নিবন্ধ