ইন্টার সফটওয়্যার ফুটসাল টুর্নামেন্ট ২০২৫ (সিজন ৯) পর্বের বিজয়ী হয়ে ইরা ইনফোটেক লিমিটেড নতুন সম্ভাবনার বার্তা দিয়েছে। ফাইনালে রোমাঞ্চকর পেনাল্টি শুটআউটে ২-১ গোলে এনোসিস সল্যুশনকে হারিয়ে প্রথমবার শিরোপা জিতেছে তারা। বিজয়ী হওয়ার পেছনে দলগত মনোবল, অদম্য সাহস ও নিরলস প্রচেষ্টা কাজ করেছে।

ইরা ইনফোটেকের চ্যাম্পিয়নশিপের পথ সহজ ছিল না। কোয়ার্টার ফাইনালে উত্তেজনাপূর্ণ ম্যাচে ইরা পাঠাওকে ১-০ গোলে হারিয়ে সেমিফাইনালে নিজের জায়গা নিশ্চিত করে। সেমিফাইনালে জয়ের ধারা অব্যাহত রেখে অপ্টিমিজলিকে ৩-০ গোলে পরাজিত করে। ম্যাচে প্রশংসার দাবিদার ছিলেন অ্যাটাকিং মিডফিল্ডার দিদারুল ইসলাম। যার জোড়া গোল দলকে পৌঁছে দেয় ফাইনালে।

ইরা ইনফোটেক ফাইনালে এনোসিস সল্যুশনের মুখোমুখি হয়। দুই দলই তাদের দক্ষতা ও প্রত্যয় নিয়ে খেলেছে। কিন্তু ১৬ মিনিটের নিয়মিত খেলায় (দুটি ৮ মিনিটের হাফে বিভক্ত) দুই দলই গোল করতে ব্যর্থ হয়। পেনাল্টি শুটআউটে গোলরক্ষক জাহিদুল ইসলাম দুটি শট সেভ করে দলকে ২-১ গোলে জয় এনে দেন। দুর্দান্ত পারফরম্যান্স টুর্নামেন্টের ইতিহাসে তাকে অনন্য উচ্চতায় নিয়ে যায়।

চলতি আসরে সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন মো.

মাশরুর রহমান খান। তার দক্ষতা, ধারাবাহিকতা ও চাপের মুহূর্তে সেরা পারফরম্যান্স ইরা ইনফোটেকের চ্যাম্পিয়ন হওয়ার পথে সুগম হয়।

জয় ছিল পুরো দলের সম্মিলিত প্রচেষ্টার ফল। দলনেতা ইফতেখার আহমেদ দুর্জয় ও সহ-দলনেতা সজিব মোল্লার নেতৃত্বে দলটি শিরোপা জিতে নেয়। ইরা ইনফোটেক লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আব্দুল মাবুদ, যার দিকনির্দেশনায় দলটি সাফল্য অর্জন করে।

দলের পেছনে কোচ মো. তাওফিক মুহাম্মদ আব্দুস সাত্তার ও ব্যবস্থাপক কাজী আনিসুর রহমানের অবদান ছিল অপরিসীম। দলের কৌশলগত পরিকল্পনা, সুনিপুণ প্রস্তুতি ও খেলোয়াড়দের দক্ষতা উন্নয়নের পরিশ্রম তাদের বিজয়ী দলে পরিণত করে। ইন্টার সফটওয়্যার ফুটসাল টুর্নামেন্ট-২০২৫ (সিজন ৯) পর্বের শিরোপা জেতায় ইন্ডাস্ট্রি দলটিকে অভিনন্দন জানিয়েছে।

উৎস: Samakal

কীওয়ার্ড: সফটওয় য র ইনফ ট ক ফ ইন ল

এছাড়াও পড়ুন:

