পবিত্র রমজান মাসে নগরবাসীকে যানজটের দুর্ভোগ থেকে মুক্তি দিতে পুলিশের পক্ষ থেকে বাড়তি ব্যবস্থা নেওয়ার জন্য বিকেএমইএ ও চেম্বার অব কমার্সের পক্ষ থেকে জেলা পুলিশকে ২৫ লাখ টাকা অনুদান দেওয়া হয়েছে।

বুধবার (৫ মার্চ) দুপুরে জেলা পুলিশ সুপারের কার্যালয়ে বিকেএমইএর সভাপতি মোহাম্মদ হাতেম ও নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মুস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু উপস্থিত থেকে জেলা পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদারের হাতে চেক তুলে দেন।

এসময় বিকেএমইএর সভাপতি মোহাম্মদ হাতেম বলেন, সরকার যে রাজস্ব পায়, তার মধ্যে নারায়ণগঞ্জ শীর্ষে। এমন একটি গুরুত্বপূর্ণ ব্যবসায়িক এলাকায় যানজট নিরসনের জন্য ব্যবসায়ীরা এগিয়ে আসছেন। বিকেএমইএ ও চেম্বার অব কমার্সের পক্ষ থেকে নারায়ণগঞ্জের যানজট নিরসনের জন্য কমিউনিটি পুলিশের বেতন/ভাতা প্রদানের লক্ষ্যে আমরা পুলিশকে সহায়তা করেছি।

চেম্বার অব কমার্সের সভাপতি মুস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু বলেন, বাংলাদেশে নারায়ণগঞ্জকে ব্যবসার প্রাণকেন্দ্র বলা হয়। এখানে যে যানজটের দুর্ভোগ রয়েছে, তা কমাতে প্রশাসনের সঙ্গে সমন্বয় করে কাজ করছি। যাতে ব্যবসায়ীরা ও নগরবাসী দ্রুত তাদের কর্মস্থলে পৌঁছাতে পারেন। কমিউনিটি পুলিশের মাধ্যমে আমরা এই সমস্যার সমাধানের চেষ্টা করছি।

পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার বলেন, নারায়ণগঞ্জ আমাদের সবার, এবং এখানে বিকেএমইএ ও চেম্বার অব কমার্সের একটি বড় অবদান রয়েছে। আমরা চাই নারায়ণগঞ্জ যানজটমুক্ত থাকুক, বিশেষ করে রমজান মাসে। ওনারা কমিউনিটি পুলিশের জন্য যে সহযোগিতা করেছেন, সে জন্য জেলা পুলিশের পক্ষ থেকে তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।

পরে বিকেএমইএর সভাপতি মোহাম্মদ হাতেম ও নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মুস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপুর নেতৃত্বে জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। এসময় জেলা প্রশাসককে নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির ইফতার মাহফিলে অংশ নেওয়ার জন্য আমন্ত্রণ জানান ব্যবসায়ী নেতৃবৃন্দ।

এসময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সিনিয়র সহ-সভাপতি মোরশেদ সারোয়ার সোহেল, সহ-সভাপতি মোহাম্মদ আবু জাফর, পরিচালক রিয়াদ মোহাম্মদ চৌধুরী, আহমেদুর রহমান তনু, সোহেল আক্তার, মো.

মজিবুর রহমান প্রমুখ।

উৎস: Narayanganj Times

কীওয়ার্ড: ন র য়ণগঞ জ ম হ ম মদ র রহম ন ব যবস য় র জন য য নজট

এছাড়াও পড়ুন:

বাংলাদেশ ক্লথ মার্চেন্টস এসোসিয়েশন’র অফিস বেয়ারার নির্বাচন অনুষ্ঠিত

অত্যন্ত উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে বাংলাদেশ ক্লথ মার্চেন্টস এসোসিয়েশন এর কার্যকরী কমিটি ২০২৫-২০২৭ইং মেয়াদের অফিস বেয়ারার নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।

সংগঠনটিতে যোগ্য নেতৃত্ব দেওয়ায় সভাপতি মনোনিত হয়েছেন প্রবীর কুমার সাহা, সিনিয়র সহ-সভাপতি- মোহাম্মদ ফায়েজুর রহমান ভূঞা, সহ-সভাপতি- আলী আকবর ভূইয়া, সহ-সভাপতি- মোঃ খালেদ হোসেন অপু ও সহ-সভাপতি- মোঃ মুুজিবুর রহমান বিনা প্রতিদ্বন্দিতায় নির্বাচিত হয়েছেন।

