সড়ক দুর্ঘটনার পর দুই বছর কোমায় থাকা চিকিৎসকের মৃত্যু
Published: 5th, March 2025 GMT
চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় আহত হয়ে দুই বছর কোমায় থাকার পর এক শিক্ষানবিশ চিকিৎসকের মৃত্যু হয়েছে। তাঁর নাম সুলতান মোহাম্মদ আকিব (২৫)। গতকাল মঙ্গলবার রাত আটটার দিকে চট্টগ্রাম নগরের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
আকিব চট্টগ্রামের সাতকানিয়া পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের গোয়াজরপাড়া এলাকার বাসিন্দা মো.
সুলতান মোহাম্মদ আকিবের বাবা মো. নুরুল আলম প্রথম আলোকে বলেন, ‘পরিবারের স্বপ্ন ছিল চিকিৎসক হয়ে সন্তান জনসেবামূলক কাজ করবে। চিকিৎসক হলেও মানুষের সেবা করার সেই সুযোগ আর পেল না আকিব।’
সাতকানিয়া পৌরসভার সাবেক স্থানীয় কাউন্সিলর আবদুল হালিম প্রথম আলোকে বলেন, মেধাবী সুলতান মোহাম্মদ আকিব খুবই শান্তশিষ্ট প্রকৃতির ছিলেন। এলাকার লোকজন তাঁকে খুব পছন্দ করতেন। দুর্ঘটনার পরে প্রায় দুই বছর চিকিৎসাধীন থাকার পর গতকাল রাতে তাঁর মৃত্যু হয়। আজ বুধবার বেলা ১১টার দিকে জানাজা শেষে স্থানীয় কবরস্থানে তাঁকে দাফন করা হয়েছে।
উৎস: Prothomalo
কীওয়ার্ড: চ ক ৎসক দ র ঘটন ই বছর
এছাড়াও পড়ুন:
পুতিনকে ছয়টি হাতি উপহার মিয়ানমার জান্তার
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে ছয়টি হাতি উপহার দিয়েছেন মিয়ানমারের জান্তাপ্রধান জেনারেল মিন অং হ্ল্যাইং। মঙ্গলবার মস্কো সফরের সময় এ উপহার দেন তিনি। খবর বার্তা সংস্থা তাসের।
সম্প্রতি রাশিয়ার কাছ থেকে ছয়টি যুদ্ধবিমান কিনেছে মিয়ানমার। বিশ্লেষকরা মনে করেন, রাশিয়া ও মিয়ানমারের সম্পর্ককে আরও দৃঢ় করার একটি প্রয়াস এ হাতি উপহার। অনেকে একে ‘হাতি কূটনীতি’ বলছেন। মঙ্গলবার ক্রেমলিনে প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে বৈঠক করেন জান্তাপ্রধান।
বৈঠকে দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার ও বাণিজ্যিক সহযোগিতা নিয়ে আলোচনা হয়। মিয়ানমারে একটি পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণের চুক্তিতেও সই হয়। রাশিয়ার রাষ্ট্রায়ত্ত পরমাণু বিদ্যুৎ কোম্পানি রোসাটমের অর্থায়ন ও তত্ত্বাবধানে মিয়ানমারে ১০০ মেগাওয়াটের একটি পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণ করা হবে। এ কেন্দ্র নির্মাণ শেষে পরিচালনার দায়িত্বও রোসাটমের হাতে থাকবে।
রুশ প্রেসিডেন্ট পুতিন বলেন, ২০২৪ সালে দুই দেশের বাণিজ্য ৫০ শতাংশ বেড়েছে। উপহারের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করে তিনি বলেন, ‘আপনার এ বন্ধুত্বপূর্ণ উপহারের জন্য আন্তরিক ধন্যবাদ। হাতিগুলো ইতোমধ্যেই মস্কোর চিড়িয়াখানায় স্থানান্তর করা হয়েছে।’ মিয়ানমারে সামরিক সহায়তা অব্যাহত রাখারও আশ্বাস দেন তিনি।