আইসিসি টুর্নামেন্ট মানেই যেন নিউজিল্যান্ডের তরুণ ব্যাটার রাচিন রবীন্দ্রর সেঞ্চুরি। ভারতীয় বংশোদ্ভূত এই বাঁ-হাতি স্পিন অলরাউন্ডার আইসিসির দুই ওয়ানডে টুর্নামেন্ট খেলেই পাঁচ সেঞ্চুরি করেছেন। 

ক্যারিয়ারের প্রথম পাঁচ সেঞ্চুরিই আইসিসির টুর্নামেন্টে পাওয়া প্রথম ব্যাটার রাচিন। তিনি ভেঙেছেন বাংলাদেশের মাহমুদউল্লাহ রিয়াদের রেকর্ড। রিয়াদ তার ওয়ানডে ক্যারিয়ারে চার সেঞ্চুরি করেছেন। চারটিই তিনি পেয়েছেন আইসিসির টুর্নামেন্টে। 

রাচিন রবীন্দ্র ২০২৩ সালে ভারতে অনুষ্ঠিত ৫০ ওভারের বিশ্বকাপে তিন সেঞ্চুরি করেছিলেন। মধ্যে আর কোন শতরানের ইনিংস আসেনি তার ব্যাট থেকে। কিন্তু এবারের চ্যাম্পিয়ন্স ট্রফির শুরুতে ইনজুরির কারণে খেলতে না পারা রাচিন দুই সেঞ্চুরি পেয়ে গেছেন। 

ইনজুরি কাটিয়ে বাংলাদেশের বিপক্ষে মাঠে নেমেই দারুণ এক সেঞ্চুরি করেন কিউই অলরাউন্ডার। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সেমিফাইনালে অন্য সেঞ্চুরিটি এসেছে তার ব্যাট থেকে। ৩২ ওয়ানডে ক্যারিয়ারে এটি রাচিনের পঞ্চম সেঞ্চুরি। 

এর আগে বাংলাদেশের মাহমুদউল্লাহ ২০১৫ বিশ্বকাপে দুটি সেঞ্চুরি করেছিলেন। আইসিসির টুর্নামেন্টে সেবারই প্রথম সেঞ্চুরি পেয়েছিল বাংলাদেশ। ২০১৭’র চ্যাম্পিয়ন্স ট্রফিতে সেঞ্চুরি পেয়েছিলেন তিনি। ২০২৩ বিশ্বকাপেও সেঞ্চুরি পান রিয়াদ।  

.

উৎস: Samakal

কীওয়ার্ড: আইস স র

এছাড়াও পড়ুন:

হামাসকে ভাষায় প্রকাশযোগ্য নয়, এমন গালি দিলেন ফিলিস্তিনের প্রেসিডেন্ট আব্বাস

ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস দেশটির স্বাধীনতাকামী সংগঠন হামাসকে ‘সান অব....’ বলে গালি দিলেন। তিনি গাজায় অবশিষ্ট বন্দীদের মুক্তি দিতেও হামাসের প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন, বন্দীদের মুক্তি না দেওয়ার বিষয়টি ফিলিস্তিনে গণহত্যা চালিয়ে যেতে ইসরায়েলের জন্য একটি অজুহাত তৈরি করছে।

ইসরায়েল–নিয়ন্ত্রিত পশ্চিম তীরের রামাল্লায় অনুষ্ঠিত ৩২তম প্যালেস্টাইন লিবারেশন অর্গানাইজেশন (পিএলও) কেন্দ্রীয় কাউন্সিল অধিবেশনে বক্তৃতাকালে মাহমুদ আব্বাস এসব কথা বলেন। বিশেষ করে তিনি আমেরিকান-ইসরায়েলি বন্দী আদি আলেক্সান্ডারের প্রসঙ্গটি তোলেন।

মাহমুদ আব্বাস বলেন, ‘প্রতিদিন শত শত মানুষ মারা যাচ্ছে। কেন? তারা সেই মার্কিন জিম্মিকে হস্তান্তর করতে চায় না।’