এছাড়াও কার্য-নির্বাহী সদস্য পদে নির্বাচিত বাকী ১৩ জন হলেন আলহাজ্ব মোঃ সাইদুর রহমান মোল্লা, মোঃ হাবিব ইব্রাহিম বাবুল, মোঃ মাহফুজুর রহমান খাঁন (মাহফুজ), মোঃ নেছারউদ্দিন মোল্লা, আলহাজ্ব মেজবাহ উদ্দিন চৌধুরী, মোঃ ফরহাদ রানা, মোঃ নিজাম মুন্সি, মির্জা ইমরান হোসেন, মোহাম্মদ মুসা, ননী গোপাল সাহা, সুভাষ চন্দ্র ধর, মোঃ শাহ আলম সিদ্দিকী ও প্রনব কুমার সাহা।

নির্বাচন বোর্ডের চেয়ারম্যান আলহাজ্ব আব্দুর রহিম মোল্লা শনিবার ২৬ এপ্রিল ২০২৫ইং বেলা ২.০০ ঘটিকায় কার্যকরী কমিটির ১৮ জনের উপস্থিতিতে নির্বাচিতদের নাম ঘোষনা করেন।

এসময় নির্বাচন বোর্ডের সদস্য মোঃ শাহেদ মাহমুদ শাজাহান ও দিলীপ ঘোষ এবং নির্বাচন আপিল বোর্ডের চেয়ারম্যান রহমতউল্লাহ ফারুক ও নির্বাচন আপিল বোর্ডের সদস্য জনাব মোঃ মজিবর রহমান শিকদার ও জনাব রাজিব কুমার সাহা উপস্থিত ছিলেন এছাড়াও নির্বাচন বোর্ডের সচিব মোঃ সিরাজুল ইসলাম উপস্থিত ছিলেন।

নির্বাচন বোর্ডের চেয়ারম্যান আলহাজ্ব আব্দুর রহিম মোল্লা বলেন, নির্বাচনের তফসিল অনুযায়ী নির্ধারিত তারিখে ১৮টি পদের বিপরীতে ১৮জন প্রার্থী মনোনয়নপত্র সংগহ করেন এবং ১৮জন প্রার্থীই মনোনয়নপত্র জমা দেন। এরপর যাচাই-বাছাই করে সকলের মনোনয়নপত্র বৈধ্য পাওয়ায় ১৮ জনকেই চুড়ান্ত প্রার্থী হিসাবে ঘোষনা করা হয়।

বাণিজ্য সংগঠন বিধিমালা ১৯৯৪ এর ১৮নং অনুচ্ছেদ এবং সংঘ বিধির ১৭ (৫) (ক) ধারা অনুযায়ী জেনারেল গ্রুপ হতে ১২ জন এবং এসোসিয়েট গ্রুপ হতে ৬ জন সর্বমোট ১৮ জন কার্য-নির্বাহী সদস্য (২০২৫-২০২৭) হিসেবে চুড়ান্তভাবে নির্বাচিত হয়েছেন।

এসময় আরো উপস্থিত ছিলেন, বাংলাদেশ ক্লথ মার্চেন্টস এসোসিয়েশনের প্রাক্তন সভাপতি মোঃ আমির হোসেন বাদশা মিয়া।
 

সম্পর্কিত নিবন্ধ

  • মহেশপুর সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত
  • বিজিএমইএর ৩৫ পরিচালক পদে ৯৩ প্রার্থী, ভোটগ্রহণ ২৮ মে
  • ফরিদপুরে বাবার গাড়ির নিচে চাপা পড়ে সন্তানের মৃত্যু
  • কুমিল্লায় অস্ত্র হাতে কিশোর গ্যাংয়ের মহড়া, গ্রেপ্তার ৫
  • রূপগঞ্জে সড়ক দূর্ঘটনায় স্বরাষ্ট্রমন্ত্রনালয়ের কর্মচারী নিহত, নারী সহকর্মীসহ আহত ২
  • বাংলাদেশ ক্লথ মার্চেন্টস এসোসিয়েশন’র অফিস বেয়ারার নির্বাচন অনুষ্ঠিত
  • ৩শ’ শয্যা হাসপাতালের রোগীদের সেবায় জেলা প্রশাসনের হুইল চেয়ার বিতরণ
  • নদীভাঙন রোধে ব্যবস্থা নেওয়ার দাবিতে কাফনের কাপড় পরে মানববন্ধন
  • বৃষ্টির সম্ভাবনা নেই, তীব্র গরমের আভাস রাজধানীতে
  • সিন্ডিকেট নিয়ন্ত্রণে বাজার মনিটরিং করা হবে: খাদ্য ও ভূমি উপদেষ্ট