ওয়ানডের র্যাঙ্কিং সেরা অলরাউন্ডার ওমরজাই
Published: 5th, March 2025 GMT
চ্যাম্পিয়ন্স ট্রফিতে ব্যাটে-বলে দারুণ খেলে ওয়ানডে ফরম্যাটের সেরা অলরাউন্ডার হয়েছেন আফগানিস্তানের পেস অলরাউন্ডার আজমতউল্লাহ ওমরজাই। তিনি সতীর্থ মোহাম্মদ নবীর শীর্ষস্থান দখল করেছেন।
ওমরজাই চ্যাম্পিয়ন্স ট্রফিতে ৩ ম্যাচে ৭ উইকেট নিয়েছেন। এর মধ্যে ইংল্যান্ডের বিপক্ষে ক্যারিয়ার সেরা ৫৮ রানে ৫ উইকেট নেন। ব্যাট হাতে তিনি গুরুত্বপূর্ণ ১২৬ রান করেন। ৪২ গড়ে ও ১০৪.
ওমরজাই দুই ধাপ এগিয়ে ওয়ানডের সেরা অলরাউন্ডার হয়েছেন। এছাড়া ব্যাটিং র্যাঙ্কিংয়ে ১২ ধাপ এগিয়েছেন তিনি। পূর্বে ব্যাটিংয়ে ২৪ নম্বরে ছিলেন এই ডানহাতি ব্যাটার ও বোলার।
ওয়ানডের ব্যাটিং র্যাঙ্কিংয়ে উন্নতি হয়েছে বিরাট কোহলির। তিনি পাকিস্তানের বিপক্ষে সেঞ্চুরি করে ও অস্ট্রেলিয়ার বিপক্ষে সেমিফাইনালে ৮৪ রানের ইনিংস খেলে এক ধাপ এগিয়েছেন। বর্তমানে ব্যাটিং র্যাঙ্কিংয়ে চার নম্বরে আছেন তিনি। সেরা অবস্থানে আছেন শুভমন গিল, বাবর আজম দুইয়ে ও হেনরিক ক্লাসেন ৩ নম্বরে আছেন।
উৎস: Samakal
কীওয়ার্ড: আইস স র য ঙ ক ওমরজ ই
এছাড়াও পড়ুন:
ওমরজাই এখন ১ নম্বর
নতুন এক নম্বর অলরাউন্ডার পেল ওয়ানডে ক্রিকেট। সতীর্থ মোহাম্মদ নবীকে সরিয়ে আইসিসি ওয়ানডে অলরাউন্ডারদের র্যাঙ্কিংয়ে শীর্ষে উঠেছেন আফগানিস্তানের আজমতউল্লাহ ওমরজাই। চ্যাম্পিয়নস ট্রফিতে ইংল্যান্ডের বিপক্ষে ৫ উইকেটের পর অস্ট্রেলিয়ার বিপক্ষে ফিফটি করে দুই ধাপ এগিয়েছেন ওমরজাই।
ওমরজাইয়ের রেটিং পয়েন্ট ২৯৬। তাঁর চেয়ে নবী পিছিয়ে আছেন ৪ রেটিং পয়েন্টে। ২৯০ রেটিং পয়েন্ট নিয়ে তিন নম্বরে আছেন জিম্বাবুয়ের সিকান্দার রাজা।
সম্প্রতি ব্যাটে–বলে সমানতালে পারফর্ম করা ভারতের অক্ষর প্যাটেল এগিয়েছেন ১৭ ধাপ। এবারের টুর্নামেন্টে ব্যাট হাতে ৮০ রানের পাশাপাশি বল হাতে নিয়েছেন ৫ উইকেট। তা তাঁকে নিয়ে এসেছে ১৩ নম্বরে।
আরও পড়ুনভারতের কাছে হারের পর ওয়ানডে থেকে স্মিথের বিদায়ের ঘোষণা২ ঘণ্টা আগেওমরজাই যে শুধু অলরাউন্ডারদের র্যাঙ্কিংয়েই এগিয়েছেন তা নয়। চ্যাম্পিয়নস ট্রফিতে ১২৬ রান করে ওয়ানডে ব্যাটসম্যানদের তালিকায় ১২ ধাপ এগিয়ে ২৪ নম্বরে উঠে এসেছেন। আজ অবসরের ঘোষণা দেওয়া স্টিভ স্মিথ এগিয়েছেন ৮ ধাপ। ওয়ানডেতে ১৬ নম্বরে থেকে ক্যারিয়ার শেষ করলেন স্মিথ। ওয়ানডে ব্যাটসম্যানদের তালিকায় শীর্ষে আছেন শুবমান গিল।
৩ ধাপ এগিয়ে ৩ নম্বরে উঠে এসেছেন কিউই পেসার ম্যাট হেনরি