ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) রোবোটিকস অ্যান্ড মেকাট্রনিকস ইঞ্জিনিয়ারিং (আরএমই) বিভাগে মাস্টার্স ইন রোবোটিকস অ্যান্ড মেকাট্রনিকস ইঞ্জিনিয়ারিং প্রোগ্রামে ভর্তির জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। দেড় বছরের মাস্টার্স প্রোগ্রামের জন্য আগ্রহী প্রার্থীরা নির্ধারিত ফরমে আবেদন করতে পারবেন। এই কোর্সে ভর্তিতে আবেদন করতে পারবেন অন্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও। আবেদন ফি ২৫০০ টাকা।

আবেদন যোগ্যতা—

রোবোটিকস ও মেকাট্রনিকস ইঞ্জিনিয়ারিং, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, অটোমেশন ইঞ্জিনিয়ারিং, ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং, ফলিত পদার্থবিজ্ঞান এবং অন্যান্য (আরএমই এর সঙ্গে প্রাসঙ্গিক হতে হবে এবং ডিপার্টমেন্টের অনুমোদন সাপেক্ষে হবে) বিভাগ থেকে বিএসসি ডিগ্রি থাকতে হবে।

স্নাতক বা সমমানে সিজিপিএ-৪-এর মধ্যে কমপক্ষে ৩ দশমিক ২৫ থাকতে হবে।

এসএসসি ও এইচএসসিতে জিপিএ-৫-এর মধ্যে কমপক্ষে ৩ দশমিক ৫ থাকতে হবে। এসএসসি ও এইচএসসিতে মোট জিপিএ কমপক্ষে ৮ হতে হবে।

আরও পড়ুনবিদায় বেলায় বেসরকারি শিক্ষকদের জন্য সুখবর জানিয়ে গেলেন উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ৪০ মিনিট আগেভর্তি পরীক্ষা—

১০০ নম্বরের ভর্তি পরীক্ষায় মধ্য ৬০ নম্বরের লিখিত পরীক্ষা এবং ৪০ নম্বর হবে ভাইভা। লিখিত পরীক্ষার সময়কাল হবে ২ ঘন্টা। পরীক্ষার সিলেবাস হলো— ১.

ইন্ট্রোডাকশন টু রোবোটিক্স, ২. প্রোগ্রামিং, ৩. গণিত, ৪. ফান্ডামেন্টালস অব ইলেকট্রিক্যাল ও ইলেকট্রনিক্স ও ৫. ইঞ্জিনিয়ারিং মেকানিক্স

আরও পড়ুনবিনা মূল্যে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ, আছে দৈনিক ২০০ টাকা ভাতা০৩ মার্চ ২০২৫গুরুত্বপূর্ণ তারিখ—

আবেদন শেষ ৯ এপ্রিল ২০২৫;

ভর্তি পরীক্ষা ১৯ এপ্রিল, ২০২৫। পরীক্ষার ভেন্যু: ঢাকা বিশ্ববিদ্যালয়ের রোবোটিকস অ্যান্ড মেকাট্রনিকস ইঞ্জিনিয়ারিং বিভাগ

ভাইভা: ২৬ এপ্রিল, ২০২৫

ওরিয়েন্টেশন ও ক্লাস শুরু: মে, ২০২৫

বিস্তারিত তথ্য এবং আবেদন ফরম বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে পাওয়া যাবে

আরও পড়ুনকানাডায় পড়াশোনা: ট্রাম্পের শুল্কের প্রভাব পড়বে টিউশন ফি-চাকরিসহ যেসব খাতে৩ ঘণ্টা আগে

উৎস: Prothomalo

কীওয়ার্ড: পর ক ষ

এছাড়াও পড়ুন:

সুন্দরের গান গেয়ে মাদ্রিদ ডার্বিতে এগিয়ে রিয়াল

চ্যাম্পিয়নস লীগে বুধবার (৪ মার্চ, ২০২৫) দিবাগত রাতে শেষ ষোলোতে মুখোমুখি হয়েছিল রিয়াল মাদ্রিদ-অ্যাটলেটিকো মাদ্রিদ। এই ম্যাচে হয়েছে দৃষ্টি নন্দন তিন গোল। যা দেখে উপমা হিসেবে টেনে আনা যায় বাংলা চলচিত্রের দুই বিশ্ববিখ্যাত চলচিত্রকার সত্যজিৎ রায়, ঋত্বিক ঘটক ও মৃণাল সেনকে।

