দেশের নাম্বার ওয়ান অথেনটিক কসমেটিকস স্টোর, ‘হারল্যান স্টোর’ ঈদ-উল-ফিতর-২০২৫ উপলক্ষে দেশব্যাপী শুরু করেছে ‘হারল্যান ঈদের খুশি, নতুন স্কুটিতে হবে বেশি’ ক্যাম্পেইন। সারা দেশজুড়ে শুরু হওয়া ‘হারল্যান ঈদের খুশি, নতুন স্কুটিতে হবে বেশি’ ক্যাম্পেইন দিচ্ছে আকর্ষণীয় নতুন স্কুটি জেতার সুযোগ ও লাখ লাখ টাকার নিশ্চিত ক্যাশ ভাউচার। 

বছরের সেরা এই ক্যাম্পেইন এর মাধ্যমে ক্রেতারা সারা দেশজুড়ে দেড় শতাধিক হারল্যান স্টোর আউটলেট, হারল্যান স্টোর ফ্ল্যাগশিপ আউটলেট ও হারল্যান ডটকম ওয়েবসাইট থেকে নিওর, লিলি, সিওডিল, ব্লেইজ ও’ স্কিন, লিটল ওয়ান, স্কিন মিন্ট, ক্যাভোটিনসহ অথেনটিক কালার কসমেটিকস, স্কিন কেয়ার, বেবি কেয়ার, হোম কেয়ার ও পার্সোনাল কেয়ার পণ্যের রেঞ্জ থেকে ১০০০ টাকার অধিক পণ্য কিনলেই এই ক্যাম্পেইনে অংশগ্রহণের জন্য মনোনীত হবেন। 

সম্মানিত গ্রাহকের ফোন নাম্বার ও ইনভয়েস নাম্বার দিয়ে রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পন্ন করা হবে আর গ্রাহক পাবেন আকর্ষণীয় নতুন স্কুটি ও লাখ টাকার নিশ্চিত ক্যাশ ভাউচার জেতার সুযোগ। লাখ লাখ টাকার নিশ্চিত ক্যাশ ভাউচার ব্যবহার করে ভোক্তারা হারল্যান স্টোরের অথেনটিক পণ্যের সম্ভার থেকে কিনে নিতে পারবেন তাদের পছন্দের অথেনটিক পণ্যটি। ৩ মার্চ থেকে শুরু হওয়া এই ক্যাম্পেইনটি চলবে ৩১ মার্চ ২০২৫ পর্যন্ত।  

সোমবার, ৩ মার্চ, রাজধানীর যমুনা ফিউচার পার্কে সাউথ এশিয়ার সব থেকে আকর্ষণীয় বিউটি কসমেটিকস আউটলেট, হারল্যান স্টোরের ফ্ল্যাগশিপ আউটলেটে এক জমকালো আয়োজনের মধ্য দিয়ে ক্যাম্পেইনটির উদ্বোধন করেন রিমার্ক-হারল্যানের এক্সিকিউটিভ ডিরেক্টর ও জনপ্রিয় চিত্রনায়ক মামনুন হাসান ইমন। তারকা বেষ্টিত অনুষ্ঠানটিতে আরো উপস্থিত ছিলেন হারল্যান স্টোরের ব্র্যান্ড অ্যাম্বাসেডর ও চিত্রনায়িকা বিদ্যা সিনহা মিম এবং জনপ্রিয় চিত্রনায়িকা প্রার্থনা ফারদিন দিঘী। হারল্যান স্টোরের পক্ষে অনুষ্ঠানটিতে উপস্থিত ছিলেন হারল্যানের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মোহাম্মদ গিয়াস উদ্দীন বিশ্বাসসহ প্রতিষ্ঠানের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ। 

ক্যাম্পেইনটি সম্পর্কে রিমার্ক-হারল্যানের এক্সিকিউটিভ ডিরেক্টর ও চিত্রনায়ক মামনুন হাসান ইমন বলেন, “আজকে আমি খুবই আনন্দিত আপনাদের সামনে হারল্যান স্টোরের মেগা ক্যাম্পেইনটি নিয়ে আসতে পেরে। ঈদের উৎসবকে আরো আনন্দময় করে তুলতে হারল্যান প্রতি বছরই ক্রেতাসাধারনের জন্য স্পেশাল কিছু নিয়ে আসে। এই ঈদেও হারল্যান নিয়ে এসেছে ‘ঈদের খুশি, নতুন স্কুটিতে হবে বেশি’ ক্যাম্পেইন যার মাধ্যমে ক্রেতারা পাবেন নতুন স্কুটি জেতার সুযোগ ও লাখ লাখ টাকার নিশ্চিত ক্যাশ ভাউচার।’’

