প্রতারক সিকদার লিটন ফরিদপুরে ডিবির হাতে গ্রেপ্তার
Published: 5th, March 2025 GMT
ফরিদপুরে সিকদার লিটন (৪৫) নামে এক প্রতারককে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। বুধবার দুপুর ২টার দিকে ফরিদপুর শহর থেকে তাকে গ্রেপ্তার করা হয়। সিকদার লিটন টগরবন্দ ইউনিয়নের আজিমপুর গ্রামের বাসিন্দা। তিনি ঢাকা মহানগরের ২৭ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের নির্বাহী কমিটির সদস্য। তার বিরুদ্ধে চাঁদাবাজিসহ একাধিক মামলা রয়েছে।
আলফাডাঙ্গা প্রেস ক্লাবের সভাপতি এনায়েত হোসেন বলেন, সিকদার লিটন দীর্ঘদিন ধরে প্রতারণার মাধ্যমে সম্মানী ব্যক্তিদের জিম্মি ও ফেসবুকে দুর্নাম ছড়িয়ে টাকা হাতিয়ে নিতেন।
ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) শৈলেন চাকমা বলেন, সিকদার লিটনকে আলফাডাঙ্গা থানায় করা একটি মামলায় গ্রেপ্তার করা হয়েছে। পরে তাকে আলফাডাঙ্গা পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে।
আলফাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন অর রশিদ বলেন, অসংখ্য মামলার আসামি সিকদার লিটন। তার নামে আলফাডাঙ্গা থানায় একটি রাজনৈতিক, তিনটি চাঁদাবাজি, দুটি মারামারির মামলা রয়েছে। এছাড়া তার বিরুদ্ধে চারটি সাধারণ ডায়েরি (জিডি) রয়েছে।
তিনি আরও বলেন, সিকদার লিটন বর্তমানে থানায় পুলিশের হেফাজতে রয়েছেন। বৃহস্পতিবার সকালে তাকে আদালতে সোপর্দ করা হবে।
.
উৎস: Samakal
কীওয়ার্ড: আলফ ড ঙ গ
এছাড়াও পড়ুন:
আজ টিভিতে যা দেখবেন (৬ মার্চ ২০২৫)
সকালে ঢাকা প্রিমিয়ার লিগ। রাতে উয়েফা ইউরোপা ও কনফারেন্স লিগের কয়েকটি ম্যাচ।ঢাকা প্রিমিয়ার লিগ????
মোহামেডান–রূপগঞ্জ টাইগার্স
সকাল ৯টা ????টি স্পোর্টস
ইউপি ওয়ারিয়র্স–মুম্বাই ইন্ডিয়ানস
রাত ৮টা ????স্টার স্পোর্টস ১
কোপেনহেগেন–চেলসি
রাত ১১–৪৫ মি. ????সনি স্পোর্টস টেন ২
রিয়াল সোসিয়েদাদ–ম্যানচেস্টার ইউনাইটেড
রাত ১১–৪৫ মি. ????সনি স্পোর্টস টেন ২
এজেড আল্কমার–টটেনহাম
রাত ১১–৪৫ মি. ????সনি স্পোর্টস টেন ১
এএস রোমা–অ্যাথলেটিক বিলবাও
রাত ২টা ????সনি স্পোর্টস টেন ২
আয়াক্স–ফ্রাঙ্কফুর্ট
রাত ২টা ????সনি স্পোর্টস টেন ১
বোদো/গ্লিমট–অলিম্পিয়াকোস
রাত ২টা ????সনি স্পোর্টস টেন ৩
প্লজেন–লাৎসিও
রাত ২টা ????সনি স্পোর্টস টেন ৫