ভুট্টাখেতে নারীর লাশ, খোঁজ পাওয়া যায়নি মাথার
Published: 5th, March 2025 GMT
লালমনিরহাট সদর উপজেলার একটি ভুট্টাখেতে পড়ে ছিল অজ্ঞাতনামা এক নারীর মাথাছাড়া লাশ। আজ বুধবার দুপুরে উপজেলার মোগলহাটের ফুলগাছের বামনটারী এলাকার ভুট্টাখেত থেকে লাশটি উদ্ধার করে পুলিশ। তবে নিহত নারীর মাথার খোঁজ পাওয়া যায়নি।
নিহত নারীর বয়স ২৫ বছর হবে বলে পুলিশের ধারণা। পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, আজ সকালে মোগলহাটের ফুলগাছের বামনটারী শ্মশান কালীমন্দির এলাকায় ভুট্টাখেতে মাথাবিহীন অজ্ঞাতনামা এক নারী লাশ পড়ে ছিল। তাঁর পরনে সবুজ পায়জামা, কালো রঙের বোরকা ও লাল রঙের কামিজ ছিল। পাশেই ছিল দুই জোড়া স্যান্ডেল। খবর পেয়ে দুপুরে পুলিশ লাশটি উদ্ধার করে।
লালমনিরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ নুরনবী বলেন, মস্তকবিহীন অজ্ঞাতপরিচয় নারীর লাশ উদ্ধার করা হয়েছে। তবে নিহত নারীর মাথা খুঁজে পাওয়া যায়নি। মাথার খোঁজে অনুসন্ধান চলছে। এ ঘটনায় লালমনিরহাট সদর থানায় একটি হত্যা মামলা হবে। আর লাশটির ময়নাতদন্ত করা হবে।
মোগলহাট ইউনিয়নের ফুলগাছ গ্রামের বাসিন্দা মাসুদ রানা বলেন, নিহত নারীর মস্তক খুঁজে না পাওয়ায় পরিচয় শনাক্ত করা যাচ্ছে না। এলাকার লোকজন কোনো নারী নিখোঁজের বিষয়েও কোনো তথ্য পাননি।
.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
আজ টিভিতে যা দেখবেন (২৬ এপ্রিল ২০২৫)
ঢাকা প্রিমিয়ার লিগ, বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবল, আইপিএল, পিএসএল মিলিয়ে আছে কয়েকটি ম্যাচ। রাতে কোপা দেল রের ফাইনাল।ঢাকা প্রিমিয়ার লিগ
মোহামেডান–গাজী গ্রুপ
সকাল ৯টা, টি স্পোর্টস
আবাহনী–লিজেন্ডস অব রূপগঞ্জ
সকাল ৯টা, টি স্পোর্টস ইউটিউব চ্যানেল
গুলশান–অগ্রণী ব্যাংক
সকাল ৯টা, টি স্পোর্টস ইউটিউব চ্যানেল
আবাহনী–মোহামেডান
বিকেল ৩–৩০ মি., টি স্পোর্টস ইউটিউব চ্যানেল
রহমতগঞ্জ–বসুন্ধরা কিংস
বিকেল ৩–৩০ মি., টি স্পোর্টস ইউটিউব চ্যানেল
কলকাতা নাইট রাইডার্স–পাঞ্জাব কিংস
রাত ৮টা, টি স্পোর্টস ও স্টার স্পোর্টস ১
লাহোর কালান্দার্স–মুলতান সুলতানস
রাত ৯টা, নাগরিক টিভি
চেলসি–এভারটন
বিকেল ৫–৩০ মি., স্টার স্পোর্টস সিলেক্ট ১
নিউক্যাসল–ইপ্সউইচ টাউন
রাত ৮টা, স্টার স্পোর্টস সিলেক্ট ১
ক্রিস্টাল প্যালেস–অ্যাস্টন ভিলা
রাত ১০–১৫ মি., সনি স্পোর্টস টেন ২
বার্সেলোনা–রিয়াল মাদ্রিদ
রাত ২টা, স্পোর্টজেডএক্স অ্যাপ