ছোটপর্দার অভিনেত্রী শবনম ফারিয়া ও তানজিন তিশা। অভিনয় দক্ষতা দিয়ে শোবিজ অঙ্গনে নিজে জায়গাটা পাকাপোক্ত করে নিয়েছেন দুজনই। এই দুই তারকারই বাবা বেঁচে নেই। তিশার বাবা মারা গেছেন দুই বছর আগে আর ফারিয়ার বাবা মারা গেছেন প্রায় আট বছর আগে। রোজার শুরুর দিকে বাবার স্মৃতিতে কাতর দুই অভিনেত্রী।

বুধবার সামাজিক যোগাযোগ মাধ্যমে তিশা তার বাবাকে নিয়ে একটি আবেগঘন পোস্ট দিয়েছেন। যেখানে এ অভিনেত্রী লিখেছেন ‘মৃত্যুর পর নাকি, মানুষ প্রিয় মানুষদের উপস্থিতি অনুভব করতে পারে, তুমি কি তোমার বাবুকে অনুভব করতে পারো আব্বু।’

অন্যদিকে দীর্ঘ এক পোস্টে শবনম ফারিয়া লিখেছেন, ‘আমার বাবা মারা যাওয়ার পর থেকে রোজার মাসে আমি সর্বোচ্চ চেষ্টা করি বাসায় ইফতার করতে। যখন নিয়মিত কাজ করতাম, তখনও চেষ্টা করতাম ইফতারটা মা’র সাথে করে আবার কাজে ফিরে যেতে! সেই উত্তরা থেকে শান্তিনগর এসে আবার ফিরে যাওয়া চারটি খানি কথা না! অথচ বাবা থাকতে ভাবতাম বন্ধু বান্ধবদের সাথে বাইরে ইফতার করি, ঈদের আগে টানা কাজ, ২/১ দিন ব্রেক পাই, তখন বাসা থেকে বের হতে চাইলে বাবা-মা রাগ করে! সেসময় খুব বিরক্ত হতাম, খুবই অভিমান হতো “আমার বাবা-মা এমন কেন”। কিন্তু এই যে সবাই বলে ইফতারের মূল আইটেম পরিবার, সেইটা বুঝতে পেরেছি বাবা চলে যাওয়ার পর, তাই সর্বোচ্চ চেষ্টা করি মার সাথে ইফতার করার।’

ফারিয়া আরও লিখেছেন, ‘বাবা চলে যাওয়ার পর গত সাত রোজায় আমাদের বাসায় কোনদিন কোন বিশেষ আয়োজন হয় না! যদি আমার দুই দুলাভাইকে মা ইফতারে দাওয়াত দেয়, তাহলে হয়তো ভাইয়াদের জন্য মা একটুখানি আয়োজন করে কিন্তু বাবা থাকতে ইফতারের যে আমেজ, সেইটা বললে এখন শুনতে মনে হবে গল্প! কারণ আমার ইফতারের মুল আইটেম মিসিং! আমার বাবা যেই চেয়ারে বসতো, অতিথি না আসলে সেই চেয়ারে এখনো কেউ বসে না, না চাইতেও চোখ চলে যায়!’

সবশেষে ফারিয়া লিখেছেন, ‘মাঝে মাঝে মনে হয়, বাবা এতক্ষণ ছিল, মাগরিবের নামাজ পরে আবার বসবে আমাদের দুজনের সাথে। এভাবেই আরেকটা রমজান কেটে যাবে। বাবা মাগরিব থেকে ফিরে আসবে এই ভাবনাটা বোধহয় কোনোদিন শেষ হবে না। রাব্বির হামহুমা, কামা রাব্বায়ানি সাগিরা।’

.

উৎস: Samakal

কীওয়ার্ড: শবনম ফ র য় ইফত র

এছাড়াও পড়ুন:

একজন ধর্ষক কীভাবে জামিন পায়, প্রশ্ন ফারিয়ার

অভিনেত্রী শবনম ফারিয়া। সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি বেশ সক্রিয়। ব্যক্তিগত জীবন ও ক্যারিয়ারের পাশাপাশি সমসাময়িক নানা ইস্যুতে কথা বলতে দেখা যায় তাঁকে। এবার তিনি দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে কথা বললেন, প্রশ্ন ছুড়ে দিলেন এক ধর্ষকের জামিন পাওয়ার ঘটনায়।

মঙ্গলবার (৪ মার্চ) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি সংবাদমাধ্যমের ফটোকার্ড শেয়ার করেছেন শবনম ফারিয়া।

ক্যাপশনে তিনি লিখেছেন, ‘যেখানে ধর্ষকের শাস্তি আমরা মৃত‍্যুদণ্ড চাই, সেখানে তারা জামিন পেয়ে ঘুরে বেড়াবে? এখানে যা বলা হচ্ছে তা যদি সত‍্যি হয়, এর থেকে ন্যক্কারজনক কিছু হতে পারে না।’

যোগ করে তিনি বলেন, ‘যদি সত‍্যি জামিন হয়ে থাকে, তাকে যারা জামিন দিয়েছেন কিংবা এই প্রসেসের সঙ্গে জড়িত, তাদেরও শাস্তির আওতায় আনা জরুরি। দেশের আইনশৃঙ্খলার অবস্থা এমনিই খারাপ, তার মধ‍্যে যদি এমন সব ঘটনাও ঘটে, এর থেকে খারাপ দৃষ্টান্ত আর কিছু হতে পারে না।’

অভিনেত্রীর শেয়ার করা ওই পোস্টে যে সংবাদটির প্রসঙ্গ তুলে ধরা হয়, সেখানে দেখা যায় যে, ৮ বছর আগে সাজাপ্রাপ্ত এক আসামিকে জামিন দেয়া হয়েছে। ২০১৬ সালে প্রতিবেশীর মেয়ের সঙ্গে খেলতে গিয়ে ৫ বছর বয়সী এক শিশু নিখোঁজ হয়েছিল। পরদিন সেই শিশুকে আহত অবস্থায় উদ্ধার করেন পরিবারের সদস্যরা। অপরাধী ৫ বছরের ওই শিশুর মাথা, গলা, হাত ও প্রজনন অঙ্গ ধারালো অস্ত্র দিয়ে জখম করে। সিগারেটের ছেঁক দিয়ে শরীরের বিভিন্ন স্থানে ক্ষত করে। এ ঘটনার পর নারী ও শিশু নির্যাতন দমন আইনে অপরাধী সাইফুলের বিরুদ্ধে শিশুর বাবা মামলা করেন। অভিযোগের পর অপরাধীকে গ্রেপ্তার করে পুলিশ। এই মামলায় অপরাধ প্রমাণিত হওয়ায় তাকে যাবজ্জীবন কারাদণ্ড দেন আদালত।

কিন্তু ঘটনার ৮ বছর পর ১৯ ফেব্রুয়ারি দিনাজপুর জেলা কারাগার থেকে দীর্ঘদিন হাজতবাসের কারণ দেখিয়ে জামিনে মুক্তি পেয়েছে সাইফলু!

সম্পর্কিত নিবন্ধ

  • এর চেয়ে খারাপ দৃষ্টান্ত আর হতে পারে না: ফারিয়া
  • ধর্ষক জামিন পেয়ে ঘুরে বেড়ায় কীভাবে, প্রশ্ন ফারিয়ার
  • একজন ধর্ষক কীভাবে জামিন পায়, প্রশ্ন ফারিয়ার