মরণোত্তর দেহদান নয়, ইসলামী রীতিতে দাফন চান কবীর সুমন
Published: 5th, March 2025 GMT
২০২১ সালে মরণোত্তর দেহদানের অঙ্গীকার করেছিলেন পশ্চিবঙ্গের প্রখ্যাত সংগীতশিল্পী কবীর সুমন। তবে সম্প্রতি এই গায়ক জানালেন, সেই সিদ্ধান্ত থেকে সরে এসেছেন তিনি। মরণোত্তর দেহদান নয় বরং ইসলামী রীতিতে নিজের মরদেহ দাফনের সিদ্ধান্তের কথা জানিয়েছেন এই গায়ক।
বুধবার (৫ মার্চ) নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক স্ট্যাটাসে বিষয়টি নিশ্চিত করেছেন তিনি।
কবীর সুমন তার ফেসবুকে লিখেছেন, ‘রমজান মোবারক! সকলকে জানাতে চাই, বছরখানেক আগে এই ফেসবুকেই ঘোষণা করেছিলাম—আমি আমার দেহ দান করেছি, কোনো ধর্মীয় শেষকৃত্য চাই না। অনেক ভেবে আমি সেই সিদ্ধান্ত পাল্টালাম। দেহদানের ইচ্ছে প্রত্যাহার করছি আমি। আমার দেহ আমি দান করব না।’
এই গায়কের ইচ্ছে, কলকাতার মাটিতেই যেন তার দাফনকার্য সম্পন্ন হয়। তিনি লেখেন, ‘আমি চাই আমাকে এই কলকাতারই মাটিতে, সম্ভব হলে গোবরায়, ইসলামী রীতিতে কবর দেওয়া হোক। এটাই আমার চূড়ান্ত সিদ্ধান্ত। আমার কতিপয় স্বজনকে এটা জানিয়ে দিলাম।’
সবশেষে কবীর সুমন লিখেছেন, ‘আমার এই ঘোষণার বিষয়ে কারোর কোনো মত বা মন্তব্য চাই না। সকলের ওপর শান্তি বর্ষিত হোক।’
বছরখানেক আগে দেহদানের কথা ঘোষণা করে এক ফেসবুক পোস্টে কবীর সুমন লিখেছিলেন, ‘আমার মৃতদেহ যেন দান করা হয় চিকিৎসাবিজ্ঞানের কাজে। কোনো স্মরণসভা, শোকসভা, প্রার্থনাসভা যেন না হয়।’
.উৎস: Samakal
কীওয়ার্ড: ফ সব ক
এছাড়াও পড়ুন:
কোটির ঘরে ‘কন্যা’, কৃতজ্ঞ ফারিয়া
ঈদুল ফিতরে প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে ‘জ্বীন-৩’। সিনেমাটি মুক্তির আগেই ‘কন্যা’ শিরোনামের গানটি শ্রোতামহলে ব্যাপক সাড়া ফেলে। এরই মধ্যে ইউটিউবে গানটির কোটি ভিউ ছাড়িয়েছে।
জাজ মাল্টিমিডিয়ার ব্যানারে ‘জ্বীন-৩’ সিনেমায় জুটি বেঁধে অভিনয় করেছেন আব্দুন নূর সজল ও নুসরাত ফারিয়া। ‘কন্যা’ গানের ভিউ কোটি ছাড়ানোর পর দর্শক-শ্রোতাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন নুসরাত ফারিয়া।
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে নুসরাত ফারিয়া লেখেন, “কোটির ঘরে কন্যা। এত এত ভালোবাসা দেওয়ার জন্য সকলের কাছে কৃতজ্ঞ।”
আরো পড়ুন:
মধ্যরাতে স্ট্যাটাস ভাইরাল, বিব্রত ফারিয়া
ফের একসঙ্গে জায়েদ-ফারিয়া
‘কন্যা’ গানে কণ্ঠ দিয়েছেন ইমরান মাহমুদুল ও দিলশাদ নাহার কণা। গানটির কথা লিখেছেন রবিউল ইসলাম জীবন। সুর ও সংগীতায়োজন করেছেন ইমরান।
উল্লেখ্য, গত ১৭ মার্চ ইউটিউবে মুক্তি পায় ‘কন্যা’ গান। বৃহস্পতিবার (১০ এপ্রিল) পর্যন্ত ১ কোটি ৫ লাখের বেশি ভিউ হয়েছে।
ঢাকা/রাহাত/শান্ত