দক্ষিণী সিনেমা অঙ্গনের লেডি সুপারস্টার বলা হয় নয়নতারাকে। তবে এতে আপত্তি অভিনেত্রীর। তিনি ভক্তদের তার প্রকৃত নাম অর্থাৎ নয়নতারা নামেই ডাকতে অনুরোধ করেছেন। তিনি জানিয়েছেন, ‘নয়নতারা’ নামটি তার খুবই প্রিয়। ভক্তরা যেন তাকে নাম ধরে ডাকেন।

মঙ্গলবার এই অভিনেত্রী টুইটারে একটি লেখা শেয়ার করেছেন। সেখানে তিনি জানিয়েছেন, নির্দিষ্ট উপাধি এবং প্রশংসা খুবই মূল্যবান। কিন্তু কখনও কখনও এগুলো এমন একটি ভাবমূর্তি তৈরি করে যা একজন অভিনেতাকে তাদের কাজ থেকে আলাদা করে দেয়। সেইসাথে তার দর্শকদের সঙ্গেও নিঃশর্ত বন্ধন হতে দেয় না। শুধু এই কারণেই ভক্তদের থেকে একজন অভিনেতার দূরত্ব তৈরি হয়।

নয়নতারা লিখেছেন, ‘আমার প্রিয় ভক্ত, মিডিয়ার সম্মানিত সদস্য এবং সিনেমা জগতের সম্মানিত ব্যাক্তিগণ, অভিনেত্রী হিসেবে আমার শুরু, সকল আনন্দ এবং সাফল্যের সমস্ত উৎস আপনারা। আপনাদের সবাইকে ধন্যবাদ। আমি আন্তরিকভাবে আশা করি, সবাই পরিবার নিয়ে সুস্থ আছেন, সুখে আছেন। আমার জীবন একটা খোলা বইয়ের মতো, যা সবসময় আপনাদের নিঃশর্ত ভালোবাসা এবং স্নেহে গড়ে উঠেছে। সাফল্যের সময় আমার কাঁধ চাপড়ে দেওয়া বা কষ্টের সময় আমাকে শক্তি দিয়ে হাত বাড়িয়ে দেওয়া হোক, আপনারা সবসময় আমার পাশে ছিলেন।’

তিনি আরও লেখেন, “আপনাদের অনেকেই আমাকে ‘লেডি সুপারস্টার’ বলে ডাকেন। যা আপনাদের অপরিসীম স্নেহ থেকে উদ্ভূত। এত মূল্যবান উপাধির মুকুট পরানোর জন্য আমি সকলের কাছে অনেক ঋণী। তবে, আমি সকলকে বিনীতভাবে অনুরোধ করছি, আমাকে ‘নয়নতারা’ বলে সম্বোধন করবেন। কারণ আমি মনে করি, এই নামটিই আমার হৃদয়ের সবচেয়ে কাছের। এটি কেবল একজন অভিনেতা হিসেবেই নয়, একজন ব্যক্তি হিসেবেও আমি কে, তা প্রতিনিধিত্ব করে।”

তিনি এরপর লিখেছেন, ‘উপাধি বা প্রশংসা অমূল্য, কিন্তু কখনও কখনও তা এমন একটি ভাবমূর্তি তৈরি করে যা আমাদের কাজ, আমাদের শিল্প এবং দর্শকদের সাথে অভিনেতাদের নিঃশর্ত বন্ধন তৈরিতে বাধা হয়ে দাঁড়ায়। আমি বিশ্বাস করি,  আমরা সকলেই ভালোবাসার ভাষা ভাগ করে নিই যা আমাদের সকল সীমা ছাড়িয়ে একে অপরের সঙ্গে যুক্ত রাখে। যদিও ভবিষ্যৎ আমাদের সকলের অজানা, কিন্তু আমি খুবই খুশি যে, আপনাদের অবিরাম সমর্থন অব্যাহত থাকবে।  আপনাদের বিনোদনের জন্য আমার কঠোর পরিশ্রমও অব্যাহত থাকবে। সিনেমাই আমাদের ঐক্যবদ্ধ রাখে। আসুন আমরা একসাথে এটি উদযাপন করি। ভালোবাসা, শ্রদ্ধা এবং কৃতজ্ঞতার সঙ্গে, নয়নতারা।’

নয়নতারাকে তার আসন্ন সিনেমা ‘টেস্ট’-এ দেখা যাবে। এটি নেটফ্লিক্সে প্রচারিত হবে। ছবিটির আনুষ্ঠানিক মুক্তির তারিখ এখনও ঘোষণা করা হয়নি। তার আরও কয়েকটি আসন্ন সিনেমার মধ্যে রয়েছে ‘মান্নাঙ্গত্তি সিন্স ১৯৬০’, ‘ডিয়ার স্টুডেন্টস’, ‘টক্সিক: আ ফেয়ারি টেল ফর গ্রোন-আপস’, ‘রাক্কাইর’, ‘মামুটি’ এবং ‘এমএমএমএন’। 

এছাড়াও, পরিচালক বিষ্ণু এদাভানের সঙ্গে তার একটি নাম ঠিক না হওয়া সিনেমাও মুক্তির তালিকায় আছে। সূত্র: দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস

.

