যাত্রাবাড়ী থানার পৃথক দুই মামলায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সাধারণ সম্পাদক (ঢাবি শাখা) তানভীর হাসান সৈকতকে গ্রেপ্তার দেখানোর আবেদন করা হয়। বুধবার (৫ মার্চ) তাকে আদালতে হাজির করা হয়। এ সময় সৈকত তার আইনজীবীকে জানান, কারাগারে মশার কামড়ে ঠিকমতো ঘুম হচ্ছে না।

বুধবার (৫ মার্চ) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো.

মনিরুল ইসলামের আদালত সৈকতকে গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেন। 

তখন সৈকত তার আইনজীবী তরিকুল ইসলামের সঙ্গে কথা বলেন। এ সময় সৈকত বলেন, ‘‘কারাগারে অনেক লোক গাদাগাদি করে থাকতে হচ্ছে। মশার কামড়ে ঠিকমতো ঘুম হয় না। ঠিকমতো খাওয়া-দাওয়াও হচ্ছে না। যেদিন কারাগার থেকে আদালতে আনা হয়, সেদিন ফজরের আগেই ঘুম ভাঙানো হয়। এরপর ভোরে আদালতের উদ্দেশ্যে আনা হয়। খুব কষ্টে আছি আমি।’’

সৈকতের আইনজীবী তরিকুল ইসলাম বলেন, ‘‘একের পর এক হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হচ্ছে সৈকতকে। এগুলো ষড়যন্ত্রমূলক ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত মামলা।’’

গত ১৪ আগস্ট রাতে রাজধানীর নিকুঞ্জ এলাকা থেকে তানভীর হাসান সৈকতকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে বিভিন্ন হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে কয়েক দফা রিমান্ডে নেওয়া হয়। 

ঢাকা/মামুন/এনএইচ

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর আইনজ ব

এছাড়াও পড়ুন:

 জেলা আইনজীবী ফোরামের নতুন কমিটিকে মহানগর বিএনপির শুভেচ্ছা

বিএনপি পন্থী আইনজীবীদের সংগঠন জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম নারায়ণগঞ্জ জেলা শাখার নব ঘোষিত আহবায়ক কমিটিকে শুভেচ্ছা জানিয়েছে নারায়ণগঞ্জ মহানগর বিএনপি।

সংগঠনের আহ্বায়ক এডভোকেট সাখাওয়াত হোসেন খান এবং সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু এক বিবৃতিতে এই শুভেচ্ছা জানান। সেই সাথে কমিটির সবাইকে ঈদুল ফিতরের শুভেচ্ছা ও অভিনন্দন জানান তারা।

বিবৃতিতে তারা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম কেন্দ্রীয় কমিটির সভাপতি অ্যাডভোকেট জয়নাল আবেদীন ও মহাসচিব ব্যারিস্টার কায়সার কামালের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

উল্লেখ, গত বৃহস্পতিবার (২৭ মার্চ) অ্যাডভোকেট জাকির হোসেনকে আহবায়ক এবং এডভোকেট কাজী আব্দুল গাফফারকে সদস্য সচিব করে নারায়ণগঞ্জ জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের ৮ সদস্যের এই আহ্বায়ক কমিটির অনুমোদন দেন জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম কেন্দ্রীয় কমিটির সভাপতি অ্যাডভোকেট জয়নাল আবেদীন এবং মহাসচিব ব্যারিস্টার কায়সার কামাল। 

কমিটির বাকিরা হলেন সিনিয়র যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট বেনজির আহমেদ, যুগ্ম আহবায়ক অ্যাডভোকেট জহিরুল হক, এডভোকেট মেহেবুব আরেফিন শিমু, এডভোকেট কায়সার আলম চৌধুরী টুটুল, অ্যাডভোকেট আসমা হেলেন বিথি ও এডভোকেট শামসুন্নুর বাঁধন।

৮ সদস্যের এই আহবায়ক কমিটিকে সম্মেলনের মাধ্যমে তিন মাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশনা দেয়া হয়েছে এবং এই কমিটি সর্বোচ্চ ৩১ সদস্যের মধ্যে সীমাবদ্ধ রাখারও নির্দেশনা দেয়া হয়।
 

সম্পর্কিত নিবন্ধ

  • ‘ম্যারাডোনা ব্র্যান্ড’ নিয়ে ফুফুদের বিরুদ্ধে মামলা করবেন তাঁর মেয়েরা
  • পশ্চিমবঙ্গে প্রায় ২৬ হাজার শিক্ষকের চাকরি বাতিলের রায়ে বেকায়দায় মমতা
  • তথ্য না পাঠানোর অভিযোগ টিউলিপের, নাকচ দুদকের
  •  জেলা আইনজীবী ফোরামের নতুন কমিটিকে মহানগর বিএনপির শুভেচ্ছা
  • দুর্নীতির অভিযোগ নিয়ে মুখ খুললেন টিউলিপ সিদ্দিক
  • দুর্নীতির অভিযোগের জবাব দিতে আমার আইনজীবীরা প্রস্তুত: টিউলিপ সিদ্দিক