Prothomalo:
2025-04-28@08:36:32 GMT

ওমরজাই এখন ১ নম্বর

Published: 5th, March 2025 GMT

নতুন এক নম্বর অলরাউন্ডার পেল ওয়ানডে ক্রিকেট। সতীর্থ মোহাম্মদ নবীকে সরিয়ে আইসিসি ওয়ানডে অলরাউন্ডারদের র‌্যাঙ্কিংয়ে শীর্ষে উঠেছেন আফগানিস্তানের আজমতউল্লাহ ওমরজাই। চ্যাম্পিয়নস ট্রফিতে ইংল্যান্ডের বিপক্ষে ৫ উইকেটের পর অস্ট্রেলিয়ার বিপক্ষে ফিফটি করে দুই ধাপ এগিয়েছেন ওমরজাই।

ওমরজাইয়ের রেটিং পয়েন্ট ২৯৬। তাঁর চেয়ে নবী পিছিয়ে আছেন ৪ রেটিং পয়েন্টে। ২৯০ রেটিং পয়েন্ট নিয়ে তিন নম্বরে আছেন জিম্বাবুয়ের সিকান্দার রাজা।

সম্প্রতি ব্যাটে–বলে সমানতালে পারফর্ম করা ভারতের অক্ষর প্যাটেল এগিয়েছেন ১৭ ধাপ। এবারের টুর্নামেন্টে ব্যাট হাতে ৮০ রানের পাশাপাশি বল হাতে নিয়েছেন ৫ উইকেট। তা তাঁকে নিয়ে এসেছে ১৩ নম্বরে।

আরও পড়ুনভারতের কাছে হারের পর ওয়ানডে থেকে স্মিথের বিদায়ের ঘোষণা২ ঘণ্টা আগে

ওমরজাই যে শুধু অলরাউন্ডারদের র‌্যাঙ্কিংয়েই এগিয়েছেন তা নয়। চ্যাম্পিয়নস ট্রফিতে ১২৬ রান করে ওয়ানডে ব্যাটসম্যানদের তালিকায় ১২ ধাপ এগিয়ে ২৪ নম্বরে উঠে এসেছেন। আজ অবসরের ঘোষণা দেওয়া স্টিভ স্মিথ এগিয়েছেন ৮ ধাপ। ওয়ানডেতে ১৬ নম্বরে থেকে ক্যারিয়ার শেষ করলেন স্মিথ। ওয়ানডে ব্যাটসম্যানদের তালিকায় শীর্ষে আছেন শুবমান গিল।

৩ ধাপ এগিয়ে ৩ নম্বরে উঠে এসেছেন কিউই পেসার ম্যাট হেনরি.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: ওমরজ ই

এছাড়াও পড়ুন:

ওয়েলচের পর উইলিয়ামসের ফিফটি, অস্বস্তিতে বাংলাদেশ

নিক ওয়েলচ- শন উইলিয়ামসের জুটিতে ভুগছে বাংলাদেশ। ইতোমধ্যেই দুজন ব্যক্তিগত ফিফটি পেয়ে গেছে। ওয়েলচ ফিফটি করেছেন ১০৭ বলে অন্যদিকে উইলিয়ামস পঞ্চাশ ছুঁয়েছেন ১১৩ বলে। দুজনের জুটিতে অস্বস্তিতে বাংলাদেশ শিবির। উইকেট মেতে মরিয়া তাইজুল-মিরাজরা। ৫৩ ওভারে জিম্বাবুয়ের রান ২ উইকেটে ১৫৯। উইলিয়ামস ৫৪ ও নিক ওয়েলচ ৫৩ রানে খেলছেন।

উইলিয়ামস-ওয়েলচের জুটিতে পঞ্চাশ, এগোচ্ছে জিম্বাবুয়ে

মধ্যাহ্ন বিরতির পর শতরান পেরিয়ে এগোচ্ছে জিম্বাবুয়ে। ওয়েলচ-উইলিয়ামস জুটিও ইতোমধ্যে পঞ্চাশ পেরিয়েছে। ওয়েলচ ৪৬ ও উইলিয়ামস ২৯ রানে ব্যাট করছেন। ৪৩ ওভার শেষে সফরকারীদের সংগ্রহ ২ উইকেটে ১২৬ রান। বাংলাদেশ জুটি ভাঙতে মরিয়া হয়ে উঠেছে।

প্রথম সেশনে বাংলাদেশের প্রাপ্তি দুই উইকেট

সম্পর্কিত নিবন্ধ