১৪ কেজি সোনাসহ ভারতীয় অভিনেত্রী গ্রেপ্তার
Published: 5th, March 2025 GMT
সোনা চোরাচালানের অভিযোগে দক্ষিণি অভিনেত্রী রানিয়া রাওকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত সোমবার রাতে বেঙ্গালুরুর কেম্পেগৌড়া আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গ্রেপ্তার করা হয় তাঁকে। খবর দ্য হিন্দুর
শরীরের বিভিন্ন অংশ ও পোশাকের মধ্যে লুকিয়ে ১৪ দশমিক ৮ কেজি সোনা নিয়ে দুবাই থেকে ভারতে এসেছিলেন রানিয়া।
গোপন সংবাদের ভিত্তিতে তাঁকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছে ভারতীয় গণমাধ্যমগুলো। ১৫ দিনের মধ্যে অভিনেত্রী চারবার দুবাই ভ্রমণ করায় তিনি সন্দেহের তালিকায় আসেন। অভিনেত্রীর স্বামীও তাঁর সঙ্গে দুবাইয়ে যেতেন। কিন্তু দুবাইয়ে অভিনেত্রীর পরিবারের কোনো সদস্য নেই, সেখানে তাঁর ব্যবসাও নেই, তাহলে কেন বারবার তিনি দুবাইয়ে যাচ্ছেন, তাও আবার এত কম সময়ে? এখানেই শুরু হয় সন্দেহ।
জানা গেছে, সোমবার রাতে ভারতে অবতরণের পর রানিয়া রাও নিজেকে কর্ণাটক পুলিশের উচ্চপদস্থ কর্মকর্তার মেয়ে বলে দাবি করেন। শুধু তা–ই নয়, দুবাই থেকে ভারতে আসার সময় তিনি বিমানবন্দরে কাস্টমস চেকিং এড়িয়ে যাওয়ার চেষ্টা করেছিলেন। ফলে আইন প্রয়োগকারী সংস্থার সদস্যদের সন্দেহ আরও দৃঢ় হয়।
রানিয়া রাও। ফেসবুক থেকে.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
সরিয়ে দেওয়া হলো ডিবি প্রধান মল্লিককে
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগের (ডিবি) প্রধানের পদ থেকে রেজাউল করিম মল্লিককে সরিয়ে দেওয়া হয়েছে।
শনিবার (১২ এপ্রিল) ডিএমপি কমিশনারের কার্যালয়ের এক আদেশে এই সিদ্ধান্তের কথা জানানো হয়।
রেজাউলকে ডিবিপ্রধানের পদ থেকে সরিয়ে দেওয়ার আদেশ সই করেছেন ডিএমপির কমিশনার শেখ মো. সাজ্জাত আলী।
আদেশে বলা হয়, ডিএমপির অতিরিক্ত কমিশনার (গোয়েন্দা) রেজাউল করিম মল্লিককে ডিএমপির সদর দপ্তরে সংযুক্ত করা হয়েছে।
আদেশে বলা হয়, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত প্রশাসনিক স্বার্থে রেজাউল করিম মল্লিককে তাঁর নামের পাশে উল্লিখিত স্থানে পদায়ন করা হলো। এই আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে বলে উল্লেখ করা হয়েছে।
এর আগে গত ১ সেপ্টেম্বর তৎকালীন ডিএমপি কমিশনার মো. মাইনুল হাসান স্বাক্ষরিত এক অফিস আদেশে রেজাউল করিম মল্লিককে ডিবিপ্রধান হিসেবে দায়িত্ব দেওয়া হয়।
১৭তম বিসিএস (পুলিশ) ব্যাচের কর্মকর্তা রেজাউল করিম মল্লিক ১৯৯৮ সালে বাংলাদেশ পুলিশে যোগ দেন। এর আগে তিনি বাংলাদেশ পুলিশের অপরাধ তদন্ত বিভাগসহ (সিআইডি) বিভিন্ন ইউনিটে দায়িত্ব পালন করেন।