নরসিংদীতে জুয়ার টাকা সংগ্রহে সহকর্মীকে হত্যা, ২ বন্ধু গ্রেপ্তার
Published: 5th, March 2025 GMT
জুয়ার টাকা সংগ্রহ করতে পরিকল্পিতভাবে দুই বন্ধু মিলে নৃশংসভাবে হত্যা করে তাদের সহকর্মীকে। এ সময় ছিনিয়ে নেয়া হয় ভিকটিমের ব্যবহৃত বাইসাইকেল ও মোবাইল ফোন। পরদিন ১২ ফেব্রুয়ারি সকালে নরসিংদী পৌর শহরের নাগরিয়াকান্দি এলাকা থেকে উদ্ধার করা হয় সাইজিং মিল শ্রমিক এরশাদ মিয়ার মরদেহ।
বুধবার (৫ মার্চ) দুপুরে এমনই এক চাঞ্চল্যকর হত্যাকাণ্ডের বিষয়ে সংবাদ সম্মেলন করে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।
এ সময় পিবিআইয়ের নরসিংদীর পুলিশ সুপার এনায়েত হোসেন মান্নান জানান, ঘটনার দুই মাস আগে চাকরি হারায় হত্যার মাস্টারমাইন্ড বিল্লাল মিয়া রনি। দীর্ঘদিন ধরে অনলাইনে জুয়া খেলে ঋণগ্রস্ত হওয়ায় তার বন্ধু ফরহাদকে নিয়ে পরিকল্পনা করে টাকা সংগ্রহের। পরিকল্পনা অনুযায়ী তাদেরই সহকর্মী এরশাদ মিয়াকে টার্গেট করে তারা।
আরো পড়ুন:
রোহিঙ্গা ক্যাম্পের হেড মাঝিকে কুপিয়ে হত্যা
অটোরিকশা চালককে হত্যার অভিযোগ, মহাসড়কে ৪ ঘণ্টা বিক্ষোভ
তিনি আরো জানান, গত ১১ ফেব্রুয়ারি সন্ধ্যায় ভিকটিম এরশাদ মিয়া নিজ বাড়ি শান্তিভাওলা থেকে শহরের কর্মস্থল সাইজিং মিলে যাবার পথে নাগরিয়াকান্দি এলাকায় পৌঁছলে পূর্ব থেকে ওঁৎপেতে থাকা রনি ও ফরহাদ তাকে পার্শ্ববর্তী বালুর মাঠে নিয়ে সাইকেল ও মোবাইল ছিনিয়ে নিয়ে ছুরিকাঘাত ও শ্বাসরোধ করে হত্যা করে।
পুলিশ সুপার জানান, পরে সদর থানায় ভিকটিমের বড় ভাইয়ের দায়ের করা মামলা আমলে নিয়ে কাজ শুরু করে পিবিআই। পর দিনই ফরহাদকে গ্রেপ্তার করতে পারলেও ধরাছোঁয়ার বাইরে থাকে হোতা বিল্লাল মিয়া ওরফে রনি। দীর্ঘদিন পর্যবেক্ষণের পর তাকে পার্শ্ববর্তী জেলা কিশোরগঞ্জের ভৈরব থেকে গ্রেপ্তারে সক্ষম হয় পুলিশ।
তিনি আরো জানান, ভিকটিমের ব্যবহৃত বাইসাইকেল মাত্র ৯০০ টাকা এবং মোবাইল ফোনটি ১ হাজার ৫০০ টাকায় বিক্রি করে অভিযুক্তরা। তাছাড়া পূর্ব থেকে ভিকটিম এরশাদের বিকাশের পাসওয়ার্ড জানতে পারায় তার বিকাশে থাকা ৬ হাজার ৫০০ টাকা উত্তোলন করে তারা।
এ ঘটনায় অপরাধী দুজনেই তাদের দোষ স্বীকার করে আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছেন বলে জানান পুলিশ সুপার।
ঢাকা/হৃদয়/বকুল
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
ব্র্যাক ব্যাংকে দুই হাজার কর্মীকে পদোন্নতি
কর্মক্ষেত্রে নৈপুণ্য প্রদর্শন এবং ব্যাংকের টেকসই প্রবৃদ্ধিতে ভূমিকা রাখার স্বীকৃতিস্বরূপ দুই হাজার কর্মীকে পদোন্নতি দিয়েছে ব্র্যাক ব্যাংক। এটি ব্র্যাক ব্যাংকের ইতিহাসে সবচেয়ে বড় একক পদোন্নতি।
সহকর্মীদের এই সাফল্য উদ্যাপন করতে গত মঙ্গলবার ঢাকায় এক বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে ব্যাংকটির ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও সেলিম রেজা ফরহাদ হোসেন ও সিনিয়র ম্যানেজমেন্ট টিমের সদস্যরা পদোন্নতিপ্রাপ্ত কর্মীদের শুভেচ্ছা ও অভিনন্দন জানান।
ব্যাংকে প্রতিভা এবং নেতৃত্ব বিকাশে ব্র্যাক ব্যাংক প্রতিশ্রুতিবদ্ধ। এরই অংশ হিসেবে ব্যাংকটির সব পদে পদোন্নতি দেওয়া হয়েছে, যেখানে অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট (এভিপি) এবং তদূর্ধ্ব পদে পদোন্নতি পেয়েছেন তিন শতাধিক কর্মী।
আয়োজনে সেলিম রেজা ফরহাদ হোসেন বলেন, ‘একটি মূল্যবোধ-নির্ভর প্রতিষ্ঠান হিসেবে ব্র্যাক ব্যাংক সব সময় প্রতিষ্ঠানের মানবসম্পদকে গুরুত্ব দেয়। ব্যাংকের প্রবৃদ্ধির সঙ্গে আমাদের সহকর্মীদের ক্যারিয়ারেও বিকাশ ঘটছে। সামনের দিনগুলোতেও আমরা আমাদের সহকর্মীদের উন্নয়নে বিনিয়োগ অব্যাহত রাখব। আমরা তাঁদের পরিশ্রমের স্বীকৃতি দিতে প্রতিশ্রুতিবদ্ধ।’
ক্যারিয়ার অগ্রগতি এবং যোগ্যতাভিত্তিক স্বীকৃতিকে অগ্রাধিকার দিয়ে ব্র্যাক ব্যাংক প্রতিষ্ঠানে হাই-পারফর্মেন্স কালচার তৈরি করে যাচ্ছে, যার প্রতিফলন দেখা যাচ্ছে ব্যাংকটির সার্বিক সাফল্য এবং কর্মীদের ক্যারিয়ার বিকাশে।