দেশের নাম্বার ওয়ান অথেনটিক কসমেটিকস স্টোর, ‘হারল্যান স্টোর’ ঈদ-উল-ফিতর-২০২৫ উপলক্ষে দেশব্যাপী শুরু করেছে ‘হারল্যান ঈদের খুশি, নতুন স্কুটিতে হবে বেশি’ ক্যাম্পেইন। সারা দেশজুড়ে শুরু হওয়া ‘হারল্যান ঈদের খুশি, নতুন স্কুটিতে হবে বেশি’ ক্যাম্পেইন দিচ্ছে আকর্ষণীয় নতুন স্কুটি জেতার সুযোগ ও লাখ লাখ টাকার নিশ্চিত ক্যাশ ভাউচার। 

বছরের সেরা এই ক্যাম্পেইন এর মাধ্যমে ক্রেতারা সারা দেশজুড়ে দেড় শতাধিক হারল্যান স্টোর আউটলেট, হারল্যান স্টোর ফ্ল্যাগশিপ আউটলেট ও হারল্যান ডটকম ওয়েবসাইট থেকে নিওর, লিলি, সিওডিল, ব্লেইজ ও’ স্কিন, লিটল ওয়ান, স্কিন মিন্ট, ক্যাভোটিনসহ অথেনটিক কালার কসমেটিকস, স্কিন কেয়ার, বেবি কেয়ার, হোম কেয়ার ও পার্সোনাল কেয়ার পণ্যের রেঞ্জ থেকে ১০০০ টাকার অধিক পণ্য কিনলেই এই ক্যাম্পেইনে অংশগ্রহণের জন্য মনোনীত হবেন। 

সম্মানিত গ্রাহকের ফোন নাম্বার ও ইনভয়েস নাম্বার দিয়ে রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পন্ন করা হবে আর গ্রাহক পাবেন আকর্ষণীয় নতুন স্কুটি ও লাখ টাকার নিশ্চিত ক্যাশ ভাউচার জেতার সুযোগ। লাখ লাখ টাকার নিশ্চিত ক্যাশ ভাউচার ব্যবহার করে ভোক্তারা হারল্যান স্টোরের অথেনটিক পণ্যের সম্ভার থেকে কিনে নিতে পারবেন তাদের পছন্দের অথেনটিক পণ্যটি। ৩ মার্চ থেকে শুরু হওয়া এই ক্যাম্পেইনটি চলবে ৩১ মার্চ ২০২৫ পর্যন্ত।  

সোমবার, ৩ মার্চ, রাজধানীর যমুনা ফিউচার পার্কে সাউথ এশিয়ার সব থেকে আকর্ষণীয় বিউটি কসমেটিকস আউটলেট, হারল্যান স্টোরের ফ্ল্যাগশিপ আউটলেটে এক জমকালো আয়োজনের মধ্য দিয়ে ক্যাম্পেইনটির উদ্বোধন করেন রিমার্ক-হারল্যানের এক্সিকিউটিভ ডিরেক্টর ও জনপ্রিয় চিত্রনায়ক মামনুন হাসান ইমন। তারকা বেষ্টিত অনুষ্ঠানটিতে আরো উপস্থিত ছিলেন হারল্যান স্টোরের ব্র্যান্ড অ্যাম্বাসেডর ও চিত্রনায়িকা বিদ্যা সিনহা মিম এবং জনপ্রিয় চিত্রনায়িকা প্রার্থনা ফারদিন দিঘী। হারল্যান স্টোরের পক্ষে অনুষ্ঠানটিতে উপস্থিত ছিলেন হারল্যানের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মোহাম্মদ গিয়াস উদ্দীন বিশ্বাসসহ প্রতিষ্ঠানের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ। 

