গাজার পুনর্গঠনে আরব নেতাদের পরিকল্পনা প্রত্যাখ্যান যুক্তরাষ্ট্রের
Published: 5th, March 2025 GMT
গাজার পুনর্গঠনের জন্য দীর্ঘ প্রতীক্ষিত আরব নেতাদের পরিকল্পনা প্রত্যাখ্যান করেছে ট্রাম্প প্রশাসন। যুক্তরাষ্ট্র জানিয়েছে, গাজার ব্যাপারে প্রেসিডেন্ট ট্রাম্প তার নিজস্ব দৃষ্টিভঙ্গিতে অটল রয়েছেন। বুধবার সিএনএন এ তথ্য জানিয়েছে।
গাজা পুনর্গঠনে জানুয়ারিতে ট্রাম্প তার পরিকল্পনার কথা জানিয়েছিলেন। তাতে বলা হয়েছে, গাজার ফিলিস্তিনি বাসিন্দাদের বহিষ্কার করা হবে। পরে এই ভখণ্ডকে মার্কিন যুক্তরাষ্ট্রের মালিকানাধীন একটি ‘রিভিয়েরা’-তে রূপান্তর করা হবে। ওই সময় আরব বিশ্ব এর তীব্র প্রতিবাদ জানিয়েছিল। মঙ্গলবার কায়রোতে আরব নেতাদের সম্মেলনে মিশর গাজার পুনর্গঠনের জন্য ৫৩ বিলিয়ন ডলারের একটি পরিকল্পনা প্রকাশ করে।
মিশরের পরিকল্পনার প্রথম ধাপে রয়েছে, অবিস্ফোরিত গোলা অপসারণ শুরু করা এবং ইসরায়েলের বোমাবর্ষণ ও সামরিক আক্রমণের ফলে অবশিষ্ট পাঁচ কোটি টনেরও বেশি ধ্বংসস্তূপ পরিষ্কার করা। পুনর্গঠনের সময় গাজার জনগণ যেখানে থাকতে পারবে, সেখানে লাখ লাখ অস্থায়ী আবাসন ইউনিট গড়ে তোলা হবে। ধ্বংসস্তূপ পুনর্ব্যবহার করা হবে এবং এর কিছু অংশ গাজার ভূমধ্যসাগরীয় উপকূলে বিস্তৃত ভূমি তৈরির জন্য ব্যবহার করা হবে।
মঙ্গলবার রাতেই যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা পরিষদের মুখপাত্র ব্রায়ান হিউজেস এক বিবৃতিতে বলেন, “বর্তমান প্রস্তাবটি এই বাস্তবতাকে স্বীকার করে না যে গাজা বর্তমানে বসবাসের অযোগ্য এবং বাসিন্দারা ধ্বংসাবশেষ এবং অবিস্ফোরিত অস্ত্রে ঢাকা এমন একটি অঞ্চলে মানবিকভাবে বসবাস করতে পারে না।”
তিনি বলেন, “প্রেসিডেন্ট ট্রাম্প হামাসমুক্ত গাজা পুনর্গঠনের তার দৃষ্টিভঙ্গিতে অটল। এই অঞ্চলে শান্তি ও সমৃদ্ধি আনতে আমরা আরো আলোচনার জন্য উন্মুখ।”
ঢাকা/শাহেদ
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
আজ টিভিতে যা দেখবেন (৬ মার্চ ২০২৫)
সকালে ঢাকা প্রিমিয়ার লিগ। রাতে উয়েফা ইউরোপা ও কনফারেন্স লিগের কয়েকটি ম্যাচ।ঢাকা প্রিমিয়ার লিগ????
মোহামেডান–রূপগঞ্জ টাইগার্স
সকাল ৯টা ????টি স্পোর্টস
ইউপি ওয়ারিয়র্স–মুম্বাই ইন্ডিয়ানস
রাত ৮টা ????স্টার স্পোর্টস ১
কোপেনহেগেন–চেলসি
রাত ১১–৪৫ মি. ????সনি স্পোর্টস টেন ২
রিয়াল সোসিয়েদাদ–ম্যানচেস্টার ইউনাইটেড
রাত ১১–৪৫ মি. ????সনি স্পোর্টস টেন ২
এজেড আল্কমার–টটেনহাম
রাত ১১–৪৫ মি. ????সনি স্পোর্টস টেন ১
এএস রোমা–অ্যাথলেটিক বিলবাও
রাত ২টা ????সনি স্পোর্টস টেন ২
আয়াক্স–ফ্রাঙ্কফুর্ট
রাত ২টা ????সনি স্পোর্টস টেন ১
বোদো/গ্লিমট–অলিম্পিয়াকোস
রাত ২টা ????সনি স্পোর্টস টেন ৩
প্লজেন–লাৎসিও
রাত ২টা ????সনি স্পোর্টস টেন ৫