নতুন সিনেমা নিয়ে পর্দায় আসছেন নুসরাত ফারিয়া
Published: 5th, March 2025 GMT
ঢাকাই চলচ্চিত্রের এ প্রজন্মের চিত্রনায়িকা নুসরাত ফারিয়া। এরই মধ্যে তার অভিনীত একাধিক সিনেমা বাংলাদেশ ও ভারতের প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে। এবার তার অভিনীত ‘জ্বীন ৩’ সিনেমা প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে।
গত বছরের ঈদে প্রেক্ষাগৃহে মুক্তি পায় বাস্তব গল্প নিয়ে নির্মিত সিনেমা ‘জ্বীন ২’। এ ফ্র্যাঞ্চাইজির তৃতীয় কিস্তি এখন মুক্তির অপেক্ষায়। জাজ মাল্টিমিডিয়ার ব্যানারে নির্মিত হয়েছে ‘জ্বিন ৩’। প্রযোজনা প্রতিষ্ঠানটি জানিয়েছে, আসন্ন রোজার ঈদেই সিনেমাটি মুক্তি দেওয়া হবে।
কামরুজ্জামান রোমানের পরিচালনায় সিনেমার কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন নুসরাত ফারিয়া ও আব্দুন নূর সজল। জাজের কর্ণধার আব্দুল আজিজ জানিয়েছেন, ‘জ্বীন ২’-এর মতো এই সিনেমাও বাস্তব গল্পের উপর ভিত্তি করে তৈরি করা হয়েছে। সুমন নামের একটি ছেলেকে নিয়ে গল্প এগিয়েছে।
আরো পড়ুন:
জনপ্রিয় প্লেব্যাক গায়িকার আত্মহত্যার চেষ্টা
নির্মাতার সঙ্গে ‘গোপন বিয়ে-সংসার’ নিয়ে মুখ খুললেন নায়িকা
মুক্তির বিষয়ে সিনেমাটির নির্মাতা কামরুজ্জামান রোমান জানান, ইতোমধ্যে সিনেমাটির শুটিং শেষ হয়েছে। এখন ডাবিংয়ের কাজ চলছে। এখন সার্টিফিকেট পেলেই সিনেমাটি ঈদে মুক্তি দিতে পারি।
অবাক করার বিষয়, সিনেমার নায়িকা নুসরাত ফারিয়ার দাদিও নাকি জ্বীন পালন করতেন! এমনটাই জানিয়েছেন প্রযোজক আব্দুল আজিজ। ঠিক তেমনই এক বাস্তব গল্প এই সিনেমায় ফুটিয়ে তোলা হয়েছে।
ঢাকা/রাহাত/শান্ত
.উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর চলচ চ ত র
এছাড়াও পড়ুন:
বোয়ালখালীতে অস্ত্র-গুলিসহ ৪ জন আটক
চট্টগ্রামের বোয়ালখালীতে বিশেষ অভিযান চালিয়ে ১৪ রাউন্ড এ্যামোনিশন (গুলি), দেশীয় ধারালো অস্ত্র ও নগদ টাকাসহ ৪ জনকে আটক করেছে সেনাবাহিনী।
শুক্রবার ভোর সাড়ে ৪টার দিকে গোপন তথ্যের ভিত্তিতে উপজেলার শ্রীপুর-খরণদ্বীপ ইউনিয়নে লেফটেন্যান্ট কর্নেল মো. সালাহ উদ্দিন আল মামুনের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।
বোয়ালখালী সেনা ক্যাম্প কমান্ডার মেজর রাসেল জানান, অভিযান চালিয়ে শ্রীপুর-খরণদ্বীপ এলাকায় মাদক ব্যবসা, চাঁদাবাজিসহ সন্ত্রাসী কার্যক্রমের অভিযোগে শহিদুল আলম (৩৮), মো. জানে আলম নান্নু (৪০), জুবায়েদ আকবর (২৬) ও মো. মোর্শেদকে (৪৭) আটক করা হয়।
তাদের কাছ থেকে ৪ রাউন্ড রাইফেল এ্যামোনিশন (গুলি), ১০ রাউন্ড শটগান এ্যামোনিশন (গুলি), ২১টি দেশীয় অস্ত্র, নগদ ১ লক্ষ ৭৬ হাজার ৪২৫ টাকা, ২৫টি মোবাইল সেট ও ৩টি পাসপোর্ট জব্দ করা হয়েছে।
জব্দ মালামালসহ আটকদের বোয়ালখালী থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম সরোয়ার বলেন, এ বিষয়ে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন।