পরকিয়ায় জড়িত সন্দেহে স্ত্রীকে খুন, দেখে ফেলায় শালিকেও
Published: 5th, March 2025 GMT
ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় স্ত্রী ও শ্যালিকার মরদেহ ঘরে রেখে পালিয়ে যাওয়া যুবক আমির হোসেন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।
বুধবার (৫ মার্চ) বেলা ৩টায় জ্যেষ্ঠ বিচারিক হাকিম চতুর্থ আদালতের বিচারক আসমা জাহান নিপার কাছে ১৬৪ ধারায় আসামি জবানবন্দি দেন বলে কসবা থানার পরিদর্শক (তদন্ত) রিপন দাস নিশ্চিত করেছেন।
মো.
রবিবার গভীর রাত পর্যন্ত জ্যোতি ও তার বোন স্মৃতি আক্তারের (১৪) সঙ্গে শ্বশুরবাড়িতে বসে গল্প করেন আমীর। পরদিন সকালে দুই বোনের মরদেহ দেখতে পায় পরিবারের সদস্যরা। তবে আমীর পলাতক ছিলেন।
সোমবার রাতে পরিবারের পক্ষ থেকে মামলা করা হয়। মঙ্গলবার চট্টগ্রামের বাকুলিয়া থেকে পুলিশ আমীর হোসেনকে গ্রেপ্তার করে।
আসামিকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের বরাতে পরিদর্শক রিপন দাস দাবি করেন, আমীর হোসেন মনে করতেন তার স্ত্রী পরকিয়া সম্পর্কের সঙ্গে জড়িত। তাই তিনি তাকে বালিশ চাপা দিয়ে হত্যা করেন। সেটি দেখে ফেলায় শ্যালিকা স্মৃতিকেও একইভাবে হত্যা করেন এবং সোনার গহনা নিয়ে পালিয়ে যান।
ঢাকা/রুবেল/এস
উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর আম র হ স ন
এছাড়াও পড়ুন:
ভিয়েতনাম থেকে এল ২০ হাজার মেট্রিক টন আতপ চাল
সরকারি চুক্তির আওতায় ভিয়েতনাম থেকে আমদানি করা ২০ হাজার মেট্রিক টন আতপ চাল বাংলাদেশে এসেছে।
চাল বহনকারী জাহাজ এমভি থাই বিআইএনএইচ ০৯ চট্টগ্রাম বন্দরে নোঙর করেছে। নমুনা পরীক্ষা শেষে জাহাজ থেকে চাল খালাসের কার্যক্রম শুরু হয়েছে।
সোমবার (২৮ এপ্রিল) খাদ্য মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
চলতি বছরের ৩ ফেব্রুয়ারি ভিয়েতনাম থেকে মোট ১ লাখ মেট্রিক টন আতপ চাল আমদানির চুক্তি করা হয়েছিল।
ঢাকা/এএএম/রফিক