আপিল বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী মানিকের পক্ষে আজ বুধবার ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে কোনো আইনজীবী ছিলেন না।

গুলশান থানার একটি হত্যা মামলায় রিমান্ড আবেদনের বিরোধিতা করে শামসুদ্দিন চৌধুরী আদালতে কোনো বক্তব্য দেননি। তবে রিমান্ড শুনানির সময় শামসুদ্দিন চৌধুরী সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের সঙ্গে কথা বলেন।

রিমান্ডের বিরোধিতা করে শামসুদ্দিন চৌধুরী আদালতে কোনো কথা বলবেন কি না, সে বিষয়ে তিনি আনিসুল হকের পরামর্শ চান। কিন্তু সাবেক আইনমন্ত্রী এই অবসরপ্রাপ্ত বিচারপতিকে (শামসুদ্দিন চৌধুরী) আদালতে কথা না বলার পরামর্শ দেন। তখন চুপচাপ দাঁড়িয়ে থাকেন শামসুদ্দিন চৌধুরী।

গুলশান থানায় করা আরজু শেখ হত্যা মামলায় শামসুদ্দিন চৌধুরীকে আজ আদালতে হাজির করে সাত দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করার আবেদন করে পুলিশ। আদালত শুনানি নিয়ে তাঁর দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন। রিমান্ড মঞ্জুর হলে মাথা নিচু করে কাঠগড়ায় দাঁড়িয়ে থাকেন শামসুদ্দিন চৌধুরী।

বিমর্ষ মুখে শামসুদ্দিন

সকালে হাজতখানা থেকে বের করার সময় শামসুদ্দিন চৌধুরীর দুই হাত পেছনে নিয়ে পরানো হয় হাতকড়া। তাঁকে আদালতের হাজতখানার ভেতর থেকে হাঁটিয়ে সামনে আনা হয়। তখন সময় সকাল ৯টা ৫৯ মিনিট। তাঁর মাথায় হেলমেট। বুকে পুলিশের বুলেটপ্রুফ জ্যাকেট। দুই হাত পেছনে, পরানো হাতকড়া।

সামনের দিকে ঝুঁকে মাথা নিচু করে আদালতের সামনের সড়ক দিয়ে হাঁটতে থাকেন শামসুদ্দিন চৌধুরী। এ সময় তাঁর বাঁ বাহু ধরেছিলেন পুলিশের এক কর্মকর্তা। আদালতের প্রধান ফটক পেরিয়ে সিঁড়ি দিয়ে তাঁকে দোতলায় ওঠানো হয়। তাঁর সামনে ছিলেন সাবেক আইনমন্ত্রী আনিসুল হক। আনিসুল হকের সামনে ছিলেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের সাবেক মেয়র আতিকুল ইসলাম।

দোতলায় আদালতকক্ষের সামনে তাঁদের যখন নেওয়া হয়, তখন আদালতকক্ষে আইনজীবী ও পুলিশ সদস্যরা অবস্থান করছিলেন। প্রথমে আতিকুল ইসলামের মাথা থেকে পুলিশের হেলমেট খোলা হয়। এরপর আনিসুল হক, শামসুদ্দিন চৌধুরীদের মাথার হেলমেট খোলা হয়। এরপর একে একে তাঁদের নেওয়া হয় আসামির কাঠগড়ায়।
কাঠগড়ায় নেওয়ার পর শামসুদ্দিন চৌধুরীর পেছনের দুই হাত থেকে এক হাতের হাতকড়া খুলে দেওয়া হয়। তখনো তিনি তাঁর দুই হাত পেছনে রেখে বিমর্ষ মুখে চুপচাপ দাঁড়িয়ে ছিলেন।

শামসুদ্দিন চৌধুরীর ঠিক বাঁ পাশে দাঁড়িয়ে ছিলেন আনিসুল হক। আনিসুলের বাঁ পাশে ছিলেন সাবেক প্রতিমন্ত্রী তাজুল ইসলাম। আনিসুল ও তাজুল দুজনই নিজেদের মধ্যে কথা বলতে থাকেন।

