ফাইনালে যাওয়ার লড়াইয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির রেকর্ড ৩৬২ রানের সংগ্রহ পেয়েছে নিউজিল্যান্ড। বিশাল রান তাড়া করতে নেমে ভালো জবাব দিলেও তিন উইকেট হারিয়ে চাপে দক্ষিণ আফ্রিকা। 

লাহোরে দক্ষিণ আফ্রিকা ২৮ ওভারে ৩ উইকেট হারিয়ে ১৬৬ রান করেছে। এইডেন মার্করাম ১৮ রানে ক্রিজে আছেন। তার সঙ্গী হেনরিক ক্লাসেন।

প্রোটিয়াদের ডুসেন ধাক্কা: নিউজিল্যান্ডের বড় রানের জবাবে ভালো ব্যাটিং করতে থাকা রেসি ফন ডার ডুসেন ফিফটির পর ফিরেছেন। তিনি ৬৬ বলে ৬৯ রানের ইনিংস খেলেন। চারটি চার ও দুটি ছক্কা মারেন। ইনিংসের ২৭তম ওভারে দলের ১৬১ রানে আউট হন তিনি।  

ফিরলেন রিকেলটন-বাভুমা: নিউজিল্যান্ডের বড় রান তাড়া করতে নেমে প্রোটিয়া ওপেনার রায়ান রিকেলটন দলের ২০ রানে সাজঘরে ফিরে যান। তিনি ১৭ রান করেন। এরপর বাভুমা ও ফন ডার ডুসেন ১০৫ রান যোগ করেন। বাভুমা ৭১ বলে ৫৬ রান করে ফিরে গেছেন।

রাচিন-উইলিয়ামসনের সেঞ্চুরি: চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে যাওয়ার লড়াইয়ে নিউজিল্যান্ডের দুই ব্যাটার রাচিন রবীন্দ্র ও কেন উইলিয়ামসন সেঞ্চুরি করেছেন। রাচিন ১০১ বলে ১০৮ রান করেছেন। ১৩টি চারের সঙ্গে একটি ছক্কা মারেন তিনি। উইলিয়ামসন ৯৪ বলে ১০২ রান করেন। তিনি ১০টি চার ও দুটি ছক্কা মারেন। 

মিশেল-ফিলিপসের ব্যাটে রান: নিউজিল্যান্ডের রান বড় করতে ড্যারেল মিশেল ও গ্লেন ফিলিপস ভালো ব্যাটিং করেছেন। মিশেল ৩৭ বলে ৪৯ রান করেন। ফিলিপস ২৭ বলে ৪৯ রানের ইনিংস খেলেন।

.

উৎস: Samakal

কীওয়ার্ড: র ন কর

এছাড়াও পড়ুন:

ব্যাংক আল ফালাহর বাংলাদেশ শাখা কিনছে না হাটন ন্যাশনাল ব্যাংক

পাকিস্তানি প্রতিষ্ঠান ব্যাংক আল ফালাহর বাংলাদেশ শাখা কিনতে চেয়েছিল শ্রীলঙ্কার হাটন ন্যাশনাল ব্যাংক। এ লক্ষ্যে পাকিস্তান ও বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংক হাটন ন্যাশনাল ব্যাংককে আল ফালাহর বাংলাদেশ শাখা কার্যক্রম খতিয়ে দেখার অনুমোদন দিয়েছিল।

কিন্তু হাটন ন্যাশনাল ব্যাংক শেষমেশ মতি পরিবর্তন করেছে। এখন আর তারা এই ব্যাংক অধিগ্রহণের পথে হাঁটছে না। হাটন ন্যাশনাল ব্যাংকের প্রধান নির্বাহী কর্মকর্তা জানিয়েছেন, ২ এপ্রিলের পরিচালনা পর্ষদের বৈঠকে ঠিক হয়েছে, ব্যাংক আল ফালাহর বাংলাদেশ শাখা কেনা হবে না।

সংবাদে বলা হয়েছে, গত বছরের ১৫ নভেম্বর বাংলাদেশ ও পাকিস্তানের কেন্দ্রীয় ব্যাংক হাটন ন্যাশনাল ব্যাংকের নিরীক্ষা কার্যক্রমে সহায়তা করতে ব্যাংক আল ফালাহকে নীতিগত অনুমোদন দেয়।

ব্যাংক আল ফালাহ অবশ্য আগেই জানিয়েছিল, হাটন ন্যাশনাল ব্যাংকের সঙ্গে আলোচনার অনুমোদন দেওয়ার আগে ব্যাংক এশিয়ার সঙ্গেও আলোচনার অনুমিত দেয় বাংলাদেশ ব্যাংক। সেই আলোচনা চলমান থাকতেই হাটন ন্যাশনাল ব্যাংককেও অনুমোদন দেয় বাংলাদেশ ব্যাংক। হাটন ন্যাশনাল ব্যাংক এই প্রক্রিয়া থেকে সরে যাওয়ায় এখন ব্যাংক এশিয়ার জন্য দ্বার খোলা আছে।  

জানা যায়, ২০২৩ সাল থেকে ব্যাংক আলফালাহ তাদের বাংলাদেশের কার্যক্রম বিক্রির জন্য উপযুক্ত ক্রেতা খুঁজছিল। এ জন্য তারা অবশ্য টেন্ডার আহ্বান করেনি। ব্যাংক এশিয়ার সঙ্গে এ নিয়ে নানা পর্যায়ে আলোচন হয়েছে। বনিবনা হওয়ায় গত বছরের এপ্রিলে ব্যাংক আল ফালাহ পাকিস্তান স্টক এক্সচেঞ্জে প্রকাশিত বার্তায় তাদের বাংলাদেশ কার্যক্রম ব্যাংক এশিয়ার কাছে বিক্রির ঘোষণা দেয়।

এরপর দুই দেশের সংশ্লিষ্ট নিয়ন্ত্রক সংস্থাগুলো এতে সায় দেয়। ব্যাংক এশিয়ার প্রস্তাবের আলোকে পিডব্লিউসি বাংলাদেশকে দিয়ে পুরো কার্যক্রম সম্পন্ন করার অনুমতি দেয় বাংলাদেশ ব্যাংক। এর মধ্যে আবার যুক্ত হয়ে যায় হাটন ন্যাশনাল ব্যাংক। এবার তারা সেই প্রক্রিয়া থেকে সরে দাঁড়াল।

সম্পর্কিত নিবন্ধ