উৎস: Samakal

কীওয়ার্ড: নয়নত র আপন দ র আম দ র

এছাড়াও পড়ুন:

রিয়ালের আগ্রহ নিয়ে মুখ খুললেন অ্যালিস্টার 

মৌসুমজুড়ে একজন প্লে মেকারের অভাবে ভুগছে রিয়াল মাদ্রিদ। টনি ক্রুস ক্লাব ছাড়লেও তার জায়গা পূরণে কাউকে কেনেনি লস ব্লাঙ্কোসরা। ৩৯ বছর বয়সী লুকা মডরিচ থাকলেও নিয়মিত শুরুর একাদশে জায়গা পাননি তিনি। মাঝমাঠের নিয়ন্ত্রণও নিতে পারেননি।

মৌসুম শেষে রিয়ালের সঙ্গে আবার চুক্তি শেষ ক্রোয়াট মিডফিল্ডার মডরিচের। আগামী মৌসুমে তাই একজন প্রতিশ্রুতিশীল মিডফিল্ডার দলে ভেড়াতে মরিয়া ফ্লোরেন্তিনো পেরেজের বোর্ড। সংবাদ মাধ্যম দাবি করেছে, লিভারপুলের আর্জেন্টাইন মিডফিল্ডার ম্যাক অ্যালিস্টারকে প্রথম পছন্দ রিয়ালের।

আগামী মৌসুমে বিশ্বকাপ জয়ী ও লিভারপুলের হয়ে প্রিমিয়ার লিগ জিততে যাওয়া অ্যালিস্টারকে দলে নিতে চায় রিয়াল মাদ্রিদ। বিষয়টি নিয়ে আর্জেন্টাইন প্লে মেকারকে প্রশ্ন করা হলে তিনি জানান, তার নতুন কোন চাওয়া নেই। লিভারপুলে ভালো আছেন, সুখে আছেন।

ম্যাক অ্যালিস্টার বলেন, ‘আমি খবরটি দেখিছি, আমার কাছেও গুঞ্জনটি পৌঁছেছে। তবে গুরুত্বপূর্ণ হলো বর্তমান নিয়ে ভাবা। ক্লাবটি (রিয়াল মাদ্রিদ) আমাকে কত বেশি পছন্দ করে সেটা বিষয় না, আমি যদি এক সপ্তাহ খারাপ খেলি তারা আগ্রহ হারিয়ে ফেলবে।’

লিভারপুলের সঙ্গে ২০২৮ সাল পর্যন্ত চুক্তি আছে ম্যাক অ্যালিস্টারের। কিছুদিন আগে অ্যালিস্টারের বাবা ও আর্জেন্টিনা জাতীয় দলের সাবেক ফুটবলার কার্লোস অ্যালিস্টার জানান, লিভারপুল ছাড়ার কথা ভাবছে না তার ছেলে। ম্যাকও একই সুরে কথা বলেছেন, ‘আমি লিভারপুলে ভালো আছি, কোন কিছুর অভাব নেই আমার।  ক্লাবের প্রতি অগাধ সম্মান আছে এবং অন্য ক্লাব নিয়ে কিছু বলার প্রয়োজনবোধ করছি না।’  

সম্পর্কিত নিবন্ধ

  • ফেরার ইঙ্গিত দিলেন শুভ
  • অন্য অভিবাসীদের আটকে দিলেও দক্ষিণ আফ্রিকার শ্বেতাঙ্গদের শরণার্থী হিসেবে যুক্তরাষ্ট্রে আনতে চান ট্রাম্প
  • আল্লাহর জন্য কাঁদার উপায়
  • নৈঃশব্দ্যের টংকার
  • মোহ কাঠের নৌকা: বাস্তবতার এক প্রতিচ্ছবি
  • বৈচিত্র্যময় প্রতিভার মরিস ল্যাংলো ওয়েস্ট
  • জবি রেজিস্ট্রারের পদত্যাগ দাবিতে কুশপুত্তলিকা দাহ, ২৪ ঘণ্টার আলটিমেটাম
  • রিয়ালের আগ্রহ নিয়ে মুখ খুললেন অ্যালিস্টার 
  • নিজের যত্ন নিন
  • জনসমর্থন নেই-এমন কাজ করলে ব্যবস্থা: নেতাকর্মীকে তারেক রহমান