দুই ভারতীয়কে আটকের পর ফেরত দিল বিজিবি
Published: 5th, March 2025 GMT
কুষ্টিয়ার দৌলতপুর সীমান্ত এলাকা দিয়ে বাংলাদেশে অনুপ্রবেশের দায়ে দুই ভারতীয় নাগরিককে আটক করে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। পরে পতাকা বৈঠকের মাধ্যমে তাদের ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) কাছে হস্তান্তর করা হয়। মঙ্গলবার দুপুরে এ ঘটনা ঘটে।
আটক ব্যক্তিরা হলেন- ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের মুর্শিদাবাদ জেলার জলঙ্গি থানার বিশ্বাসপাড়া গ্রামের মৃত ইমাম বক্সের ছেলে আবু সাঈদ (৫৫) ও মৃত শরৎ হালদারের ছেলে কানু হালদার (৫৫)।
বিজিবি জানায়, মঙ্গলবার দুপুর দেড়টার দিকে কুষ্টিয়া বিজিবির ৪৭ ব্যাটালিয়নের চিলমারী বিওপি’র সীমান্ত পিলার ৮৫/১৩-এস এলাকা দিয়ে বাংলাদেশে ঢোকে দুই ভারতীয়। এ সময় উপজেলার চিলমারী ইউনিয়নের আলিমডোবা মাঠ এলাকা থেকে তাদের আটক করা হয়। পরে বিকেল সাড়ে ৫টার দিকে সীমান্ত পিলার ৮৫/১৩-এস সংলগ্ন এলাকায় বিজিবি ও বিএসএফের মধ্যে পতাকা বৈঠক হয়। সেখানে যাচাই-বাছাই শেষে বিএসএফের অনুরোধের ভিত্তিতে মানবিক বিবেচনায় ওই দুই ভারতীয়কে ফেরত দেওয়ার সিদ্ধান্ত নেয় বিজিবি।
আজ বুধবার দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন কুষ্টিয়া বিজিবির ৪৭ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মাহাবুব মুর্শেদ রহমান। তিনা জানান, ভুলবশত সীমান্ত অতিক্রম করে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করেছিলেন ওই দুই ভারতীয়। যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে তাদের ফেরত দেওয়ার মাধ্যমে বিজিবি পেশাদারিত্ব, মানবিক মূল্যবোধ ও আন্তঃসীমান্ত সহযোগিতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে।
.উৎস: Samakal
কীওয়ার্ড: ব এসএফ
এছাড়াও পড়ুন:
ভারতে আটক ২ বাংলাদেশি নারীকে হস্তান্তর করল বিএসএফ
ভারত থেকে বাংলাদেশে প্রবেশের সময় দুই জন বাংলাদেশি নারীকে আট করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। রবিবার (২ মার্চ) পতাকা বৈঠকের মাধ্যেমে তাদেরকে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবির) কাছে হস্তান্তর করা হয়েছে।
ওই দুই নারী হলেন—বরিশালের উজিরপুর থানার দক্ষিণ মোড়াকাঠি গ্রামের নুরুল হালদারের মেয়ে জরিনা বেগম (৪২) এবং নড়াইল জেলার কালিয়া থানার চাঁদপুর গ্রামের সিরাজ ফকিরের মেয়ে শিউলি খাতুন (৪৮)।
সোমবার (৩ মার্চ) দুপুরে বিজিবি এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ভারত থেকে বাংলাদেশে প্রবেশের সময় বিএসএফের হাতে আটক হন দুই বাংলাদেশি নারী। তাদেরকে বাংলাদেশে ফেরত পাঠাতে বিজিবিকে পতাকা বৈঠকের আহ্বান জানায় বিএসএফ। দুই দেশের কোম্পানি কমান্ডার পর্যায়ে বৈঠকের মাধ্যমে আটক দুই জনকে হস্তান্তর করা হয়।
পতাকা বৈঠকে উভয় দেশের সীমান্তে সুসম্পর্ক বজায় রাখতে পুনরায় অঙ্গীকার ব্যক্ত করেছে বিজিবি ও বিএসএফ।
ঢাকা/সোহাগ/রফিক