ক্যাম্পেইনটি সম্পর্কে রিমার্ক-হারল্যানের এক্সিকিউটিভ ডিরেক্টর ও চিত্রনায়ক মামনুন হাসান ইমন বলেন, “আজকে আমি খুবই আনন্দিত আপনাদের সামনে হারল্যান স্টোরের মেগা ক্যাম্পেইনটি নিয়ে আসতে পেরে। ঈদের উৎসবকে আরো আনন্দময় করে তুলতে হারল্যান প্রতি বছরই ক্রেতাসাধারনের জন্য স্পেশাল কিছু নিয়ে আসে। এই ঈদেও হারল্যান নিয়ে এসেছে ‘ঈদের খুশি, নতুন স্কুটিতে হবে বেশি’ ক্যাম্পেইন যার মাধ্যমে ক্রেতারা পাবেন নতুন স্কুটি জেতার সুযোগ ও লাখ লাখ টাকার নিশ্চিত ক্যাশ ভাউচার।’’

হারল্যানের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মোহাম্মদ গিয়াস উদ্দীন বিশ্বাস বলেন, “অথেনটিক কসমেটিকস সহজলভ্য করার সাথে সাথে ক্রেতাদের একটি আনন্দদায়ক শপিংয়ের অভিজ্ঞতা এনে দেয়াই হারল্যান স্টোরের লক্ষ। বরাবরের মত এবছরও হারল্যান নিয়ে এসেছে ঈদ উপলক্ষে মেগা ক্যাম্পেইন, ‘হারল্যান ঈদের খুশি, নতুন স্কুটিতে হবে বেশি’। ঈদের খুশিকে বহুগুণে বাড়িয়ে দিতে ক্রেতাদের জন্য থাকছে আকর্ষণীয় নতুন স্কুটিসহ লাখ লাখ টাকার ক্যাশ ভাউচার পাওয়ার সুযোগ।”

গ্রাহকদের জন্য হারল্যান স্টোরের স্কুটি অফার সবার মাঝে ব্যাপক সাড়া ফেলবে বলে ধারণা করা হচ্ছে। অথেনটিক পণ্যের পাশাপাশি একটি আকর্ষণীয় নতুন স্কুটি জেতার সুযোগ ক্রেতারা লুফে নেবেন, তা বলাই বাহুল্য। তাই এই ঈদে ভোক্তাদের আকর্ষণের কেন্দ্রবিন্দুতে থাকবে ‘হারল্যান ঈদের খুশি, নতুন স্কুটিতে হবে বেশি’ ক্যাম্পেইন এমনটাই মনে করছেন সবাই।

রিমার্ক এলএলসি ইউএসএ’র অ্যাফিলিয়েটেড প্রতিষ্ঠান রিমার্ক এইচবি প্রতিষ্ঠিত করেছে দেশের সবচেয়ে বড় রিটেইল চেইন শপ ‘হারল্যান স্টোর’ যেখানে পাওয়া যাচ্ছে শতভাগ অথেনটিক কালার কসমেটিকস, স্কিন কেয়ার, হোম কেয়ার ও পার্সোনাল কেয়ার পণ্য। রিমার্ক-হারল্যানের সাথে অন্তর্ভুক্ত হয়েছেন মেগাস্টার শাকিব খান, জনপ্রিয় সংগীতশিল্পী ও অভিনেতা তাহসান, জনপ্রিয় চিত্রনায়িকা পরীমনি, বিদ্যা সিনহা মিম, নুসরাত ফারিয়া, তানজিন তিশা, নাজিফা তুষি, সাবিলা নূর, কেয়া পায়েল, প্রার্থনা ফারদিন দিঘী, পূজা চেরি, ও চিত্রনায়ক মামনুন হাসান ইমন ও সিয়াম আহমেদের মত জনপ্রিয় ও দর্শকনন্দিত মিডিয়া ব্যক্তিত্ব। দেশের সবচেয়ে বড় অথেনটিক কসমেটিকস স্টোর, হারল্যান স্টোরের সবগুলো পণ্য পাওয়া যাচ্ছে সারা দেশজুড়ে দেড় শতাধিক হারল্যান স্টোর আউটলেট, হারল্যান স্টোর ফ্ল্যাগশিপ আউটলেট ও হারল্যান ডটকম ওয়েবসাইটে।  