হাইব্রিড সোলারে পরিবেশবান্ধব বিদ্যুৎ

নতুন ঘরানার বেশ কয়েকটি হাইব্রিড সোলার আইপিএস সল্যুশন উদ্ভাবন করেছে প্রযুক্তি ব্র্যান্ড ওয়ালটন। নতুন মডেলের হাইব্রিড সোলার আইপিএস সল্যুশন পারফরম্যান্স, দীর্ঘস্থায়ী ব্যাটারি ব্যাকআপ ও সোলার প্যানেলের সহায়তায় পরিবেশবান্ধব, নবায়নযোগ্য ও টেকসই বিদ্যুৎ সরবরাহের সুবিধার কথা জানাল। ফলে সৌরশক্তির মাধ্যমে বিদ্যুৎ খরচ কমানোর সঙ্গে গ্রাহক পরিবেশ সুরক্ষায় অংশীজন হতে পারবেন।
চাহিদা ও প্রয়োজন অনুযায়ী ওয়ালটনের ‘আর্ক’ ব্র্যান্ডের ১২০০ ভোল্ট-অ্যাম্পিয়ার, ২০৫০ ভোল্ট-অ্যাম্পিয়ার, ৩ হাজার ভোল্ট-অ্যাম্পিয়ার ও ৫৫০০ ভোল্ট-অ্যাম্পিয়ার ক্ষমতার হাইব্রিড সোলার আইপিএস সল্যুশন পাওয়া যাচ্ছে। বাসাবাড়ি থেকে শুরু করে শিল্প ও ব্যবসা প্রতিষ্ঠানের জন্য যা ব্যবহারযোগ্য। বিশেষ করে কৃষি ও উৎপাদনভিত্তিক ক্ষুদ্র, মাঝারি ও বৃহৎ সব উদ্যোগ পরিবেশবান্ধব সাশ্রয়ী বিদ্যুতের জন্য এমন হাইব্রিড সোলার আইপিএস সল্যুশন সিস্টেম সময়োপযোগী উদ্ভাবন।
সব মডেলের সোলার হাইব্রিড আইপিএস বিশেষ সুবিধায় রয়েছে বিশেষ কাস্টমাইজেশন সুবিধা। নিজের প্রয়োজনে গ্রাহক মডেলের কনফিগারেশন বদলে নিতে পারবেন। থাকবে অনগ্রিড ও অফগ্রিড সুবিধা। নির্মাতারা জানান, সব মডেলের সঙ্গে সোলার প্যানেল হিসেবে ব্যবহৃত হচ্ছে এআরসি মনো আরটিএম২০১০এম এবং আরসি মনো আরটি৭১-৪৫০এম, যা পারফরম্যান্স, দ্রুত চার্জিং ও দীর্ঘস্থায়ী ব্যাটারি ব্যাকআপ নিশ্চিত করে।
তা ছাড়া সোলার হাইব্রিড আইপিএস মডেলের বৈশিষ্ট্য হলো এগুলো বিদ্যুৎবিভ্রাট বা ভোল্টেজ ওঠানামার সময়ে নিরবচ্ছিন্ন শক্তি সরবরাহ করতে সক্ষম। জানা গেছে, ব্যবসা প্রতিষ্ঠান, শিল্পকারখানা, অফিস, হোটেল, শিক্ষাপ্রতিষ্ঠান, হাসপাতালসহ অন্যসব সংস্থার জরুরি অপারেশনাল সিস্টেম ও বৈদ্যুতিক যন্ত্রপাতি সুরক্ষিত রাখতে এসব প্যানেল সহায়ক। সৌরশক্তি ব্যবহারের মাধ্যমে গ্রাহক শুধু বিদ্যুৎ বিল কমাতে পারবেন। অন্যদিকে, পরিবেশবান্ধব পণ্য ব্যবহারে অংশীজন হওয়ার সুযোগ পাবেন।
ওয়ালটন কম্পিউটারের চিফ বিজনেস অফিসার তৌহিদুর রহমান রাদ বলেন, নবায়নযোগ্য, সাশ্রয়ী ও  পরিবেশবান্ধব বিদ্যুৎ সুবিধা নিশ্চিতে আমরা নতুন হাইব্রিড সোলার আইপিএস সল্যুশন নিয়ে দীর্ঘদিন ধরে কাজ করছি। হাইব্রিড সিস্টেম সৌরশক্তি ও গ্রিড বিদ্যুৎ থেকে স্মার্ট ইনভার্টার পদ্ধতির মাধ্যমে ব্যাটারি চার্জ করবে। ফলে একদিকে যেমন বিদ্যুৎ সাশ্রয় হবে, বিপরীতে দীর্ঘ সময় নিরবচ্ছিন্ন বিদ্যুৎ ব্যাকআপ পাওয়া যাবে।
হাইব্রিড প্যানেলের জন্য ২০ বছরের বিক্রয়োত্তর পরিষেবা, ব্যাটারির জন্য ১২ মাস আর সোলার ইনভার্টারের জন্য ১৮ মাসের পরিষেবা পাওয়া যাবে। আগ্রহীরা ব্র্যান্ডের দাপ্তরিক সাইট থেকে বিস্তারিত
তথ্য জানতে পারবেন।

সম্পর্কিত নিবন্ধ

  • অলরাউন্ড পারফরম্যান্সে অগ্রণী ব্যাংককে জেতালেন তাইবুর
  • ইউনাইটেড সমর্থকদের ‘ক্লাসলেস’ বললেন গার্দিওলা
  • অ্যালেন স্বপন ফিরলেন, রোমাঞ্চ ফিরল কি
  • প্রস্তুতি ম্যাচে প্রত্যাশিত ফল
  • ই-বাইক
  • হাইব্রিড সোলারে পরিবেশবান্ধব বিদ্যুৎ
  • শান্তদের জিম্বাবুয়ে সিরজের ক্যাম্পে ছাড়তে চায় না ক্লাবগুলো
  • আবাহনীর রেকর্ড গড়া জয়ের নায়ক মোসাদ্দেক
  • গুগলের কুইক শেয়ার অ্যাপে ত্রুটি, ঝুঁকিতে যে সংস্করণের ব্যবহারকারীরা
  • ৩ কোটি টাকায় ১ রান, ফেরারির দামে অটোরিকশার পারফরম্যান্স