সময় তখন সকাল ১০টা ৭ মিনিট। বিচারক তখনো এজলাসে আসেননি। আনিসুলের ঠিক পেছনে দাঁড়িয়ে কথা বলছিলেন একাত্তর টিভির সাবেক সাংবাদিক শাকিল আহমেদ ও তাঁর স্ত্রী ফারজানা রুপা। আনিসুল হক ফারজানা রুপা ও শাকিল আহমেদের সঙ্গে হাসিমুখে কথা বলতে থাকেন।

তখন কাঠগড়ার লোহায় দুই হাত ভর দিয়ে দাঁড়িয়ে ছিলেন শামসুদ্দিন চৌধুরী। তখন আনিসুল হক তাঁর আইনজীবীদের সঙ্গে কথা বলতে শুরু করেন। তবে শামসুদ্দিন চৌধুরী আইনজীবী ও সাংবাদিকদের দিকে চেয়ে ছিলেন। এর মধ্যে আদালতের এক কর্মকর্তা উচ্চৈঃস্বরে বলে ওঠেন, ‘স্যার, আসছেন।’

তখন সকাল ১০টা ১৫ মিনিট। এক পুলিশ কর্মকর্তা আনিসুল হক, তাজুল ইসলাম, আতিকুল ইসলামদের নাম ধরে ডাকতে থাকেন। তখন প্রত্যেকে বিচারকের মুখের দিকে চেয়ে ছিলেন।

পুলিশের পক্ষ থেকে বলা হয়, আনিসুল, আতিকুল, তাজুলদের বিরুদ্ধে যাত্রাবাড়ী ও খিলগাঁও থানায় হত্যা মামলা রয়েছে। তাঁদের এসব হত্যা মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেন আদালত।

আনিসুলদের গ্রেপ্তার দেখানোর আবেদনের শুনানি শেষ হওয়ার পর এক পুলিশ কর্মকর্তা শামসুদ্দিন চৌধুরীর নাম ধরে ডাকেন। তখনো তাঁর পেছনে ছিল দুই হাত।

পুলিশের এক কর্মকর্তা বলতে থাকেন, গুলশান থানার হত্যা মামলায় শামসুদ্দিন চৌধুরীকে সাত দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করা হয়েছে।

এক পুলিশ কর্মকর্তা বলতে থাকেন, ‘মাননীয় আদালত, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় গত ১৯ জুলাই গুলশান থানা এলাকায় আরজু শেখ নামের একজন আন্দোলনকারীকে গুলি করে হত্যা করা হয়। এই হত্যা মামলায় শামসুদ্দিন চৌধুরীর নাম রয়েছে। তিনি এই হত্যার নির্দেশদাতা।’

এরপর শামসুদ্দিন চৌধুরীর রিমান্ডের সপক্ষে আদালতে যুক্তি তুলে ধরতে শুরু করেন ঢাকা মহানগর দায়রা জজ আদালতের প্রধান পাবলিক প্রসিকিউটর (পিপি) ওমর ফারুক ফারুকী। এ সময় শামসুদ্দিন চৌধুরী আনিসুল হকের সঙ্গে কথা বলতে শুরু করেন।

আনিসুল হকের কাছে শামসুদ্দিন চৌধুরী জানতে চান, তিনি আদালতে কোনো কথা বলবেন কি না? তবে হাসিমুখে আনিসুল হক শামসুদ্দিন চৌধুরীকে কথা না বলার পরামর্শ দেন। তখন চুপচাপ বিচারকের মুখের দিকে চেয়ে দাঁড়িয়ে ছিলেন শামসুদ্দিন চৌধুরী।

