সকালে আদালতে গাড়িচাপায় সাইক্লিস্টকে হত্যার স্বীকারোক্তি, রাতে ফুটবল মাঠে
Published: 5th, March 2025 GMT
ইস্পাতদৃঢ় স্নায়ু একেই বলে!
বলা হচ্ছে লুকাস অ্যাকিনসের কথা। ৩৬ বছর বয়সী এ ফুটবলার খেলেন ইংলিশ ফুটবলের তৃতীয় স্তর লিগ ওয়ানের ক্লাব ম্যানসফিল্ড টাউনে। গতকাল মঙ্গলবার সকালে ইংল্যান্ডের এক আদালতে গাড়িচাপা দিয়ে এক সাইক্লিস্টকে মেরে ফেলার দায় স্বীকার করেন অ্যাকিনস। এরপর কাল রাতেই সেই অ্যাকিনস কি না খেলতে নেমে গেলেন মাঠে! আর সেই ম্যাচে তাঁর দল গোলশূন্য ড্র করেছে উইগান অ্যাথলেটিকের সঙ্গে।
ফুটবল মাঠে স্ট্রাইকার হিসেবে খেলা অ্যাকিনস দুর্ঘটনাটি ঘটিয়েছিলেন ২০২২ সালের মার্চে। তাঁর মার্সিডিজ জি৩৫০ গাড়িটি হাডার্সফিল্ডের কাছে এক গ্রামের রাস্তায় ধাক্কা দেয় একটি সাইক্লিস্টকে। সেই সাইকেল আরোহী অ্যাড্রিয়ান ড্যানিয়েল গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি হওয়ার ১০ দিন পর মারা যান।
ইংলিশ–গ্রেনাডিয়ান ফুটবলার লুকাস অ্যাকিনস.উৎস: Prothomalo
কীওয়ার্ড: ফ টবল
এছাড়াও পড়ুন:
ঢাকা উত্তর-দক্ষিণ সিটিতে মাঠ, পার্ক ও রাস্তা দখল করে মেলা
ঈদ ও বৈশাখী মেলার নামে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের দুটি মাঠ, একটি পার্ক ও একটি সড়কের এক পাশ দখল করে ব্যবসা করছেন বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত কিছু ব্যক্তি। মেলা আয়োজনের জন্য সিটি করপোরেশনের কোনো অনুমতি নেননি তাঁরা। দক্ষিণ সিটির মতোই ঢাকা উত্তর সিটিতেও একটি মাঠ দখল করে মেলা বসানো হয়েছে। এই মেলার আয়োজকেরাও বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত।
ঢাকা দক্ষিণ সিটির সম্পত্তি বিভাগের দুজন জ্যেষ্ঠ কর্মকর্তা জানান, পবিত্র ঈদুল ফিতরের আগে মেলা আয়োজনের জন্য বেশ কয়েকটি আবেদন এসেছিল। কিন্তু খেলার মাঠ ও পার্কে মেলা আয়োজনের অনুমতি না দেওয়ার নীতিগত সিদ্ধান্ত রয়েছে। বর্তমান পরিস্থিতিতে এ বিষয়গুলো দেখভালের জন্য পুলিশকে অনুরোধ করেছিলেন তাঁরা। কিন্তু এরপরও মেলা ঠেকানো যায়নি।
ঢাকা দক্ষিণ সিটির যে চারটি জায়গায় মেলা বসানো হয়েছে সেগুলো হলো—ধূপখোলা খেলার মাঠ, নারিন্দার বীর মুক্তিযোদ্ধা সাদেক হোসেন খোকা মাঠ, ইংলিশ রোডের মালিটোলা পার্ক এবং ধোলাইখালের প্রধান সড়কের এক পাশের একটি অংশে। অন্যদিকে ঢাকা উত্তর সিটির আওতাধীন মিরপুর ১১ নম্বর সেকশনের প্যারিস রোড খেলার মাঠেও মেলা বসানো হয়েছে।
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের পার্ক ও খেলার মাঠে যাতে মেলা না বসে সে জন্য ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) সহযোগিতা চাওয়া হয়েছিল বলে জানান সংস্থাটির প্রধান সম্পত্তি কর্মকর্তা কাইজার মোহাম্মদ ফারাবী। তিনি প্রথম আলোকে বলেন, খেলার মাঠ ও পার্কে মেলা বসানোর কোনো অনুমতি তাঁরা দেননি।
তাহলে কেন মেলা বন্ধে সিটি করপোরেশন ব্যবস্থা নিচ্ছে না—এমন প্রশ্নে মোহাম্মদ ফারাবী বলেন, অভিযান চালাতে হলে তাঁদের পুলিশের সহযোগিতা নিতে হয়। তাঁরা ডিএমপিকে অনুরোধ করেছিলেন। বর্তমান পরিস্থিতিতে একটি পক্ষ খেলার মাঠ ও পার্কে মেলা বসানোর সুযোগ নিচ্ছে।
ধূপখোলা খেলার মাঠে পাশাপাশি বসানো হয়েছে দোকান