দলের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দেওয়া এক বিবৃতিতে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) বলেছে, অভূতপূর্ব গণ–অভ্যুত্থানের পর এখনকার সংগ্রামপূর্ণ গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠা করা। এ জন্য নির্বাচনব্যবস্থার আমূল সংস্কার করে জাতীয় সংসদ নির্বাচনের সুনির্দিষ্ট তারিখ ঘোষণা করতে হবে।

আগামীকাল বৃহস্পতিবার সিপিবির ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী। এ উপলক্ষে দলটির সভাপতি মোহাম্মদ শাহ আলম ও সাধারণ সম্পাদক রুহিন হোসেন (প্রিন্স) আজ বুধবার গণমাধ্যমে এ বিবৃতি দেন।

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিভিন্ন কর্মসূচি পালন করবে সিপিবি। দলটি জানিয়েছে, আগামীকাল সকাল আটটায় পুরানা পল্টনে দলের কেন্দ্রীয় কার্যলয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন এবং শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হবে। বিকেলে আয়োজন করা হবে আলোচনা সভা। এ ছাড়া সারা দেশে দলীয় পতাকা উত্তোলন, সমাবেশ-র‌্যালি-মিছিলসহ নানা কর্মসূচি পালন করা হবে।

বিবৃতিতে সিপিবি বলেছে, দেশ ও দেশের মানুষের মুক্তি নিশ্চিত করতে বৈষম্যহীন, গণতান্ত্রিক, অসাম্প্রদায়িক সমাজতান্ত্রিক সমাজ প্রতিষ্ঠা করতে হবে। সিপিবি সমাজতন্ত্র প্রতিষ্ঠার লক্ষ্যে বিপ্লবী গণতান্ত্রিক পরিবর্তনের সংগ্রামে অবিচল থেকে লড়াই সংগ্রাম অব্যাহত রাখবে।

উল্লেখ্য, ১৯৪৮ সালের ৬ মার্চ পার্টির দ্বিতীয় কংগ্রেসে পৃথকভাবে প্রতিষ্ঠিত রাষ্ট্র পাকিস্তানের প্রতিনিধিরা ভিন্ন একটি অধিবেশনে মিলিত হয়ে স্বতন্ত্রভাবে পাকিস্তানের কমিউনিস্ট পার্টি এবং একই সঙ্গে পার্টির পূর্ব পাকিস্তান প্রাদেশিক কমিটি প্রতিষ্ঠা করেন। ১৯৬৮ সালে পূর্ব পাকিস্তান প্রাদেশিক কমিটির চতুর্থ সম্মেলনে পৃথক কেন্দ্রীয় কমিটি গঠন করে স্বতন্ত্র ও স্বাধীন পার্টি হিসেবে পূর্ব পাকিস্তানের কমিউনিস্ট পার্টি কার্যক্রম শুরু করে এবং ওই সম্মেলনকে প্রথম পার্টি কংগ্রেস হিসেবে গ্রহণ করা হয়।

.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

ঈদের ছুটি শেষে কর্মচাঞ্চল্য ফিরল আখাউড়া স্থলবন্দরে

ঈদুল ফিতর উপলক্ষে ৮ দিন বন্ধ থাকার পর চালু হল ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর। এর ফলে এই বন্দর দিয়ে শুরু হয়েছে ভারত ও বাংলাদেশের মধ্যে আমদানি-রপ্তানি বাণিজ্য। ছুটি শেষে বন্দরের ব্যবসায়ী, কর্মকর্তা-কর্মচারীদের পদচারণায় কর্মচাঞ্চল্য ফিরে এসেছে স্থলবন্দরে।

শনিবার সকালে আখাউড়া স্থলবন্দরের সহকারী পরিচালক মাহমুদুল হাসান এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, সকাল ১০টার দিকে পাঁচটি গাড়িতে করে প্রায় ২৫ মেট্রিক টন মাছ রপ্তানির মাধ্যমে আমদানি-রপ্তানি শুরু হয়েছে। ঈদুল ফিতরের ছুটিতে দুই দেশের মধ্যে বাণিজ্য কার্যক্রম আট দিন বন্ধ ছিল। শনিবার সকালে বন্দরের কার্যক্রম স্বাভাবিক হয়েছে।

আখাউড়া স্থলবন্দরের মাছ রপ্তানিকারক অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো. ফারুক মিয়া বলেন, পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ২৮ মার্চ (শুক্রবার) থেকে ৪ এপ্রিল পর্যন্ত টানা ৮ দিন বন্দরে ব্যবসায়ী কার্যক্রম বন্ধ ছিল। আজ শনিবার সকাল থেকে সব ধরনের বাণিজ্য কার্যক্রম স্বাভাবিক রয়েছে।

আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্টের ওসি মোহাম্মদ আব্দুস সাত্তার বলেন, পবিত্র ঈদুল ফিতরের ছুটিতে টানা আট দিন দুই দেশের বাণিজ্য বন্ধ ছিল। তবে ভারত-বাংলাদেশের পাসপোর্টধারী যাত্রী পারাপার অন্য দিনের মতোই স্বাভাবিক ছিল।

সম্পর্কিত নিবন্ধ

  • ‘চক্কর’-এর পর এলো মোশাররফ করিমের নতুন সিনেমার খবর
  • বউমেলায় বেশির ভাগ ক্রেতা নারী
  • পশ্চিমবঙ্গে রামনবমীতে বিজেপি-তৃণমূলের মিছিল
  • রাম নবমী উপলক্ষে রাজধানীতে বর্ণাঢ্য শোভাযাত্রা করেছে হিন্দু মহাজোট
  • জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস আজ
  • টানা ৯ দিনের ছুটি শেষে খুলেছে অফিস-আদালত 
  • ঈদের ছুটি শেষে কর্মচাঞ্চল্য ফিরল আখাউড়া স্থলবন্দরে
  • ছুটির পর প্রাণ ফিরল বাংলাবান্ধা বন্দরে
  • টানা ৯ দিনের ছুটি শেষে কাল খুলছে অফিস
  • আমরা সবাই খানিকটা লোভী: জয়া