লেবাননে বাংলাদেশি কর্মী পাঠানোর নিষেধাজ্ঞা প্রত্যাহার
Published: 5th, March 2025 GMT
বাংলাদেশ থেকে লেবাননে কর্মী পাঠানোর ওপর যে নিষেধাজ্ঞা ছিল, তা প্রত্যাহার করা হয়েছে। লেবাননে ইসরায়েলের হামলার কারণে দেশটিতে পরিস্থিতি অস্বাভাবিক হওয়ায় কর্মী পাঠানো বন্ধ ছিল। পরিস্থিতির উন্নতি হওয়ায় এখন থেকে আবার লেবাননে যেতে পারবেন বাংলাদেশি কর্মীরা।
বুধবার (৫ মার্চ) লেবাননে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের এক বার্তায় এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, লেবাননে শর্তসাপেক্ষে কর্মী পাঠানোর অনুমোদন দেওয়া হয়েছে।
শর্তগুলো হলো-
১.
২. ইসরায়েলের সীমান্তবর্তী লেবাননের দক্ষিণাঞ্চল ব্যতীত অন্যান্য এলাকায় উপযুক্ত কর্মপরিবেশ সাপেক্ষে কর্মী পাঠাতে হবে।
লেবানন-ইসরায়েল সীমান্তে যুদ্ধ পরিস্থিতিতে বাংলাদেশ থেকে কর্মী পাঠানো বন্ধ করে দেওয়া হয়। গত বছরের ৮ আগস্ট বাংলাদেশ দূতাবাস এক সংবাদ বিজ্ঞপ্তিতে লেবাননে না যাওয়ার পরামর্শ দেয়।
গত বছরের ১৩ আগস্ট প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে লেবাননে বাংলাদেশি কর্মীদের না যাওয়ার জন্য নির্দেশনা দেওয়া হয়।
ফলে, গত ৭ মাস ধরে লেবাননে বাংলাদেশি কর্মীদের যাওয়া বন্ধ ছিল। যুদ্ধ পরিস্থিতির কারণে লেবানন থেকে বাংলাদেশি কর্মীদের ফিরিয়ে আনতে শুরু করে সরকার। গত বছরের ২১ অক্টোবর লেবানন থেকে বিশেষ ফ্লাইটে করে বাংলাদেশিদের ফেরত আনা শুরু হয়। এর পর ধাপে ধাপে ১৯টি ফ্লাইটে মোট ১ হাজার ২৪৬ জন বাংলাদেশিকে দেশে ফেরত আনা হয়।
সম্প্রতি বাংলাদেশ দূতাবাস থেকে পররাষ্ট্র মন্ত্রণালয়কে জানানো হয়, লেবাননে পরিস্থিতির উন্নতি হয়েছে। বিভিন্ন এলাকায় পরিস্থিতি স্বাভাবিক হয়েছে। ফলে, সে দেশে কর্মী পাঠানো যেতে পারে। এর পরিপ্রেক্ষিতে লেবাননে পুনরায় কর্মী পাঠানোর চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়।
ঢাকা/হাসান/রফিক
উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর পর স থ ত ল ব নন
এছাড়াও পড়ুন:
টিকটকে নতুন সুবিধা
ছোট আকারের ভিডিও সহজে তৈরি ও বিনিময়ের সুযোগ থাকায় নিয়মিত টিকটক ব্যবহার করেন অনেকেই। বিভিন্ন বিষয়ের ভিডিওর পাশাপাশি একাধিক ছবির সমন্বয়ে তৈরি স্লাইড শো বেশ জনপ্রিয় টিকটকে। কিন্তু দৃষ্টিপ্রতিবন্ধীরা চাইলেও টিকটকে থাকা এসব ছবি দেখতে পারেন না। এ সমস্যা সমাধানে নিজেদের প্ল্যাটফর্মে অলটারনেটিভ (এএলটি) টেক্সট সুবিধা চালু করেছে টিকটক। নতুন এ সুবিধা চালুর ফলে স্ক্রিন রিডারের মাধ্যমে টিকটকে থাকা ছবির বর্ণনা শুনতে পারবেন দৃষ্টিপ্রতিবন্ধীরা।
টিকটক জানিয়েছে, নতুন এ সুবিধা চালুর ফলে ছবি আপলোডের সময় অল্ট টেক্সট অপশনের মাধ্যমে ছবিতে থাকা দৃশ্যের বর্ণনা লিখতে পারবেন ব্যবহারকারীরা। পোস্ট প্রকাশের পরও চাইলে ব্যবহারকারীরা অল্ট টেক্সট সম্পাদনা বা নতুন করে যুক্ত করতে পারবেন।
ছবির জন্য অল্ট টেক্সট সুবিধা টিকটক অ্যাপে থাকা বিদ্যমান অ্যাক্সেসিবিলিটি ফিচারের সম্প্রসারিত রূপ। এর আগে ভিডিও কনটেন্টের জন্য স্বয়ংক্রিয় ক্যাপশন তৈরির সুবিধা এবং লেখার আকার ইচ্ছেমতো বড়-ছোট করার অপশন চালু করেছে প্ল্যাটফর্মটি।
সূত্র: টেক ক্র্যান্চ