বাগেরহাটে শিক্ষার্থীদের স্বাক্ষর জালিয়াতি, বেতন-ভাতা আত্মসাতসহ নানা অনিয়মের অভিযোগে যুব উন্নয়ন অধিদপ্তরের জেলা কার্যালয়ে অভিয়ান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। 

বুধবার (৫ মার্চ ) দুপুরে বাগেরহাট সদর উপজেলার বারাকপুর এলাকায় অবস্থিত যুব প্রশিক্ষণ কেন্দ্র ও অধিদপ্তরের জেলা কার্যালয়ে অভিযান চালানো হয়। 

দুদকের বাগেরহাট জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো.

সাইদুর রহমানের নেতৃত্বে অভিযান পরিচালিত হয়। চার ঘণ্টাব্যাপী অভিযানে বেশকিছু অনিয়মের প্রমাণ পেয়েছেন দুদক কর্মকর্তারা।

আরো পড়ুন:

পদ্মাসেতু প্রকল্পে ভূমি অধিগ্রহণ
১০ কোটি টাকা আত্মসাতের অভিযোগে দুদকের মামলা

নারায়ণ চন্দ্র ও তার স্ত্রীর বিরুদ্ধে দুদকের ২ মামলা 

দুদকের সহকারী পরিচালক মো. সাইদুর রহমান বলেন, ‘‘অভিযানে বেশ কিছু অনিয়ম পাওয়া গেছে। প্রশিক্ষণার্থীদের দেওয়া ভাতা আত্মসাতের প্রমাণ পেয়েছি। অনেক প্রশিক্ষণার্থী জানিয়েছেন, তারা নির্ধারিত ভাতার থেকে কম পেয়েছেন। প্রশিক্ষকদেরও নির্ধারিত ভাতার থেকে কম দেওয়া হয় বলে প্রমাণ পাওয়া গেছে।’’

তিনি জানান, এখানে ড্রাইভিং কোর্স চালুর জন্য যে গাড়ি ব্যবহার করা হয়, সেই গাড়ির অটোমিটার নেই। এক লিটার তেলে দুই কিলোমিটার গাড়ি চালানো হয়েছে বলে লগ বইতে উল্লেখ করা হয়েছে। এছাড়া গাড়ি চালনার লগ বইতে নানা অসঙ্গতি রয়েছে।

তিনি আরো জানান, এসবের পাশাপাশি মেশিন ও মালামাল কেনার ক্ষেত্রেও অনিয়মের প্রমাণ পাওয়া গেছে। একটি ফিঙ্গারপ্রিন্ট মেশিন কেনা হয়েছে। যার দাম দেখানো হয়েছে দুই লাখ টাকা। কিন্তু এর দাম এক লাখ টাকা। এ সংক্রান্ত কোনো কাগজপত্র দেখাতে পারেনি কর্তৃপক্ষ।

অভিযানে প্রাপ্ত কাগজপত্র ও তথ্য-প্রমাণ পরবর্তী ব্যবস্থা নেওয়ার জন্য দুদকের প্রধান কার্যালয়ে পাঠানো হবে। সেখানের নির্দেশনা অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে বলে জানান দুদকের সহকারী পরিচালক মো. সাইদুর রহমান।

অভিযানের সময় যুব উন্নয়ন অধিদপ্তরের বাগেরহাটের উপপরিচালক আব্দুল কাদের উপস্থিত ছিলেন।
 

ঢাকা/শহিদুল/বকুল

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর পর চ ল

এছাড়াও পড়ুন:

নারায়ণগঞ্জে অর্থনৈতিক অঞ্চলে বিদেশি বিনিয়োগকারীরা, সুইডেনের কারখানা স্থাপনে চুক্তি

