চ্যাম্পিয়ন্স ট্রফির দ্বিতীয় সেমিফাইনালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টস জিতে ব্যাট করতে নেমে দুর্দান্ত ব্যাটিং করছে নিউজিল্যান্ড। রাচিন রবীন্দ্র ও কেন উইলিয়ামসন সেঞ্চুরি করে দলকে বড় রানের পথে তুলে নিয়েছেন।   

লাহোরে নিউজিল্যান্ড ৩৯.৫ ওভারে ৩ উইকেট হারিয়ে ২৫১ রানে ব্যাট করছে। ক্রিজে আছেন ড্যারেল মিশেল ও টম ল্যাথাম।

রাচিন-উইলিয়ামসনের সেঞ্চুরি: কিউই ওপেনার রাচিন রবীন্দ্র আসরের দ্বিতীয় সেঞ্চুরি তুলে নিয়েছেন। তিনি এদিন ১০১ বলে ১০৮ রানের ইনিংস খেলেন। ১৩টি চার ও একটি ছক্কা মারেন। কেন উইলিয়ামসনের ব্যাট থেকে ৯৪ বলে ১০২ রানের ইনিংস আসে। তিনি ১০টি চারের সঙ্গে ছক্কা মেরেছেন দুটি।

ফিরলেন উইল ইয়ং: রাচিন রবীন্দ্র ও উইল ইয়ংয়ের দারুণ ওপেনিং জুটি ভেঙেছেন লুঙ্গি এনগিডি। তারা ৪৮ রান যোগ করেন। ইয়ং খেলেন ২৩ বলে ২১ রানের ইনিংস। 

নিউজিল্যান্ডের একাদশ: উইল ইয়ং, রাচিন রবীন্দ্র, কেন উইলিয়ামসন, ড্যারেল মিশেল, টম ল্যাথাম, গ্লেন ফিলিপস, মাইকেল ব্রেসওয়েল, মিশেল স্যান্টনার, ম্যাট হেনরি, কাইল জেমিনসন, উইলিয়াম ও’রর্কি। 

দক্ষিণ আফ্রিকার একাদশ: রায়ান রিকেলটন, টেম্বা বাভুমা, রেসি ফন ডার ডুসেন, এইডেন মার্করাম, হেনরিক ক্লাসেনম, ডেভিড মিলার, ওয়ান মুলদার, মার্কো ইয়ানসেন, কেশব মহারাজ, কাগিসু রাবাদা, লুঙ্গি এনগিডি।    

.

উৎস: Samakal

কীওয়ার্ড: র চ ন রব ন দ র ন উইল য় মসন

এছাড়াও পড়ুন:

শামুক সংগ্রহে গিয়ে নদীতে ২ জনের মৃত্যু

খাগড়াছড়ির চেঙ্গী নদীতে শামুক সংগ্রহে গিয়ে পানিতে ডুবে পিয়াসী চাকমা (১৪) ও রিয়া চাকমা (২৫) নামে দুই শিশুর মৃত্যু হয়েছে।

শুক্রবার (১১ এপ্রিল) সকাল ১০টার দিকে সদর উপজেলার ভাইবোনছড়া ইউনিয়নের নলছড়া গ্রামে ঘটনাটি ঘটে।

মারা যাওয়া পিয়াসী চাকমা নলছড়া গ্রামের বিদেশসে চাকমার মেয়ে। সে সপ্তম শ্রেণির ছাত্রী ছিল। রিয়া চাকমা একই গ্রামের রূপায়ন চাকমার মেয়ে। 

আরো পড়ুন:

মাতামুহুরী নদীতে দুই শিশুর মৃত্যু, যুবকের লাশ উদ্ধার

চাঁদপুরে পানিতে ডুবে মা-ছেলেসহ ৩ জনের মৃত্যু

স্থানীয়রা জানান, আজ সকাল ১০টার দিকে ভাইবোনছড়া বাজারের কাছে চেঙ্গী নদীর বৈরাগীর মোর নামক স্থানে কয়েকজন শামুক সংগ্রহে যায়। এসময় রিয়া চাকমা নদীর পানিতে তলিয়ে যেতে শুরু করে। চিৎকার শুনে তাকে উদ্ধারে পিয়াসী চাকমা নদীতে ঝাপ দেয়। পরে দুইজনই নদীতে তলিয়ে যায়। একঘণ্টা পর তাদের লাশ উদ্ধার হয়।

ভাইবোনছড়া মিলেনিয়াম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক টাতু মনি চাকমা পিয়াসী চাকমাকে নিজ স্কুলের ছাত্রী হিসেবে চিহ্নিত করেছেন। তিনি বলেন, “ঘটনাটি মর্মান্তিক। দুইজনের মৃত্যুতে পুরো এলাকায় শোকের ছায়া বিরাজ করছে।”

ভাইবোনছড়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান সুজন চাকমা বলেন, “বৈসাবি উৎসবের সময় এ ধরনের ঘটনা মেনে নেওয়া যায় না।”

ঢাকা/রূপায়ন/মাসুদ

সম্পর্কিত নিবন্ধ