ইফতারে ৫ মিনিটে তৈরি করুন মনজুড়ানো পানীয় ‘মোহিতো মকটেইল’
Published: 5th, March 2025 GMT
রোদে তাতানো একটি দিনের শেষে ইফতারে চাই ঠান্ডা ঠান্ডা পানীয়। কিন্তু তা তৈরি করতে খুব বেশি সময় লাগা যাবে না। আবার একঘেয়ে লেবুর শরবত প্রতিদিন ভালোও লাগে না। উপায় কী? দেখে নিন এই মকটেইল রেসিপিটি। একমুঠো উপকরণ আর মাত্র ৫ মিনিটে তৈরি হয়ে যাবে ইফতারের এই অনুষঙ্গ।
উপকরণ (এক গ্লাস পানীয়র জন্য):
- ১০টি টাটকা পুদিনা পাতা
- ২ টেবিল চামচ টাটকা লেবুর রস
- ১ টেবিল চামচ চিনি ১ টেবিল চামচ পানিতে মেশানো
- আধা কাপ স্প্রাইট বা এ ধরণের সাদা কোমল পানীয়
- বেশ অনেকখানি বরফ
- সাজানোর জন্য একফালি লেবু এবং পুদিনা পাতা
প্রণালী:
১) একটি গ্লাসে একসাথে মিশিয়ে নিন পুদিনা পাতা, লেবুর রস, এবং চিনি-পানির মিশ্রন
২) শক্ত একটি চামচের হাতল দিয়ে ভালো করে চেপে চেপে পুদিনা পাতার সাথে তরলটি মিশিয়ে নিন।
৩) এবার ওপরে স্প্রাইট জাতীয় পানীয়টি দিয়ে দিন। সবার শেষে বরফ দিন। লেবুর ফালি এবং পুদিনা পাতা দিয়ে সাজিয়ে নিন।
তৈরির পর দ্রুতই পানীয়টি সার্ভ করুন। ভাজাভুজি এবং ঝাল খাবারের সাথে এই মকটেইল বেশ উপাদেয়।
.উৎস: Samakal
এছাড়াও পড়ুন:
৩টি উপকরণে তৈরি করুন এই ঝটপট জুস
ছবি: সুমন ইউসুফ