ট্রাম্পের ঘোষণার প্রতিবাদ গ্রিনল্যান্ডের
Published: 5th, March 2025 GMT
গ্রিনল্যান্ড যেকোনো উপায়ে দখলের ব্যাপারে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘোষণার তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন আর্কটিক অঞ্চলটির প্রধানমন্ত্রী মিউট এগেডে। বুধবার ফেসবুকে এক পোস্টে তিনি এ প্রতিক্রিয়া জানিয়েছেন।
মঙ্গলবার কংগ্রেসে দেওয়া ভাষণে ট্রাম্প বলেছেন, “জাতীয় নিরাপত্তা, এমনকি আন্তর্জাতিক নিরাপত্তার জন্য আমাদের গ্রিনল্যান্ড প্রয়োজন। তাই আমরা এটি পাওয়ার জন্য সংশ্লিষ্ট সবার সঙ্গে কাজ করছি। আমি মনে করি, আমরা এটি অর্জন করব, যেকোনো উপায়ে আমরা এটি অর্জন করব।”
ট্রাম্পের এই বক্তব্যের প্রতিক্রিয়ায় মিউট এগেডে বলেছেন, “আমরা আমেরিকান বা ডেনিশও হতে চাই না। আমরা গ্রিনল্যান্ডবাসী। আমেরিকান এবং তাদের নেতাদের এটা বুঝতে হবে।”
তিনি বলেছেন, “আমরা বিক্রির জন্য নই এবং আমাদের কেবল কেড়ে নেওয়া যাবে না। আমাদের ভবিষ্যৎ গ্রিনল্যান্ডে আমরাই নির্ধারণ করি।”
ট্রাম্প এর আগেও একাধিকবার গ্রিনল্যান্ড দখলের কথা বলেছিলেন। তবে তিনি সামরিক হস্তক্ষেপের কথা বলেননি।
গ্রিনল্যান্ড হচ্ছে ডেনমার্কের অংশ। কোপেনহেগেনও ট্রাম্পের দ্বীপটি দখলের আকাঙ্ক্ষাকেও প্রত্যাখ্যান করেছে।
কোপেনহেগেনে ডেনিশ প্রতিরক্ষামন্ত্রী ট্রোয়েলস লুন্ড পলসেন সরকারি সম্প্রচারমাধ্যম ডিআরকে-তে বলেছেন, গ্রিনল্যান্ডের মার্কিন সংযুক্তি “ঘটবে না। গ্রিনল্যান্ড কোন দিকে যেতে চায় তা গ্রিনল্যান্ডবাসীরা সিদ্ধান্ত নেবে।”
ঢাকা/শাহেদ
.