বিনিয়োগ সম্মেলনের দ্বিতীয় দিনে নারায়ণগঞ্জের আড়াইহাজারে অবস্থিত বাংলাদেশ বিশেষ অর্থনৈতিক অঞ্চল (বিএসইজেড) পরিদর্শন করেছেন বিদেশি বিনিয়োগকারীরা। এ সময় সুইডিশ কোম্পানি নিলর্ন ১০ হাজার স্কয়ার মিটারের একটি প্লট কিনেছে। পরির্দশনের সময় কোম্পানিটি তাৎক্ষণিক চুক্তি করে। প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

মঙ্গলবার (৮ এপ্রিল) সকালে নারায়ণগঞ্জের আড়াইহাজারে বিএসইজেড যায় প্রবাসী বাংলাদেশিসহ চীন, জাপান, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, যুক্তরাষ্ট্র, সুইডেন ও ভারতের ৩৬ বিনিয়োগকারী।

এ সময় তারা বিএসইজেডের সুযোগ-সুবিধা ও কর্মপরিবেশ খতিয়ে দেখেন। বিনিয়োগ পরিবেশ, পণ্য সরবরাহ ব্যবস্থা ও অবকাঠামো বিষয়ে খোঁজ-খবর নেন। পরিবহন ও জ্বালানি বিষয়েও কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করেন বিদেশি উদ্যোক্তারা।

শুরুতেই বিনিয়োগকারীদের সামনে বাংলাদেশ স্পেশাল ইকোনমিক জোন লিমিটেড (বিএসইজেড) কর্তৃপক্ষ বিনিয়োগের বর্তমান অবস্থা ও সম্ভাবনা তুলে ধরেন।

বিনিয়োগ সম্ভাবনা ও জুলাই বিপ্লব-পরবর্তী অর্থনৈতিক সংস্কার তুলে ধরতে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) আয়োজিত বিনিয়োগ সম্মেলনের অংশ হিসেবে বিদেশি বিনিয়োগকারীদের অর্থনৈতিক অঞ্চল পরিদর্শনে নেওয়া হয়।

বাংলাদেশে বিনিয়োগ সম্ভাবনা তুলে ধরে বিদেশি বিনিয়োগকারীদের আকৃষ্ট করতে সোমবার থেকে শুরু হয়েছে 'বাংলাদেশ ইনভেস্টমেন্ট সামিট'। চার দিনব্যাপী এ সম্মেলনে বিদেশি বিনিয়োগকারীদের সামনে তুলে ধরা হবে গণঅভ্যুত্থান-পরবর্তী অর্থনৈতিক সংস্কারের রূপরেখা।

ঢাকা/হাসান/রফিক

সম্পর্কিত নিবন্ধ

  • গরম কমার পূর্বাভাস আবহাওয়া অফিসের
  • দুই আউট নিয়ে সন্দেহ বিসিবিরও, তদন্তে এসিইউ
  • ফিফার কাছে বর্ণবাদ ও অশালীনতার অভিযোগ ব্রাজিলের, বিপাকে আর্জেন্টিনা
  • রাতে ৫ অঞ্চলে ঝড়ো হাওয়াসহ বৃষ্টির পূর্বাভাস
  • অদ্ভুতুড়ে আউট ঢাকা লিগে বিতর্ক
  • অক্সিজেনের অভাবে রোগীর মৃত্যুর অভিযোগ, হাসপাতাল ঘেরাও স্বজনদের
  • ধৈর্য ধরার আহ্বান কুয়েট কর্তৃপক্ষের, হলে ওঠার ঘোষণা শিক্ষার্থীদের
  • সুস্পষ্ট লঘুচাপটি ঘূর্ণিঝড়ে রূপান্তরের আশঙ্কা নেই
  • নারায়ণগঞ্জে অর্থনৈতিক অঞ্চলে বিদেশি বিনিয়োগকারীরা, সুইডেনের কারখানা স্থাপনে চুক্তি
  • অনুমোদন নেই, প্রাণীর জোগানদাতা সাবেক মেয়র, পরিচালনায় সাবেক কাউন্সিলর