সান্তিয়াগো বার্নাব্যুতে শেষ ষোলোর প্রথম লেগে নগর প্রতিদ্বন্দ্বী অ্যাটলেতিকোর বিপক্ষে ২-১ গোলে জিতেছে রিয়াল।

বাংলা চলচিত্রের তিন দিকপালকে টেনে আনা হলো একই ম্যাচের গোল গুলোর সৌন্দর্য বোঝাতে। আবার এই সৌন্দর্যের মাঝেই আছে ভীষন ‘প্রতিদ্বন্দ্বীতা’ কিংবা ‘রাইভালরি’; যার উত্তাপও টের পাওয়া যাবে এই উপমায়। সত্যজিৎ এর সিনেমা দেখে আরেক স্টিভেন স্পিলবার্গ ও মার্টিন স্কোরসিসরা অনুপ্রাণিত। বাংলা সিনেমার প্রথম বড় নাম মানিকবাবু খ্যাত সত্যজিৎ। তার কিছুদিন পরেই চলচিত্র শুরু করা ঋত্বিকও বেলাতার সহ বহু আধুনিক বিশ্ববিখ্যাত পরিচালকের আদর্শ।

আরো পড়ুন:

চ্যাম্পিয়নস লিগ বলেই মাদ্রিদ ডার্বিতে এগিয়ে রিয়াল

ঘরের ছেলের ছোবলে হারল রিয়াল

সত্যজিৎ ও ঋত্বিক বাংলা সিনিমাকে অনেক উপরে নিয়ে গিয়েছেন। তবে সমসাময়িক এই দুই শিল্পী এক সাথে বহু আড্ডা দিলেও ছিল দর্শনগত আকাশ পালাত ফারাক। ‘হীরক রাজার দেশে’র মত রাজনৈতিক সিনেমা বানানোর পরও সত্যজিৎ সারাজীবনই রাজনীতির বাইরে কাহিনী বুনার চেষ্টা করেচ্ছিলেন। আর ঢাকার ছেলে ঋত্বিক ছিলেন আগাগোড়া নিপীড়িত মানুষের শিল্পী। এত কাছে থাকার পরও এই দুই পরিচালক যেমন ঠিক বিপরীত মেরুতে রাজনৈতিক দর্শন ও চিন্তা ভাবনায়, একই ভাবে মাদ্রিদ নগরীর ক্লাব হয়েও চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল ও অ্যাটলেতিকো।

এদিকে গত রাতে ফ্রেডরিক ভালভারদের পাস থেকে রিয়ালকে ম্যাচের ৪ মিনিটেই এগিয়ে দেন ব্রাজিলিয়ান উইঙ্গার রদ্রিগো। অন্যদিকে ম্যাচের ৩২ মিনিটে অ্যাাটলেতিকোকে সমতায় ফেরানো আলভারেজ হচ্ছেন আর্জেন্টিনার। দুজনে যে দুটা গোল করলেন তা এক কথায় নান্দনিক ও চোখের শান্তি। তবে দুজনই ক্লাব পর্যায়ে এবং জাতীয় দলে চিরপ্রতিদ্বন্দ্বী।

এখানেই শেষ না। আলভারেজের ক্যারিয়ারটা রিয়ালেই হওয়ার কথা ছিল। তবে রিয়ালের নিয়ম অনুসারে আলভারেজের বয়স ১৩’র কম হওয়াতে তিনি নাম লেখাতে পারেননি লস ব্ল্যাঙ্কসদের হয়ে। পরে তার রিভার প্ল্যাট ঘুরে ম্যানচেস্টার সিটির হয়ে চ্যাম্পিয়নস লিগ জয়ের গল্প সবারই জানা। খুব সূক্ষভাবে দেখলে স্পষ্ট হবে যে রিয়ালের সেই প্রত্যাখান মেনে নিতে পারেননি আলভারেজ। যখনই রিয়ালকে পেয়েছেন সামনে কিছু একটা প্রমাণের জন্য জ্বলে উঠেছেন। সিটির জার্সিতে ২০২৩ চ্যাম্পিয়নস লিগ সেমিফাইনালে রিয়ালের বিপক্ষে গোল পেয়েছিলেন। লস ব্ল্যাঙ্কসদের বিপক্ষে ৭ দেখায় ৩ গোল করেছেন।

