ফাইনালে যাওয়ার লড়াইয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির রেকর্ড ৩৬২ রানের সংগ্রহ পেয়েছে নিউজিল্যান্ড। বিশাল রান তাড়া করতে নেমে ভালো জবাব দিলেও তিন উইকেট হারিয়ে চাপে দক্ষিণ আফ্রিকা। 

লাহোরে দক্ষিণ আফ্রিকা ২৮ ওভারে ৩ উইকেট হারিয়ে ১৬৬ রান করেছে। এইডেন মার্করাম ১৮ রানে ক্রিজে আছেন। তার সঙ্গী হেনরিক ক্লাসেন।

প্রোটিয়াদের ডুসেন ধাক্কা: নিউজিল্যান্ডের বড় রানের জবাবে ভালো ব্যাটিং করতে থাকা রেসি ফন ডার ডুসেন ফিফটির পর ফিরেছেন। তিনি ৬৬ বলে ৬৯ রানের ইনিংস খেলেন। চারটি চার ও দুটি ছক্কা মারেন। ইনিংসের ২৭তম ওভারে দলের ১৬১ রানে আউট হন তিনি।  

ফিরলেন রিকেলটন-বাভুমা: নিউজিল্যান্ডের বড় রান তাড়া করতে নেমে প্রোটিয়া ওপেনার রায়ান রিকেলটন দলের ২০ রানে সাজঘরে ফিরে যান। তিনি ১৭ রান করেন। এরপর বাভুমা ও ফন ডার ডুসেন ১০৫ রান যোগ করেন। বাভুমা ৭১ বলে ৫৬ রান করে ফিরে গেছেন।

রাচিন-উইলিয়ামসনের সেঞ্চুরি: চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে যাওয়ার লড়াইয়ে নিউজিল্যান্ডের দুই ব্যাটার রাচিন রবীন্দ্র ও কেন উইলিয়ামসন সেঞ্চুরি করেছেন। রাচিন ১০১ বলে ১০৮ রান করেছেন। ১৩টি চারের সঙ্গে একটি ছক্কা মারেন তিনি। উইলিয়ামসন ৯৪ বলে ১০২ রান করেন। তিনি ১০টি চার ও দুটি ছক্কা মারেন। 

মিশেল-ফিলিপসের ব্যাটে রান: নিউজিল্যান্ডের রান বড় করতে ড্যারেল মিশেল ও গ্লেন ফিলিপস ভালো ব্যাটিং করেছেন। মিশেল ৩৭ বলে ৪৯ রান করেন। ফিলিপস ২৭ বলে ৪৯ রানের ইনিংস খেলেন।

.

উৎস: Samakal

কীওয়ার্ড: র ন কর

এছাড়াও পড়ুন:

তৃতীয় টার্মিনাল চালু হলেই গ্রাউন্ড হ্যান্ডলিং শুরু

বিমান পরিচালনা পর্ষদ বোর্ডের চেয়ারম্যান আবদুল মুয়ীদ চৌধুরী বলেছেন, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনাল যেদিন থেকে চালু হবে, সেদিন থেকেই গ্রাউন্ড হ্যান্ডলিং কাজ করবে বিমান। এ লক্ষ্যে সব ধরনের প্রস্তুতি আছে বিমানের। 

গতকাল বুধবার বিমানবন্দর এলাকায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের জিএসই বিভাগ আয়োজিত নতুন গ্রাউন্ড সাপোর্ট ইকুইপমেন্ট কমিশনিং-২০২৫ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, সরকার পরীক্ষামূলকভাবে দুই বছরের জন্য বিমানবন্দর থার্ড টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিং কাজ করার অনুমতি দিয়েছে বিমানকে। আশা করি, আন্তর্জাতিক মানে দক্ষ জনবল দ্বারা দক্ষতার সঙ্গে এ কাজ করবেন বিমান কর্মীরা। মুয়ীদ বলেন, বিমানের গ্রাউন্ড হ্যান্ডলিং নিয়ে জাইকা সন্ধিহান থাকলেও, আশা করি তাদের সহযোগিতায় গ্রাউন্ড হ্যান্ডলিং সেবা আন্তর্জাতিক মানে উন্নত করবে বিমান। 

অনুষ্ঠানে বিশেষ অতিথি বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মঞ্জুর কবীর ভূঁইয়া বলেন, বিমানের গ্রাউন্ড হ্যান্ডলিং সেবা নিয়ে সন্ধিহান জাইকা। এ বিষয়ে জাইকার প্রশ্ন– আন্তর্জাতিক মানে গ্রাউন্ড হ্যান্ডলিং সেবার ক্ষেত্রে বিমান কতটুকু সক্ষম; সে ধরনের জনবল ও ইকুইপমেন্ট আছে কিনা। তিনি বলেন, থার্ড টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ের জন্য বিমান যেসব ইকুইপমেন্ট বিদেশ থেকে আমদানি করছে, তাতে বিমান আন্তর্জাতিক মানের সেবা দিতে পারবে।

অনুষ্ঠানে বিমান কর্মকর্তারা বলেন, বর্তমানে আমরা তৃতীয় টার্মিনালের পরিচালনার দ্বারপ্রান্তে। সুষ্ঠুভাবে গ্রাউন্ড হ্যান্ডলিং সেবা দেওয়ার জন্য বিমান কাজ করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় গত এক বছরে ৩৫ কোটি টাকা ব্যয়ে ৪৩টি ইকুইপমেন্ট জিএসই বহরে সংযোজিত হয়েছে। বুধবার যুক্ত হতে যাচ্ছে আরও ৩২টি ইকুইপমেন্ট, যার মোট মূল্য ৫৪ কোটি টাকা। অচিরেই আরও ৩৪টি নতুন ইকুইপমেন্ট আগামী ছয় মাসের মধ্যে যুক্ত হয়ে ফ্লিট সমৃদ্ধ করার পাশাপাশি সক্ষমতা বৃদ্ধিতে বিশেষ সহায়ক হবে। 
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিমানে এমডি ও সিইও ড. মো. সাফিকুর রহমান, বিমানের পরিচালক গ্রাহকসেবা মো. রাশদেুল করিমসহ কর্মকর্তা-কর্মচারীরা। 
 

সম্পর্কিত নিবন্ধ