প্রয়াত বাবাকে নিয়ে ফারিয়া-তিশার আবেগঘন পোস্ট
Published: 5th, March 2025 GMT
ছোটপর্দার অভিনেত্রী শবনম ফারিয়া ও তানজিন তিশা। অভিনয় দক্ষতা দিয়ে শোবিজ অঙ্গনে নিজে জায়গাটা পাকাপোক্ত করে নিয়েছেন দুজনই। এই দুই তারকারই বাবা বেঁচে নেই। তিশার বাবা মারা গেছেন দুই বছর আগে আর ফারিয়ার বাবা মারা গেছেন প্রায় আট বছর আগে। রোজার শুরুর দিকে বাবার স্মৃতিতে কাতর দুই অভিনেত্রী।
বুধবার সামাজিক যোগাযোগ মাধ্যমে তিশা তার বাবাকে নিয়ে একটি আবেগঘন পোস্ট দিয়েছেন। যেখানে এ অভিনেত্রী লিখেছেন ‘মৃত্যুর পর নাকি, মানুষ প্রিয় মানুষদের উপস্থিতি অনুভব করতে পারে, তুমি কি তোমার বাবুকে অনুভব করতে পারো আব্বু।’
অন্যদিকে দীর্ঘ এক পোস্টে শবনম ফারিয়া লিখেছেন, ‘আমার বাবা মারা যাওয়ার পর থেকে রোজার মাসে আমি সর্বোচ্চ চেষ্টা করি বাসায় ইফতার করতে। যখন নিয়মিত কাজ করতাম, তখনও চেষ্টা করতাম ইফতারটা মা’র সাথে করে আবার কাজে ফিরে যেতে! সেই উত্তরা থেকে শান্তিনগর এসে আবার ফিরে যাওয়া চারটি খানি কথা না! অথচ বাবা থাকতে ভাবতাম বন্ধু বান্ধবদের সাথে বাইরে ইফতার করি, ঈদের আগে টানা কাজ, ২/১ দিন ব্রেক পাই, তখন বাসা থেকে বের হতে চাইলে বাবা-মা রাগ করে! সেসময় খুব বিরক্ত হতাম, খুবই অভিমান হতো “আমার বাবা-মা এমন কেন”। কিন্তু এই যে সবাই বলে ইফতারের মূল আইটেম পরিবার, সেইটা বুঝতে পেরেছি বাবা চলে যাওয়ার পর, তাই সর্বোচ্চ চেষ্টা করি মার সাথে ইফতার করার।’
ফারিয়া আরও লিখেছেন, ‘বাবা চলে যাওয়ার পর গত সাত রোজায় আমাদের বাসায় কোনদিন কোন বিশেষ আয়োজন হয় না! যদি আমার দুই দুলাভাইকে মা ইফতারে দাওয়াত দেয়, তাহলে হয়তো ভাইয়াদের জন্য মা একটুখানি আয়োজন করে কিন্তু বাবা থাকতে ইফতারের যে আমেজ, সেইটা বললে এখন শুনতে মনে হবে গল্প! কারণ আমার ইফতারের মুল আইটেম মিসিং! আমার বাবা যেই চেয়ারে বসতো, অতিথি না আসলে সেই চেয়ারে এখনো কেউ বসে না, না চাইতেও চোখ চলে যায়!’
সবশেষে ফারিয়া লিখেছেন, ‘মাঝে মাঝে মনে হয়, বাবা এতক্ষণ ছিল, মাগরিবের নামাজ পরে আবার বসবে আমাদের দুজনের সাথে। এভাবেই আরেকটা রমজান কেটে যাবে। বাবা মাগরিব থেকে ফিরে আসবে এই ভাবনাটা বোধহয় কোনোদিন শেষ হবে না। রাব্বির হামহুমা, কামা রাব্বায়ানি সাগিরা।’
.উৎস: Samakal
কীওয়ার্ড: শবনম ফ র য় ইফত র
এছাড়াও পড়ুন:
‘বাসায় সিনেমা দেখব, থিয়েটার বাসায় নিয়ে এসো’, মা বুবলীকে শেহজাদ
ঈদুল ফিতরে মুক্তি পেয়েছে শাকিব খানের ‘বরবাদ’। সিঙ্গেল স্ক্রিন ও মাল্টিপ্লেক্স মিলিয়ে ছবিটি দেশের ১২৩ প্রেক্ষাগৃহে প্রদর্শিত হচ্ছে। অন্যদিকে ঈদ উৎসবে মুক্তি পেয়েছে শবনম বুবলী অভিনীত ‘জংলি’। সিঙ্গেল স্ক্রিন ও মাল্টিপ্লেক্সে মিলিয়ে ১১টি প্রেক্ষাগৃহে প্রদর্শিত হচ্ছে ছবিটি। শাকিব খান ও শবনম বুবলীর পুত্র শেহজাদ খান বীরের একাধিক স্থিরচিত্র ফেসবুকে পোস্ট করে তিনি লিখেছেন, তাঁদের ছেলে সিনেমা দেখবেন, তবে থিয়েটারে গিয়ে নয়, থিয়েটারটাই যেন বাসায় নিয়ে আসা হয়। শেহজাদ নাকি এমন কথা তাঁর মা শবনম বুবলীকে বলেছেন। ফেসবুকে তা প্রকাশ করেছেন।
সোফায় বসা শেহজাদ খানের কয়েকটি স্থিরচিত্র শবনম বুবলী ফেসবুকে পোস্ট করেছেন। একই সোফায় কয়েক দিন আগে শাকিব খানের সঙ্গে তাঁর বড় সন্তান আব্রাহাম খান জয়ের স্থিরচিত্রও দেখা গেছে। সেই স্থিরচিত্রগুলো ক্যামেরাবন্দী করেছিলেন অপু বিশ্বাস। জানা গেছে, শাকিব খানের গুলশানের বাসায় তোলা হয়েছে এসব স্থিরচিত্র। শাকিবের বাসায় তোলা কয়েকটি স্থিরচিত্র ফেসবুকে পোস্ট করে লিখেছেন, ‘শেহজাদ স্যারকে বললাম, স্যার, বাবা–মায়ের সিনেমা চলছে সিনেমা থিয়েটারে, সবাই দেখছে, আপনি দেখবেন না? উনি বললেন, “বাসায় বসে দেখব, থিয়েটার বাসায় নিয়ে এসো...।”’
শাকিবপুত্র শেহজাদ খান বীর