হারল্যানের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মোহাম্মদ গিয়াস উদ্দীন বিশ্বাস বলেন, “অথেনটিক কসমেটিকস সহজলভ্য করার সাথে সাথে ক্রেতাদের একটি আনন্দদায়ক শপিংয়ের অভিজ্ঞতা এনে দেয়াই হারল্যান স্টোরের লক্ষ। বরাবরের মত এবছরও হারল্যান নিয়ে এসেছে ঈদ উপলক্ষে মেগা ক্যাম্পেইন, ‘হারল্যান ঈদের খুশি, নতুন স্কুটিতে হবে বেশি’। ঈদের খুশিকে বহুগুণে বাড়িয়ে দিতে ক্রেতাদের জন্য থাকছে আকর্ষণীয় নতুন স্কুটিসহ লাখ লাখ টাকার ক্যাশ ভাউচার পাওয়ার সুযোগ।”

গ্রাহকদের জন্য হারল্যান স্টোরের স্কুটি অফার সবার মাঝে ব্যাপক সাড়া ফেলবে বলে ধারণা করা হচ্ছে। অথেনটিক পণ্যের পাশাপাশি একটি আকর্ষণীয় নতুন স্কুটি জেতার সুযোগ ক্রেতারা লুফে নেবেন, তা বলাই বাহুল্য। তাই এই ঈদে ভোক্তাদের আকর্ষণের কেন্দ্রবিন্দুতে থাকবে ‘হারল্যান ঈদের খুশি, নতুন স্কুটিতে হবে বেশি’ ক্যাম্পেইন এমনটাই মনে করছেন সবাই।

রিমার্ক এলএলসি ইউএসএ’র অ্যাফিলিয়েটেড প্রতিষ্ঠান রিমার্ক এইচবি প্রতিষ্ঠিত করেছে দেশের সবচেয়ে বড় রিটেইল চেইন শপ ‘হারল্যান স্টোর’ যেখানে পাওয়া যাচ্ছে শতভাগ অথেনটিক কালার কসমেটিকস, স্কিন কেয়ার, হোম কেয়ার ও পার্সোনাল কেয়ার পণ্য। রিমার্ক-হারল্যানের সাথে অন্তর্ভুক্ত হয়েছেন মেগাস্টার শাকিব খান, জনপ্রিয় সংগীতশিল্পী ও অভিনেতা তাহসান, জনপ্রিয় চিত্রনায়িকা পরীমনি, বিদ্যা সিনহা মিম, নুসরাত ফারিয়া, তানজিন তিশা, নাজিফা তুষি, সাবিলা নূর, কেয়া পায়েল, প্রার্থনা ফারদিন দিঘী, পূজা চেরি, ও চিত্রনায়ক মামনুন হাসান ইমন ও সিয়াম আহমেদের মত জনপ্রিয় ও দর্শকনন্দিত মিডিয়া ব্যক্তিত্ব। দেশের সবচেয়ে বড় অথেনটিক কসমেটিকস স্টোর, হারল্যান স্টোরের সবগুলো পণ্য পাওয়া যাচ্ছে সারা দেশজুড়ে দেড় শতাধিক হারল্যান স্টোর আউটলেট, হারল্যান স্টোর ফ্ল্যাগশিপ আউটলেট ও হারল্যান ডটকম ওয়েবসাইটে।  

ঢাকা/এনএইচ

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর ক য ম প ইনট ক য ম প ইন জনপ র য় আউটল ট র জন য

এছাড়াও পড়ুন:

সনাতন ধর্মাবলম্বীদের ধর্মীয় উৎসব উপলক্ষ্যে দেশব্যাপী সেনাবাহিনীর নিরাপত্তা

বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে সনাতন ধর্মাবলম্বীদের মহা অষ্টমী, বাসন্তী পূজা ও পুণ্যস্নান উপলক্ষে অনুষ্ঠিত ধর্মীয় অনুষ্ঠানসমূহ লাখো পুণ্যার্থীর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে অত্যন্ত শান্তিপূর্ণভাবে পালিত হচ্ছে। দেশের বিভিন্ন অঞ্চলে পূজামণ্ডপ, স্নানঘাট ও গুরুত্বপূর্ণ ধর্মীয় স্থানে নিরাপত্তা নিশ্চিত করতে সেনা সদস্যরা সক্রিয়ভাবে দায়িত্ব পালন করছেন। গতকাল শনিবার আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে। 

আইএসপিআর জানায়, নারায়ণগঞ্জের লাঙ্গলবন্দে ব্রহ্মপুত্র নদের তীরে স্নানের লগ্ন শুরু হওয়ার সঙ্গে সঙ্গে উৎসবে মেতে ওঠে দেশ-বিদেশ থেকে আগত লাখো পুণ্যার্থী। হিন্দু সম্প্রদায়ের এই মহা অষ্টমী পুণ্যস্নান উৎসব আজ মধ্যরাত থেকে শুরু হয়ে দুই দিনব্যাপী চলবে। আজ রবিবার লাঙ্গলবন্দের ১৯টি ঘাটে লাখো পুণ্যার্থী এই পূণ্যস্নানে অংশ নিবেন। ভারত, শ্রীলংকা, নেপালসহ বিভিন্ন দেশের হাজারো পুণ্যার্থী এই পূণ্যস্নানে অংশ নিবেন বলে জানা যায়। এছাড়াও, কুড়িগ্রাম জেলার চিলমারী উপজেলার ব্রহ্মপুত্র নদে অনুষ্ঠিত পবিত্র অষ্টমী স্নানে দেশের বিভিন্ন স্থান থেকে আগত কয়েক লক্ষ পুণ্যার্থী অংশগ্রহণ করেন। এ সকল ধর্মীয় উৎসবকে কেন্দ্র করে সেনাবাহিনী বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে সার্বক্ষণিক সশস্ত্র টহল ও পর্যবেক্ষণ কার্যক্রম পরিচালনা করছে। পাশাপাশি, ট্রাফিক কন্ট্রোল পোস্ট ও চেকপোস্টের মাধ্যমে যাতায়াত ব্যবস্থাপনায় সেনাবাহিনী সার্বক্ষণিকভাবে সহায়তা করছে।

সূত্র জানায়, দেশের বিভিন্ন পূজা মণ্ডপে সনাতন ধর্মাবলম্বীদের মহা অষ্টমী ও বাসন্তী পূজা অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে চট্টগ্রাম মহানগর, কক্সবাজারের রামু, টাঙ্গাইল জেলার নাগরপুর, গারাইল এবং ভুঞাপুর উপজেলায় ধলেশ্বরী নদীর তীরে, বরিশাল জেলার গৌরনদী উপজেলার শ্রী শ্রী বার্থী মন্দিরে ‘বার্ষিক মৈত্রী মহিমান্বিত পূজা’  ঝালকাঠি জেলার নলছিটি উপজেলার কোনাবাড়ি ঠাকুরবাড়ি মন্দিরে শ্যামা পূজা, কুমিল্লা ও চাঁদপুরের বিভিন্ন মণ্ডপে এবং রায়ের বাজার দুর্গা মন্দিরে পূজা উপলক্ষে বিপুলসংখ্যক পুণ্যার্থীর সমাগম ঘটে। সেনাবাহিনী প্রতিটি পূজা মণ্ডপ এলাকায় টহল ও নজরদারি জোরদার করে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখে।

সম্পর্কিত নিবন্ধ

  • সনাতন ধর্মাবলম্বীদের ধর্মীয় উৎসব উপলক্ষ্যে দেশব্যাপী সেনাবাহিনীর নিরাপত্তা
  • ছুটি শেষে বেনাপোল স্থলবন্দরে আমদানি-রপ্তানি শুরু
  • টানা ৯ দিনের ছুটি শেষে কাল খুলছে অফিস
  • ঈদের ছুটি শেষে বেনাপোল বন্দরে আমদানি-রপ্তা‌নি শুরু
  • আমরা সবাই খানিকটা লোভী: জয়া
  • ঈদ উপলক্ষে গোপালগঞ্জে অনুষ্ঠিত হলো ঐতিহ্যবাহী ঘোড়দৌড় প্রতিযোগিতা
  • আনন্দের উৎসব কেন বেদনার উপলক্ষ?
  • ফ্যান্টাসি কিংডমে নতুন ৩ রাইড, বিনোদনে বাড়তি সংযোজন
  • শেরপুরের ‘গজনী অবকাশ কেন্দ্রে’ পর্যটকের ভিড় বেড়েছে
  • সম্প্রীতির উৎসবে সংঘাত কেন?