ঢাকা/এনএইচ

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর ক য ম প ইনট ক য ম প ইন জনপ র য় আউটল ট র জন য

এছাড়াও পড়ুন:

পাওয়ার গ্রিড বাংলাদেশে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ, পদ সংখ্যা ৯৯

পাওয়ার গ্রিড বাংলাদেশ পিএলসি সম্প্রতি জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। ৮ পদে মোট ৯৯ জনকে নিয়োগে এ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। বিজ্ঞপ্তি অনুসারে পদগুলোর যোগ্যতা পূরণ সাপেক্ষে যোগ দিতে পারবেন যে কেউ। 

দেশব্যাপী বিদ্যুতের জাতীয় গ্রিড পরিচালন, সংরক্ষণ ও উন্নয়নকাজে নিয়োজিত পাওয়ার গ্রিড বাংলাদেশ পিএলসি। পাওয়ার গ্রিড ৯৯ পদের বিপরীতে বাংলাদেশের স্থায়ী নাগরিকদের কাছ থেকে অনলাইনে আবেদন আহ্বান করেছে। 

যারা সম্প্রতি শিক্ষাগত যোগ্যতার পরীক্ষায় অংশগ্রহণ করেছেন কিন্তু সার্টিফিকেট পাননি/অ্যাপিয়ার্ড (ফলাফল প্রত্যাশী) এরূপ প্রার্থীদের সংশ্লিষ্ট পদে আবেদন করার প্রয়োজন নেই। 

বিদেশের ইনস্টিটিউট হতে ডিগ্রিধারী প্রার্থীদের ক্ষেত্রে বাংলাদেশের ইউজিসি/সরকারের সংশ্লিষ্ট দপ্তর/সংস্থা হতে সমতুল্য ডিগ্রির প্রত্যয়নপত্র প্রয়োজন হবে।

পদের নাম ও বর্ণনা—

১. জুনিয়র সহকারী ব্যবস্থাপক (হিসাব/অর্থ/অডিট)
পদসংখ্যা: ২
বেতন গ্রেড: ৮
বেতন স্কেল: ৩৫,০০০/- এবং চাকরিবিধিমতে প্রযোজ্য অন্যান্য ভাতা/সুবিধাদি।

২. জুনিয়র হিসাব সহকারী
পদসংখ্যা: ২
বেতন গ্রেড: ১১,
বেতন স্কেল: ২৩,০০০/- এবং চাকরিবিধিমতে প্রযোজ্য
অন্যান্য ভাতা/সুবিধাদি।

৩. জুনিয়র ব্যক্তিগত সচিব
পদসংখ্যা: ৬
বেতন গ্রেড: ১১
বেতন স্কেল: ২৩,০০০/- এবং চাকরিবিধিমতে প্রযোজ্য অন্যান্য ভাতা/সুবিধাদি।

৪. জুনিয়র প্রশাসনিক সহকারী/জুনিয়র প্রশাসনিক সহকারী কাম ভান্ডার সহকারী
পদসংখ্যা: ৪টি
বেতন গ্রেড: ১১
বেতন স্কেল: ২৩,০০০/- এবং চাকরিবিধিমতে প্রযোজ্য অন্যান্য ভাতা/সুবিধাদি।

৫. জুনিয়র নিরাপত্তা পরিদর্শক
পদসংখ্যা: ৪টি
বেতন গ্রেড: ১১
বেতন স্কেল: ২৩,০০০/- এবং চাকরিবিধিমতে প্রযোজ্য অন্যান্য ভাতা/সুবিধাদি।

৬. কেয়ারটেকার
পদসংখ্যা: ১টি
বেতন গ্রেড: ১৪
বেতন স্কেল: ১৫,৫০০/- এবং চাকরিবিধিমতে প্রযোজ্য অন্যান্য ভাতা/সুবিধাদি।

৭. স্টেশন অ্যাটেনডেন্ট
পদসংখ্যা: ৩০টি
বেতন গ্রেড: ১৫
বেতন স্কেল: ১৪,৫০০/- এবং চাকরিবিধিমতে প্রযোজ্য অন্যান্য ভাতা/সুবিধাদি।

