গবেষণায় অনুদান পাচ্ছে নোবিপ্রবির ২০ শিক্ষক
Published: 5th, March 2025 GMT
প্রযুক্তি উদ্ভাবন, গবেষণা ও উন্নয়নমূলক প্রকল্পে মোট ১৬ লাখ ৬৫ হাজার টাকা অনুদান পাচ্ছেন নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) ২০ জন শিক্ষক।
বুধবার (৫ মার্চ) বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, ২০২৪-২৫ অর্থবছরে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের প্রযুক্তি উদ্ভাবন, গবেষণা ও উন্নয়নমূলক প্রকল্পে নোবিপ্রবির ১১টি বিভাগের ২০ জন শিক্ষক এ অনুদান পাচ্ছেন। শিক্ষকদের আবেদনের প্রেক্ষিতে বিভিন্ন ক্যাটাগরিতে এ অনুদানের জন্য তাদের বাছাই করা হয়েছে।
অনুদান পাওয়া শিক্ষকদের মধ্যে রয়েছেন, কৃষি বিভাগের একজন, বিজিই বিভাগের দুইজন, অণুজীববিজ্ঞান বিভাগের একজন, এফটিএনএস বিভাগের দুইজন, ইএসডিএম বিভাগের একজন, ওশানোগ্রাফি বিভাগের একজন, ফার্মেসি বিভাগের আটজন, এসিসিই বিভাগের একজন, পদার্থবিজ্ঞান বিভাগের একজন, পরিসংখ্যান বিভাগের একজন এবং ফলিত গণিত বিভাগের একজন।
অনুদানের জন্য নির্বাচিত শিক্ষকদের মধ্যে কৃষি ও পরিবেশ ক্যাটাগরিতে মোট ৫ লাখ ৪০ হাজার টাকা পাচ্ছে ছয়জন, জীববিদ্যা, চিকিৎসাবিদ্যা ও পুষ্টিবিদ্যা ক্যাটাগরিতে মোট ৮ লাখ ৪০ হাজার টাকা পাচ্ছে ১০ জন।
এছাড়া ফলিত বিজ্ঞান ও প্রকৌশলী ক্যাটাগরিতে ৭৫ হাজার টাকা পাচ্ছেন ১ জন এবং ফিজিক্যাল সায়েন্স ক্যাটাগরিতে মোট ২ লাখ ১০ হাজার টাকা পাচ্ছেন তিনজন।
ঢাকা/ফাহিম/মেহেদী
.উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর ব ভ গ র একজন অন দ ন প
এছাড়াও পড়ুন:
গাজীপুরে গ্যাস সিলিন্ডার লিকেজের আগুনে পাঁচজন দগ্ধ
গাজীপুরে একটি বাড়িতে গ্যাস সিলিন্ডারের লিকেজের আগুনে পাঁচজন দগ্ধ হয়েছেন। গতকাল রোববার রাত আটটার দিকে নগরের মোগরখাল মোল্লা মার্কেট এলাকায় এ ঘটনা ঘটে। দগ্ধদের ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গাজীপুর নগরের মোগরখাল মোল্লা মার্কেট এলাকার একটি বাসায় গতকাল রাত আটটার দিকে পারভিন আক্তার নামের এক নারী রান্না করছিলেন। এ সময় গ্যাস সিলিন্ডার লিকেজ থেকে হঠাৎ আগুন ধরে যায়। এতে পারভিনসহ পাঁচজন দগ্ধ হন। তাঁদের প্রথমে গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে তাঁদের ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে স্থানান্তর করা হয়।
দগ্ধ অন্য চারজন হলেন সীমা আক্তার (৩০), তাসলিমা আক্তার, পারভিন আক্তারের দেড় বছরের ছেলে আয়ান, শেফালী বেগম (৪০) ও তাঁর মেয়ে তানজিলা।
বাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কায়সার আহমেদ বলেন, গ্যাস লিকেজ থেকে আগুনে পাঁচজন দগ্ধ হয়েছেন। তাঁদের উদ্ধার করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের চিকিৎসকদের বরাত দিয়ে ওসি জানান, তাসলিমার শরীরের ৯৫ শতাংশ দগ্ধ হয়েছে। এ ছাড়া দুজন ৯০ শতাংশ, একজন ৩২ শতাংশ ও অন্য একজন ২৮ শতাংশ দগ্ধ হয়েছেন।