৫ আগস্ট গুলিবিদ্ধ সামাদ হৃদরোগে মারা গেছেন
Published: 5th, March 2025 GMT
কুমিল্লার দেবিদ্বারে গত বছরের ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে পুলিশের গুলিতে আহত আব্দুস সামাদ হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। মঙ্গলবার (৪ মার্চ) বিকেল ৩টায় ঢাকা জাতীয় হৃদরোগ হাসপাতালে তার মৃত্যু হয়।
আব্দুস সামাদ কুমিল্লার দেবিদ্বার উপজেলার ধামতী ইউনিয়নের ধামতী উত্তরপাড়া গ্রামের বাসিন্দা। দেবিদ্বার থানার ওসি শামসুদ্দিন মোহাম্মদ ইলিয়াছ মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
জাতীয় নাগরিক কমিটি দেবিদ্বার উপজেলা শাখার সদস্য নাহিদুল ইসলাম নাহিদ জানান, গত বছরের ৫ আগস্ট স্বৈরাচার হাসিনা সরকারের পতনের দিন থানা ঘেরাওকালে দেবিদ্বার রেয়াজ উদ্দিন সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের সামনে পুলিশের গুলিতে গুলিবিদ্ধ হন সামাদ। এ সময় মারাত্মকভাবে আহত হয়েছিলেন তিনি। এরপর থেকে গত সাত মাস হাসপাতাল ও বাড়িতে চিকিৎসাধীন ছিলেন। মঙ্গলবার বিকেল ৩টায় হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান তিনি।
দেবিদ্বার থানার ওসি শামসুদ্দিন মোহাম্মদ ইলিয়াছ বলেন, পায়ের উরুতে গুলিবিদ্ধ হন সামাদ। তিনি বাড়িতে চিকিৎসাধীন ছিলেন। ওই ঘটনায় ট্রাইব্যুনালে মামলা চলমান আছে। সম্প্রতি সামাদ অসুস্থ হয়ে পড়লে তাকে আবার জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে ভর্তি করা হয়। সেখানে তার ওপেন হার্ট সার্জারি করা হয়। পরে সেখানে তার মৃত্যু হয়।
ঢাকা/রুবেল/বকুল
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
পুতিনকে ছয়টি হাতি উপহার মিয়ানমার জান্তার
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে ছয়টি হাতি উপহার দিয়েছেন মিয়ানমারের জান্তাপ্রধান জেনারেল মিন অং হ্ল্যাইং। মঙ্গলবার মস্কো সফরের সময় এ উপহার দেন তিনি। খবর বার্তা সংস্থা তাসের।
সম্প্রতি রাশিয়ার কাছ থেকে ছয়টি যুদ্ধবিমান কিনেছে মিয়ানমার। বিশ্লেষকরা মনে করেন, রাশিয়া ও মিয়ানমারের সম্পর্ককে আরও দৃঢ় করার একটি প্রয়াস এ হাতি উপহার। অনেকে একে ‘হাতি কূটনীতি’ বলছেন। মঙ্গলবার ক্রেমলিনে প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে বৈঠক করেন জান্তাপ্রধান।
বৈঠকে দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার ও বাণিজ্যিক সহযোগিতা নিয়ে আলোচনা হয়। মিয়ানমারে একটি পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণের চুক্তিতেও সই হয়। রাশিয়ার রাষ্ট্রায়ত্ত পরমাণু বিদ্যুৎ কোম্পানি রোসাটমের অর্থায়ন ও তত্ত্বাবধানে মিয়ানমারে ১০০ মেগাওয়াটের একটি পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণ করা হবে। এ কেন্দ্র নির্মাণ শেষে পরিচালনার দায়িত্বও রোসাটমের হাতে থাকবে।
রুশ প্রেসিডেন্ট পুতিন বলেন, ২০২৪ সালে দুই দেশের বাণিজ্য ৫০ শতাংশ বেড়েছে। উপহারের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করে তিনি বলেন, ‘আপনার এ বন্ধুত্বপূর্ণ উপহারের জন্য আন্তরিক ধন্যবাদ। হাতিগুলো ইতোমধ্যেই মস্কোর চিড়িয়াখানায় স্থানান্তর করা হয়েছে।’ মিয়ানমারে সামরিক সহায়তা অব্যাহত রাখারও আশ্বাস দেন তিনি।