রমজানে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ক্লাস হবে অনলাইনে, চলবে পরীক্ষা ও নিয়মিত রুটের গাড়ি
Published: 5th, March 2025 GMT
পবিত্র রমজান মাসে শিক্ষার্থীদের ভোগান্তির লাঘবে অনলাইনে ক্লাস চালু করা ও নিয়মিত রুটের গাড়ি চলমান রাখার পরিকল্পনা গ্রহণ করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রশাসন। আজ বুধবার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. রেজাউল করিমের সভাপতিত্বে এ সিদ্ধান্ত হয়। সম্মেলনকক্ষে সভার এ সিদ্ধান্ত বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক শেখ মো.
সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, ‘বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সম্মেলনকক্ষে কোষাধ্যক্ষ, সব অনুষদের ডিন, ইনস্টিটিউটের পরিচালক, রেজিস্ট্রার, বিভাগীয় চেয়ারম্যান, প্রক্টর ও পরিচালক (ছাত্র কল্যাণ)-এর সমন্বয়ে অনুষ্ঠিত সভার সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে আগামী ৯ মার্চ থেকে ২০ মার্চ পর্যন্ত সব ইনস্টিটিউট ও বিভাগে ক্লাস রুটিন অনুযায়ী অনলাইনে ক্লাস অনুষ্ঠিত হবে।’
আরও পড়ুনবিনা মূল্যে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ, আছে দৈনিক ২০০ টাকা ভাতা০৩ মার্চ ২০২৫বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, ‘প্রত্যেক ইনস্টিটিউট ও বিভাগের পরীক্ষার রুটিন অনুযায়ী সশরীর সেমিস্টার ফাইনাল ও মিডটার্ম পরীক্ষা অনুষ্ঠিত হবে।’
অন্য একটি বিজ্ঞপ্তিতে বলা হয়, অনলাইন ক্লাস চলাকালীন সময়ে সেমিস্টার ফাইনাল পরীক্ষা ও মিডটার্ম পরীক্ষা অনুষ্ঠিত হবে। এ সময় শিক্ষার্থীদের নিয়মিত রুটে যাতায়াতের জন্য গাড়ির চাহিদা, আগামী ৬ মার্চ বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারের নিকট পরীক্ষার রুটিনসহ জমা দেওয়ার জন্য অনুরোধ জানানো হয়।
আরও পড়ুনবাংলাদেশিদের জন্য ভারতের আইসিসিআর দিচ্ছে ৫০০ বৃত্তি, জেনে নিন বিস্তারিত০৪ মার্চ ২০২৫বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. রেজাউল করিম প্রথম আলোকে বলেন, ‘শিক্ষার্থীদের বিষয়টি বিবেচনায় রেখে সভায় অনলাইন ক্লাসের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। পাশাপাশি শিক্ষার্থীদের নিয়মিত রুটের গাড়ি চলবে, তবে শিফট অনুযায়ী চক্রাকার বাসগুলো বন্ধ থাকবে।’
আরও পড়ুনজাতীয় বিশ্ববিদ্যালয়ে প্রফেশনাল মাস্টার্স, আবেদন শেষ ৬ মার্চ১ ঘণ্টা আগেউৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
মুন্সিগঞ্জে দু-এক মাসের মধ্যে মেডিকেল কলেজের কাজ শুরু হতে পারে: স্বরাষ্ট্র উপদেষ্টা
মুন্সিগঞ্জে একটি মেডিকেল কলেজ স্থাপনের চেষ্টা চলছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র ও কৃষি মন্ত্রণালয়ের উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেন, ‘আমরা সিদ্ধান্ত নিয়েছি তাড়াতাড়ি এখানে (মুন্সিগঞ্জ) একটি মেডিকেল কলেজ করা যায় কি না। দু-এক মাসের মধ্যে কীভাবে কাজ শুরু করা যায়, এ জন্য আমরা চেষ্টা করছি।’
আজ সোমবার বেলা আড়াইটার দিকে মুন্সিগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে আয়োজিত জেলার অবকাঠামোগত উন্নয়নসংক্রান্ত আলোচনা সভা শেষে এ কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা।
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘মুন্সিগঞ্জ ঢাকার সবচেয়ে কাছে। কিন্তু কিছু কিছু কাজ এখনো হয়নি। অবহেলিত একটি এলাকা ছিল এই জেলা। এখানে কীভাবে আমরা অল্প সময়ের মধ্যে কিছু কাজ করতে পারি, এ জন্য কয়েকজন উপদেষ্টা, সচিবসহ আমরা সবাই সমবেত হয়েছি।’
মেডিকেল কলেজ স্থাপনের ব্যাপারে জাহাঙ্গীর আলম বলেন, ইতিমধ্যে জায়গা নির্ধারণ করা হয়ে গেছে। তবে এ জেলায় বিশ্ববিদ্যালয়ের ব্যাপারে এখনো কোনো আলোচনা হয়নি। আগে মেডিকেল কলেজের কাজ শেষ করে এরপরে বিশ্ববিদ্যালয় করার চেষ্টা করা হবে।
মুন্সিগঞ্জের যোগাযোগব্যবস্থা উন্নয়নের ব্যাপারে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, শ্রীনগর থেকে মুন্সিগঞ্জ পর্যন্ত চার লেন সড়ক করার জন্য আলোচনা হয়েছে। এটি হয়তো খুব তাড়াতাড়ি করা সম্ভব।
আলোচনা সভায় মুন্সিগঞ্জ জেলা প্রশাসক ফাতেমা তুল জান্নাতের সভাপতিত্বে অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন শিল্প, গৃহায়ণ ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান ও সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী।
‘প্রত্নকথা’ বইয়ের মোড়ক উন্মোচনমুন্সিগঞ্জের প্রত্নতাত্ত্বিকসহ বিভিন্ন দর্শনীয় স্থান ও স্থাপনা ভ্রমণের সুবিধার জন্য ‘প্রত্নকথা’ নামের একটি বইয়ের মোড়ক উন্মোচন করা হয়েছে। আজ দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলনকক্ষে বইটির মোড়ক উন্মোচন করা হয়। ভ্রমণ বইটির সম্পাদনা ও প্রকাশ করেছে জেলা প্রশাসন।
বইটির মোড়ক উন্মোচন করেন অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র ও কৃষি মন্ত্রণালয়ের উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী, শিল্প, গৃহায়ণ ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান, সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী।
মুন্সিগঞ্জ জেলার প্রত্নতাত্ত্বিক স্থাপনাসহ বিভিন্ন দর্শনীয় স্থান ও স্থাপনা ভ্রমণের সুবিধার্থে ‘প্রত্নকথা’ বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে