ওয়ানডের র্যাঙ্কিং সেরা অলরাউন্ডার ওমরজাই
Published: 5th, March 2025 GMT
চ্যাম্পিয়ন্স ট্রফিতে ব্যাটে-বলে দারুণ খেলে ওয়ানডে ফরম্যাটের সেরা অলরাউন্ডার হয়েছেন আফগানিস্তানের পেস অলরাউন্ডার আজমতউল্লাহ ওমরজাই। তিনি সতীর্থ মোহাম্মদ নবীর শীর্ষস্থান দখল করেছেন।
ওমরজাই চ্যাম্পিয়ন্স ট্রফিতে ৩ ম্যাচে ৭ উইকেট নিয়েছেন। এর মধ্যে ইংল্যান্ডের বিপক্ষে ক্যারিয়ার সেরা ৫৮ রানে ৫ উইকেট নেন। ব্যাট হাতে তিনি গুরুত্বপূর্ণ ১২৬ রান করেন। ৪২ গড়ে ও ১০৪.
ওমরজাই দুই ধাপ এগিয়ে ওয়ানডের সেরা অলরাউন্ডার হয়েছেন। এছাড়া ব্যাটিং র্যাঙ্কিংয়ে ১২ ধাপ এগিয়েছেন তিনি। পূর্বে ব্যাটিংয়ে ২৪ নম্বরে ছিলেন এই ডানহাতি ব্যাটার ও বোলার।
ওয়ানডের ব্যাটিং র্যাঙ্কিংয়ে উন্নতি হয়েছে বিরাট কোহলির। তিনি পাকিস্তানের বিপক্ষে সেঞ্চুরি করে ও অস্ট্রেলিয়ার বিপক্ষে সেমিফাইনালে ৮৪ রানের ইনিংস খেলে এক ধাপ এগিয়েছেন। বর্তমানে ব্যাটিং র্যাঙ্কিংয়ে চার নম্বরে আছেন তিনি। সেরা অবস্থানে আছেন শুভমন গিল, বাবর আজম দুইয়ে ও হেনরিক ক্লাসেন ৩ নম্বরে আছেন।
উৎস: Samakal
কীওয়ার্ড: আইস স র য ঙ ক ওমরজ ই
এছাড়াও পড়ুন:
জেলের জালে ধরা পড়লো ১২ কেজির কোরাল
পটুয়াখালীর কলাপাড়া উপজেলায় সোনাতলা নদীতে জেলের জালে ১২ কেজি ওজনের একটি কোরাল মাছ ধরা পড়েছে। শনিবার (৫ এপ্রিল) রাতে স্থানীয় জেলে মো. নূরুল ইসলামের জালে মাছটি ধরা পড়ে। পরে মাছটি স্থানীয় বাজারে ৯২৯ টাকা কেজি দরে ১১ হাজার ১৫০ টাকায় বিক্রি হয়।
জেলে নূরুল ইসলাম জানান, তিনি প্রতিদিনের মতো সোনাতলা নদীতে জাল ফেলেছিলেন। জাল টানতে গিয়ে দেখেন, ভারি কিছু আটকে আছে। পরে দেখেন, একটি বড় কোরাল মাছ। সময়মতো উপযুক্ত ক্রেতা না পাওয়ায় কম দামে মাছটি বিক্রি করতে হয়েছে বলে জানান তিনি।
স্থানীয় মৎস্য ব্যবসায়ীরা জানান, ঢাকাসহ বড় শহরে এই ধরনের মাছের কেজি দেড় হাজার থেকে ২ হাজার টাকা পর্যন্ত হয়ে থাকে। সেই হিসেবে মাছটির দাম প্রায় দ্বিগুণ হওয়া উচিত ছিল।
আরো পড়ুন:
জেলের জালে ৩৪ কেজির ভোল মাছ, সাড়ে তিন লাখে বিক্রি
২৮ কেজির কাতল ৭০ হাজার টাকায় বিক্রি
কলাপাড়া সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহা বলেন, কোরাল উচ্চমূল্যের সামুদ্রিক মাছ, যা সাধারণত গভীর সমুদ্রে পাওয়া যায়। তবে নদীতে এত বড় কোরাল মাছ ধরা পড়া ভাগ্যের বিষয়।
ঢাকা/ইমরান/বকুল