আলভারেজ গতরাতের গোলটি করে ৬৬ বছরের এক বিশাল গোল খরা কাটিয়েছেন। চ্যাম্পিয়নস লিগে ১৯৫৯ সালে (তখন ভিন্ন নাম ছিল) অ্যাটলেতিকোর হয়ে সবশেষ সান্তিয়াগো বার্নাব্যুতে গোল করেছিলেন চুজোর। তাছাড়া লেওনেল মেসির পর দ্বিতীয় আর্জেন্টাইন হিসেবে রিয়ালের ঘরের মাঠে গোল করলেন আলভারেজ।

দ্বিতীয়ার্ধের দশম মিনিটে ফের রিয়াল এগিয়ে যায়। কাউন্টার অ্যাটাক থেকে ফারলেন্দ মন্দির পাস নিয়ে ডি-বক্সে ঢুকে পড়েন ব্রাহিম ডিয়াজ। পায়ের কারুকাজে প্রতিপক্ষের দুই খেলোয়াড়কে কাটিয়ে জায়গা বানিয়ে নেনে। তারপর অ্যাটলেতিকোর বিক্যাত ডিফেন্সের ফাঁক গলে কয়েকজনের মাঝ দিয়ে ডান পায়ের শটে বল জালে জড়িয়ে দেন।

শুরুতেই তিন জন পরিচালকের নাম নিয়েছিলাম। যার সর্বশেষ জন মৃণাল সেন। দিয়াজের গোলের সাথে মৃণালের সুদীর্ঘ চলচিত্র যাত্রার একটা বিশেষ মিল আছে। মৃণাল আগাগোড়াই এমন সিনেমা বানিয়েছেন যা বাংলা চলচিত্রকে সমৃদ্ধ করেছে। তবে ফরিদপুরে জন্ম নেওয়া এই শিল্পী সারাজীবন রয়ে গিয়েছেন সত্যজিৎ ও ঋত্বিকের ছায়াতলে। অনেক ক্ষেত্রে সময় এবং পরিবেশ সিদ্ধান্ত নেয় কোন কাজটা বেশি সমাদৃত হবে। মৃণাল ফেঁসেছিলেন সেই ফাঁদে। একই ভাবে ম্যাচের সবচেয়ে দূরহ গোলটা করেও দিয়াজ চাপা পড়ে গিয়েছেন রদ্রিগো এবং আলভারেজের কৃর্তীর কাছে।

রিয়াল এই ম্যাচে জয় না পেলে, পিছিয়ে থেকেই দ্বিতীয় লেগে নামতে হতো। কারণ অ্যাটলেতিকোর মাঠ মেত্রোপলিতানোয় নক আউট ম্যাচ মানেই স্বাগতিকরা এগিয়ে থাকা। তবে ১ গোলের সুবিধা নিয়ে আগামী বুধবার (১২ মার্চ, ২০২৫) দিবাগত রাতে শেষ ষোলোর ফিরতি লেগে অ্যাটলেতিকোর মুখোমুখি হবে রিয়াল।

ঢাকা/নাভিদ

সম্পর্কিত নিবন্ধ

  • এইচএসসি পাশেই রাবিতে প্রথম শ্রেণীর চাকরিতে নিয়োগ
  • সুন্দরের গান গেয়ে মাদ্রিদ ডার্বিতে এগিয়ে রিয়াল
  • হাজী দানেশ বিশ্ববিদ্যালয়ে ভর্তি, ১৭৯৫ আসনে আবেদন করুন দ্রুত
  • গুচ্ছে এবার ১৯ বিশ্ববিদ্যালয়, আবেদন শুরু, আছে দ্বিতীয়বারের সুযোগ, জেনে নিন বিস্তারিত
  • স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ে ৬৬ পদে পুনর্নিয়োগে বিজ্ঞপ্তি
  • বিসিএস থেকে গণিত বাদ দেওয়ার সর্বনাশা চিন্তা কেন
  • ফেব্রুয়ারিতে সহিংসতায় প্রাণ গেছে ১৩৪ জনের 
  • এইচএসসি–২০২৫ পরীক্ষার ফরম পূরণ শুরু, প্রাইভেট পরীক্ষার্থীদের প্রতি ১৪ নির্দেশনা
  • যমজ বোনের ডেন্টালে ভর্তির সুযোগে আনন্দ, প্রথমবারের মতো আলাদা হওয়ার কষ্ট