সামনে আসছে জামায়াতসহ ইসলামী দলগুলোর মতভিন্নতা
Published: 5th, March 2025 GMT
জুলাই গণ-অভ্যুত্থানের নেতৃত্ব দেওয়া ছাত্রদের সঙ্গে অনেক বিষয়েই ঐকমত্য দেখা গেছে জামায়াত ও ইসলামী আন্দোলনসহ মূলধারার ইসলামপন্থী দলগুলোর। তবে সংবিধানের আমূল পরিবর্তনের লক্ষ্যে ‘গণপরিষদ’ গঠন ও ‘সেকেন্ড রিপাবলিক’ প্রতিষ্ঠায় ছাত্র-তরুণদের নতুন দল জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) যে রাজনৈতিক লক্ষ্য প্রকাশ করেছে, তাতে সবাই একমত নয়।
জামায়াত মনে করে, ‘গণপরিষদ’ ও ‘সেকেন্ড রিপাবলিক’ কীভাবে হবে, সেটার কোনো ব্যাখ্যা আসেনি। এই পদক্ষেপ বিতর্ক তৈরি করতে পারে।
ইসলামী আন্দোলন মনে করে, সংবিধানের ব্যাপক সংস্কার অনুমোদনে ‘গণপরিষদ’ হতে পারে। ‘সেকেন্ড রিপাবলিক’ প্রতিষ্ঠায়ও তাদের আপত্তি নেই। তবে এসব করতে গিয়ে যাতে কোনোভাবেই জাতীয় নির্বাচন নিয়ে অনিশ্চয়তা তৈরি না হয়।
৫ আগস্টের পটপরিবর্তনের পর থেকে এ পর্যন্ত জুলাই গণ-অভ্যুত্থানের ছাত্রনেতৃত্বের সঙ্গে জামায়াতসহ ইসলামপন্থীদের কোনো বিষয়ে তেমন মতবিরোধ দেখা যায়নি। এখন ‘গণপরিষদ’ ও ‘সেকেন্ড রিপাবলিক’ নিয়ে বিতর্কে কিছুটা মতভিন্নতা সামনে আসছে।
জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের.উৎস: Prothomalo
কীওয়ার্ড: স ক ন ড র প বল ক ইসল ম
এছাড়াও পড়ুন:
স্পেন ও পর্তুগালে ভয়াবহ বিদ্যুৎবিভ্রাট, সব ধরনের গণপরিবহনে বিপর্যয়
ইউরোপের দেশ স্পেন ও পর্তুগালে তীব্র বিদ্যুৎবিভ্রাট দেখা দিয়েছে। এতে গণপরিবহনব্যবস্থা অচল হয়ে পড়েছে। ব্যাপক যানজট সৃষ্টি হয়েছে। উড়োজাহাজের বিভিন্ন ফ্ল্যাইট দেরি করে ছেড়েছে। আজ সোমবার বিদ্যুৎবিভ্রাটের কারণে দেশ দুটিতে এমন পরিস্থিতি দেখা দিয়েছে।
বিদ্যুৎ সেবাদাতা সংস্থাগুলো গ্রিড পুনরুদ্ধারের চেষ্টা করছে। তবে স্পেনের বিদ্যুৎ সঞ্চালন পরিচালনাকারী প্রতিষ্ঠান রেড ইলেকট্রিকা জানিয়েছে, বিভ্রাটের কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। ফলে ৬ থেকে ১০ ঘণ্টা পর্যন্ত এমন পরিস্থিতি থাকতে পারে। সরকারি কর্মকর্তারা জানিয়েছেন, সাইবার হামলার কারণে এ বিভ্রাট দেখা দিয়েছে। তবে সমস্যা পুরোপরি শনাক্ত করা যায়নি।
বিদ্যুৎবিভ্রাটের কারণে স্পেন ও পর্তুগালের বিভিন্ন এলাকায় বিশৃঙ্খলা দেখা দিয়েছে। ট্রাফিক সিগন্যাল বন্ধ হয়ে যাওয়ায় তীব্র যানজট সৃষ্টি হয়েছে। পরিবহন নেটওয়ার্কগুলো বন্ধ হয়ে গেছে, বিদ্যুৎবিহীন হয়ে পড়েছে হাসপাতালগুলো। মেট্রোরেল ও লিফটের ভেতরে অনেক মানুষ আটকা পড়েছেন।
স্পেনের রাজধানী মাদ্রিদে শত শত মানুষকে অফিস ভবনের বাইরের সড়কে দাঁড়িয়ে থাকতে দেখা গেছে। কিছু গুরুত্বপূর্ণ ভবনের চারপাশে পুলিশের ব্যাপক উপস্থিতি চোখে পড়েছে। পুলিশ কর্মকর্তারা ট্রাফিক নিয়ন্ত্রণের পাশাপাশি গাড়ি চালিয়ে আলো জ্বালিয়ে টহল দিচ্ছেন।
বিদ্যুৎবিভ্রাটের কারণে স্পেনের একটি ট্রেন যাত্রার মাঝপথে বন্ধ হয়ে যায়