৮. নিরাপত্তা প্রহরী
পদসংখ্যা: ৫০টি
বেতন গ্রেড: ১৫
বেতন স্কেল: ১৪,৫০০/- এবং চাকরিবিধিমতে প্রযোজ্য অন্যান্য ভাতা/সুবিধাদি।

আবেদনকারীদের প্রতি নির্দেশাবলি/শর্তাবলি:
* আগ্রহী প্রার্থীদের অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। আবেদন ফরমে নির্ধারিত স্থানে ছবি (300 x 300 pixel) ও স্বাক্ষর (300 x 80 pixel) স্ক্যান করে তা সংযোজন করতে হবে। টেলিটক বাংলাদেশ লিমিটেডের ওয়েবসাইট অথবা পাওয়ার গ্রিডের সাইট এ উল্লিখিত নির্ধারিত লিংকের মাধ্যমে ২৭/০৪/২০২৫ হতে ২২/০৫/২০২৫ তারিখের (রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত) মধ্যে প্রকাশিত ‘আবেদনপত্র পূরণ করার নিয়মাবলি’ অনুসরণ করে আবেদন করা যাবে।

আবেদন ফি:
১ নম্বর পদের জন্য টেলিটকের সার্ভিস চার্জসহ অফেরতযোগ্য ২২৩/- (দুই শত তেইশ) টাকা, ২ থেকে ৫ নম্বর পদের জন্য টেলিটকের সার্ভিস চার্জসহ অফেরতযোগ্য ১৬৮/- (এক শত আটষট্টি) টাকা এবং ৬ থেকে ৮ নম্বর পদের জন্য টেলিটকের সার্ভিস চার্জসহ অফেরতযোগ্য ৫৬/- (ছাপ্পান্ন) টাকা। আবেদনের ফি (অনগ্রসর নাগরিক): ১ থেকে ৮ নম্বর পদের জন্য টেলিটকের সার্ভিস চার্জসহ অফেরতযোগ্য ৫৬/- (ছাপ্পান্ন) টাকা। আবেদনের ক্ষেত্রে উল্লিখিত ফি টেলিটক বাংলাদেশ লি. এর যেকোনো মোবাইল সংযোগ হতে এসএমএসের মাধ্যমে অথবা ওয়েবসাইটে বর্ণিত নির্দেশনা অনুযায়ী প্রেরণ করতে হবে।

আবেদনের বয়স:
২২/০৪/২০২৫ তারিখে যাদের বয়স সর্বনিম্ন ১৮ বছর এবং সর্বোচ্চ ৩২ বছরের মধ্যে, তারা এই ৮ পদে আবেদন করতে পারবেন।

সম্পর্কিত নিবন্ধ

  • মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস চার্জ কমছে, ১ জুলাই থেকে কার্যকর
  • পাওয়ার গ্রিড বাংলাদেশে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ, পদ সংখ্যা ৯৯
  • সোনারগাঁয়ে কারুপণ্যের বৈশাখী মেলা
  • নারী আন্দোলনকে সামাজিক শক্তি হিসেবে গড়ে তুলতে হবে
  • সংবিধান অর্থবহ করতে বিচার আরও সহজলভ্য হতে হবে: প্রধান বিচারপতি
  • সংবিধান অর্থবহ করতে বিচার আরও সহজলভ্য করতে হবে: প্রধান বিচারপতি
  • স্মরণসভায় বক্তারা: মানুষের প্রতি গভীর মমত্ববোধ ছিল পঙ্কজ ভট্টাচার্যের
  • জব্বারের বলীখেলার মেলা: রাস্তা থেকে দোকান তুলে দিল পুলিশ, বসবে শুধু মাঠে
  • চলতি অর্থবছরে চরম দারিদ্র্য বাড়তে পারে: বিশ্ব ব্যাংক
  • মিরপুর প্রিন্স বাজারের ঈদ র‌্যাফেল ড্রতে বিজয়ী ৩৫ জন