চট্টগ্রামের সাতকানিয়ায় গণপিটুনিতে দুই ব্যক্তি নিহত হওয়ার পর এলাকায় এখন থমথমে অবস্থা বিরাজ করছে। প্রয়োজন ছাড়া লোকজন ঘর থেকে বাইরে বের হচ্ছেন না। আজ বুধবার দুপুরে উপজেলার এওচিয়া ইউনিয়নের ছনখোলা এলাকায় এমন অবস্থা দেখা গেছে।

গত সোমবার রাতে উপজেলার এওচিয়া ইউনিয়নের ছনখোলা পশ্চিমপাড়া এলাকায় মসজিদের মাইকে ডাকাত এসেছে ঘোষণা দিয়ে দুই ব্যক্তিকে গণপিটুনি দেওয়া হয়। এতে ঘটনাস্থলেই ওই দুজন নিহত হন। নিহত ব্যক্তিরা হলেন উপজেলার কাঞ্চনা ইউনিয়নের মধ্যম কাঞ্চনা এলাকার মোহাম্মদ নেজাম উদ্দিন (৪৫) এবং একই ইউনিয়নের গুরগুরি এলাকার মোহাম্মদ ছালেক (৩৫)। নিহত দুজন স্থানীয়ভাবে জামায়াতে ইসলামীর সক্রিয় কর্মী হিসেবে পরিচিত ছিলেন। এ ঘটনায় স্থানীয় এক দোকানিসহ চার ব্যক্তি গুলিবিদ্ধ হয়েছেন।

আজ বেলা তিনটার দিকে ছনখোলা পশ্চিমপাড়া এলাকায় গিয়ে দেখা যায়, সড়কের পাশের অধিকাংশ দোকান বন্ধ। রাস্তায় লোকজনের চলাচল কম। ওই এলাকার বয়স্ক দোকানি মোহাম্মদ ইউনুস প্রথম আলোকে বলেন, বন্ধ দোকানগুলোর সামনেই দুজনকে পিটিয়ে হত্যা করা হয়েছে। এর আগে স্থানীয় এক দোকানিসহ চারজন গুলিবিদ্ধ হন। প্রতিদিন এই সময় ওই এলাকায় দোকানগুলোয় জমজমাট বেচাকেনা চলে। তবে আজ কাউকে দেখা যায়নি। সড়কও ছিল ফাঁকা। ঘটনার পর থেকে মানুষজন প্রয়োজন ছাড়া বাইরে আসছেন না।

এলাকার বাসিন্দা আবু সৈয়দ প্রথম আলোকে বলেন, ঘটনার পর থেকে মানুষজন আতঙ্কে ছিলেন। সোমবার রাতের ঘটনার পর থেকে মানুষজন তেমন একটা ঘর থেকে বাইরে বের হননি। আজ থেকে অল্পস্বল্প মানুষ প্রয়োজনে ঘর থেকে বাইরে বের হচ্ছেন। তারপরও মানুষের মধ্যে আতঙ্ক শেষ হচ্ছে না।

সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.

জাহেদুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘একটা বড় ঘটনার পর স্বাভাবিকভাবেই এলাকায় একটু থমথমে অবস্থা বিরাজ করবে। তবে ওই এলাকায় এখন সার্বক্ষণিক পুলিশের উপস্থিতি আছে। আশা করছি, পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক হয়ে আসবে।’

ওসি মো. জাহেদুল ইসলাম আরও বলেন, গণপিটুনিতে দুই ব্যক্তির মৃত্যুর ঘটনায় থানায় এখনো কোনো মামলা হয়নি। তারপরও পুলিশ গুরুত্বের সঙ্গে বিষয়টি তদন্ত করে দেখছে।

উৎস: Prothomalo

কীওয়ার্ড: ঘটন র পর গণপ ট ন ই এল ক এল ক র এল ক য়

এছাড়াও পড়ুন:

সোনারগাঁয়ে দাবিকৃত ৫ লাখ টাকা চাঁদা না দেয়ায় হামলা, ভাঙচুর

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে দাবিকৃত ৫ লাখ টাকা চাঁদা না দেয়ায় বাড়ি ঘরে হামলা চালিয়ে আসবাবপত্র ভাঙচুর করেছে সন্ত্রাসীরা। শনিবার (৫ এপ্রিল) উপজেলার জামপুর ইউনিয়নের ২নং ওয়ার্ডের কাহেনা গ্রামের মুদি দোকানি মো. জাহাঙ্গীর মিয়ার বাড়িতে এ হামলার চালায়।

জানা যায়, বেশ কয়েকদিন আগে ২নং ওয়ার্ডের  সুলতান মোল্লার ছেলে কথিত যুবদল নেতা সজীব মোল্লা কাহেনা গ্রামের মুদি দোকানী জাহাঙ্গীর মিয়ার কাছ থেকে পাঁচ লাখ টাকা চাঁদা দাবি করে আসছিল।

মুদি দোকানি জাহাঙ্গীর মিয়া চাঁদা দিতে অপারগতা প্রকাশ করলে ৫ এপ্রিল সন্ধ্যায় জাহাঙ্গীর এর বাড়িতে কথিত যুবদল নেতা সজীব মোল্লা সহ সন্ত্রাসী সোয়েব ভূঁইয়া, সজীব এর ছোট ভাই মাদক ব্যবসায়ী সাজ্জাদ মোল্লা, হত্যা মামলার আসামি ও মাদক ব্যবসায়ী শাওন মিয়া সহ অজ্ঞাত ২০/২৫ জনের একটি দল বাড়িতে হামলা চালায়। এ সময় তারা ঘরের ভেতরে প্রবেশ করে আসবাবপত্র ভাঙচুর করে ও নগদ অর্থ লুট করে।

পরে সন্ত্রাসীরা এ ঘটনা নিয়ে বাড়াবাড়ি করলে অথবা আইনের আশ্রয় নিলে প্রাণে মেরে ফেলার হুমকি প্রদান করে চলে যায়।

এদিকে ফের সন্ত্রাসী হামলা ও প্রাণনাশের হুমকির ভয়ে আইনগত ব্যবস্থা নিতে সাহস পাচ্ছেনা ভুক্তভোগী জাহাঙ্গীর। 

এ বিষয়ে সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মফিজ উদ্দিন বলেন, এ ঘটনায় কেউ কোন অভিযোগ দায়ের করেনি। অভিযোগ পেলেই তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।
 

সম্পর্কিত নিবন্ধ