ঢাবি ছাত্রলীগের সাধারণ সম্পাদক সৈকতকে গ্রেপ্তার দেখানোর আদেশ
Published: 5th, March 2025 GMT
রাজধানীর যাত্রাবাড়ী থানার পৃথক দুই হত্যা মামলায় ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকতকে গ্রেপ্তার দেখানোর আদেশ দিয়েছেন আদালত। বুধবার বেলা ১২টার দিকে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. মনিরুল ইসলাম এসব মামলার তদন্ত কর্মকর্তাদের আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন।
এ দিন সৈকতকে আদালতে তোলা হলে তাঁর আইনজীবী অ্যাডভোকেট মো.
সৈকতের আইনজীবী অ্যাডভোকেট তরিকুল ইসলাম বলেন, ‘একের পর এক হত্যা মামলা দেওয়া হচ্ছে তানভীর হাসান সৈকতকে। এগুলো ষড়যন্ত্রমূলক ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত।’
১৪ আগস্ট রাতে রাজধানীর নিকুঞ্জ এলাকা থেকে তানভীর হাসান সৈকতকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে বিভিন্ন হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে কয়েক দফা রিমান্ডে নেওয়া হয়।
উৎস: Samakal
কীওয়ার্ড: ন স কতক
এছাড়াও পড়ুন:
জেলা আইনজীবী ফোরামের নতুন কমিটিকে মহানগর বিএনপির শুভেচ্ছা
বিএনপি পন্থী আইনজীবীদের সংগঠন জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম নারায়ণগঞ্জ জেলা শাখার নব ঘোষিত আহবায়ক কমিটিকে শুভেচ্ছা জানিয়েছে নারায়ণগঞ্জ মহানগর বিএনপি।
সংগঠনের আহ্বায়ক এডভোকেট সাখাওয়াত হোসেন খান এবং সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু এক বিবৃতিতে এই শুভেচ্ছা জানান। সেই সাথে কমিটির সবাইকে ঈদুল ফিতরের শুভেচ্ছা ও অভিনন্দন জানান তারা।
বিবৃতিতে তারা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম কেন্দ্রীয় কমিটির সভাপতি অ্যাডভোকেট জয়নাল আবেদীন ও মহাসচিব ব্যারিস্টার কায়সার কামালের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
উল্লেখ, গত বৃহস্পতিবার (২৭ মার্চ) অ্যাডভোকেট জাকির হোসেনকে আহবায়ক এবং এডভোকেট কাজী আব্দুল গাফফারকে সদস্য সচিব করে নারায়ণগঞ্জ জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের ৮ সদস্যের এই আহ্বায়ক কমিটির অনুমোদন দেন জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম কেন্দ্রীয় কমিটির সভাপতি অ্যাডভোকেট জয়নাল আবেদীন এবং মহাসচিব ব্যারিস্টার কায়সার কামাল।
কমিটির বাকিরা হলেন সিনিয়র যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট বেনজির আহমেদ, যুগ্ম আহবায়ক অ্যাডভোকেট জহিরুল হক, এডভোকেট মেহেবুব আরেফিন শিমু, এডভোকেট কায়সার আলম চৌধুরী টুটুল, অ্যাডভোকেট আসমা হেলেন বিথি ও এডভোকেট শামসুন্নুর বাঁধন।
৮ সদস্যের এই আহবায়ক কমিটিকে সম্মেলনের মাধ্যমে তিন মাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশনা দেয়া হয়েছে এবং এই কমিটি সর্বোচ্চ ৩১ সদস্যের মধ্যে সীমাবদ্ধ রাখারও নির্দেশনা দেয়া হয়।