ছাত্র-জনতার অভ্যুত্থানে গত ৫ আগস্ট শেখ হাসিনার পতনের পর ১৩ আগস্ট গ্রেপ্তার হন আনিসুল হক। ইতিমধ্যে বিভিন্ন মামলায় আনিসুল হকের ৪৯ দিনের রিমান্ড মঞ্জুর হয়েছে। সম্প্রতি দুটি হত্যা মামলায় আনিসুল হকের ছয় দিনের রিমান্ড মঞ্জুর হলেও তাঁর পক্ষের আইনজীবী রিমান্ড আবেদনের বিরোধিতা করে আদালতে কোনো কথা বলেননি।

‘শামসুদ্দিন ফ্যাসিস্ট হাসিনার অন্যতম সহযোগী’

পিপি ওমর ফারুক ফারুকী আদালতকে বলেন, ‘অবসরপ্রাপ্ত বিতর্কিত বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক ফ্যাসিস্ট শেখ হাসিনার অন্যতম সহযোগী। আমরা সামাজিক যোগাযোগমাধ্যমে দেখেছিলাম, ছাত্র-জনতার অভ্যুত্থানে শেখ হাসিনার পতনের পর মানিক দেশ থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করেছিলেন। আমরা সামাজিক যোগাযোগমাধ্যমে এই বিচারপতি মানিকের একটি ছবিও দেখেছিলাম। তিনি কলাপাতার ওপর শুয়ে ছিলেন। পরনে ছিল তাঁর হাফপ্যান্ট। গায়ে কাদামাটি।’

বিচারকের উদ্দেশে পিপি ওমর ফারুক ফারুকী আরও বলেন, ‘শেখ হাসিনার স্বৈরাচারী শাসন আমলে এই বিচারপতি মানিক তাঁর পক্ষ নিয়ে টক শোতে কথা বলেছেন দিনের পর দিন। এমনকি বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে আন্দোলনকারীদের ওপর নির্যাতনের পক্ষেও তিনি সাফায় গেয়েছেন। তিনি টক শো উপস্থাপককেও ধমকি দিয়েছেন। তিনি এই হত্যাকাণ্ডের অন্যতম ষড়যন্ত্রকারী।’

ঢাকা মহানগরের প্রধান পিপি যখন একের পর এক রিমান্ডের সপক্ষে যুক্তি তুলে ধরতে থাকেন, তখন শামসুদ্দিন চৌধুরী বিচারকের মুখের দিকে চেয়ে ছিলেন। কোনো কথা বলেননি। তাঁর পক্ষে কোনো আইনজীবী আদালতে হাজির ছিলেন না। পরে বিচারক তাঁকে (শামসুদ্দিন চৌধুরী) দুই দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করার অনুমতি দেন।

যখন রিমান্ডের আদেশ হয়, তখন আনিসুল হকের মুখের দিকে চেয়ে থাকেন শামসুদ্দিন চৌধুরী। দুজনই তখন কোনো কথা বলেননি।

এরপর এজলাস থেকে নেমে যান বিচারক। তখন শামসুদ্দিন চৌধুরী নির্বাক কাঠগড়ায় দাঁড়িয়ে ছিলেন। তাঁর কাছে চলে যান দুই পুলিশ সদস্য। তাঁরা আবার তাঁর দুই হাত পেছনে নিয়ে হাতকড়া পরিয়ে দেন।

এ সময় দেখা যায়, পুলিশ শামসুদ্দিন চৌধুরীর মাথায় আবার হেলমেট পরিয়ে দিচ্ছে। আনিসুল, তাজুলদের পেছনে দুই হাত। তবে হাতকড়া পরানো কেবল এক হাতে। তবে তাঁরা হাত দুখানা পেছনে রেখেছিলেন। ব্যতিক্রম ছিল একাত্তর টিভির সাবেক সাংবাদিক শাকিল আহমেদের ক্ষেত্রে। তাঁর দুই হাত পেছনে নিয়ে পরানো হয় হাতকড়া।

তখন আবার আনিসুল, সালমান, শামসুদ্দিন চৌধুরী, তাজুলদের আদালতকক্ষ থেকে হাজতখানায় নিয়ে যাওয়ার উদ্যোগ শুরু করে পুলিশ। প্রথমে আনিসুল, আতিকুল, এরপর তাজুল, শামসুদ্দিন চৌধুরীদের হাত ধরে সিঁড়ির কাছে আনা হয়।