ফিলিস্তিনের প্রেসিডেন্ট আব্বাস হামাসের উদ্দেশে বলেন, ‘সান অব...., তোমাদের কাছে যারা আছে, তাদের হস্তান্তর করো এবং আমাদের এই অবস্থা থেকে মুক্তি দাও। ইসরায়েলকে কোনো অজুহাত দেওয়ার সুযোগ দিয়ো না। তাদের অজুহাত দেওয়ার সুযোগ দিয়ো না।’

মাহমুদ আব্বাস আরও বলেন, ইসরায়েলের কারণে নয়, বরং এই বন্দীদের আটকে রাখার কারণে ‘আমাকে এবং আমার জনগণকে মূল্য দিতে হচ্ছে’।

২০২৩ সালের ৭ অক্টোবর হামাস এবং অন্যান্য ফিলিস্তিনি গোষ্ঠী দক্ষিণ ইসরায়েলে হামলা চালিয়ে ২৫১ জনকে বন্দী করে গাজায় নিয়ে যায়। এর মধ্যে ৫৮ জন এখনো বন্দী আছেন। আর ইসরায়েলি সেনাবাহিনীর ভাষ্য অনুযায়ী, ৩৪ জন ইতিমধ্যেই মারা গেছেন।

হামাস ও মাহমুদ আব্বাসের মধ্যে দীর্ঘদিন ধরেই উত্তেজনা বিরাজ করছে। পশ্চিম তীরে ইসরায়েলি অভিযানের বিরুদ্ধে ফিলিস্তিনিদের রক্ষা করতে ব্যর্থ হওয়া এবং সশস্ত্র প্রতিরোধ গোষ্ঠীগুলোর বিরুদ্ধে দমন-পীড়ন চালানোর জন্য আব্বাসকে ব্যাপকভাবে সমালোচিত হতে হয়েছে।

মাহমুদ আব্বাসের ফিলিস্তিনি কর্তৃপক্ষ (পিএ) পশ্চিম তীরের কিছু অংশ শাসন করে। আর হামাস ২০০৫ সালে দুই পক্ষের মধ্যে বিভক্তির পর থেকে গাজা শাসন করছে।

২০২৩ সালের অক্টোবর থেকে ইসরায়েল গাজায় ৫১ হাজারের বেশি ফিলিস্তিনিকে হত্যা করেছে। আন্তর্জাতিক অপরাধ আদালত গণহত্যার অভিযোগে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন।

সম্পর্কিত নিবন্ধ

  • পেহেলগাম হামলা: পাঁচ সন্দেহভাজনের বাড়ি গুঁড়িয়ে দিল ভারত
  • পহেলগাম হামলা: পাঁচ সন্দেহভাজনের বাড়ি গুঁড়িয়ে দিল ভারত
  • গাজায় ইসরায়েলি হামলায় এ পর্যন্ত প্রাণ হারালেন ২১২ ফিলিস্তিনি সাংবাদিক
  • সবচেয়ে বেশি পারিশ্রমিক নিয়ে রেকর্ড গড়লেন পবন
  • বন্দরে অটোচালক মাসুদ হত্যা মামলা তুলে নেওয়ার জন্য বাদীকে হুমকি
  • ২৭ বাংলাদেশির কাছ থেকে মুক্তিপণ আদায় ঘটনার মূলহোতা গ্রেপ্তার
  • ক্রস বর্ডার ই-কমার্স ও বাংলাদেশের সম্ভাবনা
  • হামাসকে ভাষায় প্রকাশযোগ্য নয়, এমন গালি দিলেন ফিলিস্তিনের প্রেসিডেন্ট আব্বাস
  • মুনাফা কমলেও রেকর্ড লভ্যাংশের ঘোষণা বাটা শুর
  • বিসিসি নির্বাচনের ফলাফল বাতিল চেয়ে আদালতে জাপা প্রার্থী