পাকিস্তান থেকে ২৬ হাজার ২৫০ মেট্রিক টন এবং ভারত থেকে ১১ হাজার মেট্রিক টন চাল নিয়ে এমবি এসআইবিএল এবং এমবি এইচটি ইউনিট জাহাজ দুটি চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে।

বুধবার (৫ মার্চ) খাদ্য মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, জি টু জি ভিত্তিতে পাকিস্তান থেকে আমদানি করা ২৬ হাজার ২৫০ মেট্রিক টন আতপ চাল নিয়ে এমবি এসআইবিএল এবং আন্তর্জাতিক উন্মুক্ত দরপত্রের (প্যাকেজ-০৫) আওতায় ভারত থেকে আমদানি করা ১১ হাজার মেট্রিক টন সিদ্ধ চাল নিয়ে এমবি এইচটি ইউনিট জাহাজ দুটি চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে।

জাহাজ দুটিতে রক্ষিত চালের নমুনা পরীক্ষা শেষে আজই খালাসের কার্যক্রম শুরু হবে। এ জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও জানিয়েছে খাদ্য মন্ত্রণালয়।

ঢাকা/আসাদ/এনএইচ

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর ম ট র ক টন

এছাড়াও পড়ুন:

এসআইবিএল এর শরীআহ সুপারভাইজরী কমিটির সভা অনুষ্ঠিত

সোশ্যাল ইসলামী ব্যাংকের শরীআহ সুপারভাইজরী কমিটির ৯৩তম সভা (৪ মার্চ ২০২৫) ব্যাংকের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে।

ব্যাংকের শরীআহ সুপারভাইজরী কমিটির চেয়ারম্যান (চলতি দায়িত্ব) মুফতি মাওলানা আবদুল্লাহ মাসুমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (ভারপ্রাপ্ত) নাজমুস সায়াদাত উপস্থিত ছিলেন।

এছাড়াও শরীআহ সুপারভাইজরী কমিটির সদস্য-সচিব মুফতি আবু বকর সিদ্দিক নাবিল, সদস্য অধ্যাপক ড. মো. শামসুল আলম, ড. এম. মাসুদ রহমান, ড. মো. রফিকুল ইসলাম, মুফতি যুবায়ের আবদুল্লাহ, ব্যারিস্টার মোঃ মাহফুজুর রহমানসহ (মিলন) ব্যাংকের প্রধান কার্যালয়ের নির্বাহীরা সভায় উপস্থিত ছিলেন।

সভার কাজে সহযোগিতা করেন শরীআহ সুপারভাইজরী কমিটি সেক্রেটারিয়েটের প্রধান সৈয়দ জয়নুল আবেদীন।

ঢাকা/সাজ্জাদ/সাইফ

সম্পর্কিত নিবন্ধ

  • এসআইবিএল এর শরীআহ সুপারভাইজরী কমিটির সভা অনুষ্ঠিত