শামসুদ্দিন চৌধুরীর পেছনে দুই হাত থাকায় তাঁকে এক পুলিশ সদস্য হাত ধরে রাখেন। তাঁকে যখন আদালতের সামনের প্রধান ফটকে আনা হয়, তখন উপস্থিত দুই পাশের লোকজনকে তিনি দেখতে থাকেন।

শামসুদ্দিন চৌধুরীকে পুলিশ হাত ধরে হাজতখানার ভেতরে নিয়ে যায়।

শামসুদ্দিন চৌধুরীর দুই হাত পেছনে নিয়ে হাতকড়া পরানোর বিষয়ে ঢাকা মহানগর দায়রা জজ আদালতের প্রধান পাবলিক প্রসিকিউটর (পিপি) ওমর ফারুক ফারুকী প্রথম আলোকে বলেন, ‘বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের সময় দুই হাজার নিরীহ ব্যক্তিকে নির্বিচার গুলি করে হত্যা করা হয়েছে। অসংখ্য আন্দোলনকারী আজ পঙ্গু। আমরা যদি ভুলে যায়, রাস্তায় ছোট ছোট বাচ্চাদের গুলি করে হত্যা করা হয়েছে, ভ্যানের ওপর লাশ রেখে পেট্রল দিয়ে জ্বালিয়ে দেওয়া হয়েছে। যাঁদের ষড়যন্ত্রে আজ এতগুলো মানুষকে হত্যা করা হয়েছে, তাঁদের সাধারণ আসামি হিসেবে বিবেচনা করার কোনো সুযোগ নেই। এই আসামিদের কীভাবে আদালতে নিয়ে এল, সেটা নিয়ে চিন্তা করার কোনো কারণ নেই। তাঁদের আমরা বিচার চাই।’

.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: ওমর ফ র ক ফ র ক কর মকর ত এক প ল শ ল ইসল ম ব চ রপত ক ঠগড় য় হ জতখ ন আইনজ ব র পর ম র স মন মন ত র র সময় হ তকড়

এছাড়াও পড়ুন:

সিদ্ধিরগঞ্জে চাঁদা না পেয়ে হামলা ও লুটপাট, আহত ১২

সিদ্ধিরগঞ্জে চাঁদা দিতে অস্বীকার করায় গ্যাস সিলিণ্ডার ব্যবসায়ী কাউসার, সুপ্রীম কোর্টের আইনজীবী আলিফ লায়লা ও তার পরিবারের সদস্যসহ অন্তত ১২ জনকে কুপিয়ে আহত করার অভিযোগ উঠেছে বিএনপি নামধারী কাজী ইসলাম বাহিনীর বিরুদ্ধে।

দোকানে হামলা চালিয়ে লুট করা হয়েছে নগত ৩ লাখ টাকা ও গ্যাস সিলিণ্ডারের বোতলসহ প্রায় ১৩ লাখ টাকার মালামাল।  রবিবার (২ মার্চ) বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত  সানারপাড় বাসস্ট্যাণ্ড এলাকায় ৩ দফা এ হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় আইনজীবী আলিফ লায়লা বাদী হয়ে কাজী ইসলামকে প্রধান করে ১৩ জনের নাম উল্লেখ ও অজ্ঞাতনামা ৭০-৮০ জনের বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জ থানায় লিখিত অভিযোগ করেছেন।

আহতরা হলো, দোকান মালিক কাউসার (৩৩), তার বড় ভাই আনিসুর রহমান(৫২), সেজু ভাই ফেরদৌস(৪৫), মো. হিজবুল্লাহ(৩৯), বোন আলিফ লায়লা(৩৬), ভাতিজা আশিক(৩০), নিবির(২৩) ও দোকান কর্মচারী সিফাত (২০)। আহত অন্যরা হলেন ভূক্তভোগী পরিবারের নারী। গুরুতর আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।   

অভিযোগে উল্লেখ করা হয়েছে, অভিযুক্ত কাজী ইসলামের নেতৃত্বে সঙ্গবদ্ধ একটি দল রোববার সকালে সানারপাড় বাসস্ট্যাণ্ড এলাকায় বাদীর ছোট ভাই মো. কাউসারের গ্যাস সিলিণ্ডার দোকানে গিয়ে চাঁদা দাবি করে। চাঁদা দিতে অস্বীকার করায় কাউসার ও তার ভাতিজা আশিককে মারধর করে। 

বিকেলের মধ্যে দাবিকৃত চাঁদা না দিলে ব্যবসা করতে দেওয়া হবে না হুমকি দিয়ে চলে যায়। পরে বিকেলে আবার দোকানে গিয়ে চাঁদা না পেয়ে  কাউসারকে মারধর শুরু করে। এ খবর পেয়ে কাউসারের বড় ভাই আনিসুর রহমান, সেজু ভাই ফেরদৌস, মো. হিজবুল্লাহ, বোন আলিফ লায়লা ও ভাতিজা নিবির ছুটে গিয়ে প্রতিবাদ করলে তাদের উপর হামলা চালিয়ে বেধরক মারধর করে। 

ইফতারের পর আবার কাজী ইসলামের নেতৃত্বে শতাধিক লোক দেশীয় অস্ত্র দা, ছুরি, চাপাতি ও লাঠিসোটা নিয়ে কাউসারের দোকানে হামলা চালিয়ে নগত ৩ লাখ টাকা ও গ্যাস সিলিণ্ডারের বোতলসহ প্রায় ১৩ লাখ টাকার মালামাল লুটপাট করে। পরে হামলা চালায় ভূক্তভোগীদের বাড়িতে। তারা দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে ২ জন গুরুতরসহ ১২ জনকে আহত করে। এসময় এলাকায় ছড়িয়ে পড়ে আতঙ্ক। তখন এলাকার লোকজন ছুটে আসলে হামলাকারীরা চলে যায়।

 জানতে চাইলে কাজী ইসলাম বলেন, মসজিদের জায়াগা জবরদস্তি করে তারা দোকান নির্মাণ করেছে। আমি মসজিদ কমিটির প্রধান উপদেষ্টা। মসজিদ কমিটির সিদ্ধান্তক্রমে আমরা সে দোকানটি ভেঙ্গে দেই।  চাঁদা চাওয়ার কোন প্রশ্নই আসে না। 

সিদ্ধিরগঞ্জ থানার ওসি মোহাম্মদ শাহিনুর আলম বলেন, মারামারির খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠাই। পুলিশ গিয়ে পরিস্থিতি শান্ত করেন। এ ঘটনায় লিখিত অভিযোগ হয়েছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
 

সম্পর্কিত নিবন্ধ

  • বিএনপি নেতা আইনজীবী মাসুদ তালুকদারের দলীয় সব পদ স্থগিত
  • ঢাবি ছাত্রলীগের সাধারণ সম্পাদক সৈকতকে গ্রেপ্তার দেখানোর আদেশ 
  • পটুয়াখলীতে অনির্দিষ্টকালের জন্য আইনজীবীদের আদালত বর্জন
  • মশার কামড়ে ঘুম হচ্ছে না, আইনজীবীকে জানান ছাত্রলীগনেতা সৈকত 
  • যেকোনো সময় ফাঁসির আদেশ এলে অবাক হব না 
  • লেজার লাইটের ব্যবহার প্রশ্নে হাইকোর্টের রুল
  • শিক্ষকের উদ্দেশে বিএনপিপন্থী আইনজীবী বললেন, ‘তাঁর মাইরে মাফ নাই’
  • সিদ্ধিরগঞ্জে চাঁদা না পেয়ে হামলা ও লুটপাট, আহত ১২
  • পুলিশের জন্য কী না করেছি: সাবেক আইজিপি শহীদুল