পঞ্চগড়ে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সহসভাপতি আবু সালমান প্রধান শাওনকে আটক করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।

বুধবার (৫ মার্চ) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন পঞ্চগড়ের পুলিশ সুপার (এসপি) মিজানুর রহমান মুন্সী। এর আগে, গতকাল দুপুরে জেলা শহরের মকবুলার রহমান সরকারি কলেজ রোড এলাকা থেকে তাকে আটক করা হয়।

আটক আবু সালমান প্রধান কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সহসভাপতি ছাড়াও অনলাইন প্ল্যাটফর্ম ‘জয় বাংলা ব্রিগেড’- এর অন্যতম সক্রিয় সদস্য। তিনি পঞ্চগড়-১ আসনের সাবেক সংসদ সদস্য মজাহারুল হক প্রধানের ছেলে।

ডিবি পুলিশ জানায়, সাবেক ছাত্রলীগ নেতা আবু সালমান প্রধান শাওন দীর্ঘদিন ধরে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে বিভিন্ন ছদ্মনামে আইডি খুলে পতিত আওয়ামী লীগের পক্ষে বিভিন্ন ধরনের কর্মসূচি সংক্রান্ত গুজব ও বিভ্রান্তিকর তথ্য প্রচার করে আসছিলেন। এছাড়াও তিনি ‘জয় বাংলা ব্রিগেড’- এর একজন সক্রিয় সদস্য হিসেবে পরিচিত এবং সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন প্রচারণামূলক কার্যক্রমের সঙ্গে সম্পৃক্ত ছিলেন। এই কর্মকাণ্ডে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাকে নজরদারিতে রেখেছিল।

ঢাকা/নাঈম/রাজীব

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর

এছাড়াও পড়ুন:

সিরামিকশিল্পের মালিকদের সংগঠনে নতুন কমিটি

সিরামিকশিল্পের মালিকদের সংগঠন বাংলাদেশ সিরামিক ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিসিএমইএ) নতুন সভাপতি হয়েছেন মুন্নু সিরামিকের ভাইস চেয়ারম্যান মইনুল ইসলাম। এত দিন তিনি সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব পালন করে আসছিলেন।

নতুন কমিটিতে জ্যেষ্ঠ সহসভাপতি পদ পেয়েছেন মোনালিসা সিরামিকসের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মো. মামুনুর রশীদ। সাধারণ সম্পাদক হয়েছেন ফার সিরামিকের পরিচালক ইরফান উদ্দীন। বিসিএমইএর পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে।

নির্বাচন কমিশনের চেয়ারম্যান মোহাম্মদ হেলাল উদ্দিন গতকাল সোমবার ২০২৫-২৬ মেয়াদের জন্য বিসিএমইএর ১২ সদস্যের নতুন পরিচালনা পর্ষদের নাম ঘোষণা করেন। এ সময় নির্বাচন কমিশনের সদস্য মোরশেদ আলম ও ইমরান আহমেদ উপস্থিত ছিলেন।

নির্বাচিত অন্য সদস্যরা হলেন জ্যেষ্ঠ সহসভাপতি আবদুল হাকিম (এক্সসিলেন্ট টাইলস ইন্ডাস্ট্রি লিমিটেড), সহসভাপতি রুসলান নাসির (মীর সিরামিক লিমিটেড), আয়েশা সানা আসিফ তাবানী (মিরপুর সিরামিক ওয়ার্কস লিমিটেড), রাশীদ মাইমুনুল ইসলাম (মুন্নু বোন চায়না লিমিটেড) ও আসিফ ইকবাল মাহামুদ (চারু সিরামিক ইন্ডাস্ট্রি লিমিটেড)। এ ছাড়া পরিচালক পদে আছেন ফারিয়ান ইউসুফ (প্যারাগন সিরামিক), সিফাত-ই-আরমান (বাংলাদেশ হার্ডল্যান্ড সিরামিকস), হামজা সাকিফ তাবানী (খাদিম সিরামিকস) ও মো. আশরাফুজ্জামান (পা–ওয়াং সিরামিক)।

সম্পর্কিত নিবন্ধ

  • বাসসের এমডিকে অপসারণের দাবিতে ডিইউজের সমাবেশ
  • ইটভাটায় প্রশাসনের অভিযানের প্রতিবাদ মালিক সমিতির
  • সিরামিকশিল্পের মালিকদের সংগঠনে নতুন কমিটি
  • ‘জয় বাংলা’ শ্লোগান দেওয়া সেই যুবদল নেতা বহিষ্কার
  • বাংলাদেশ-ভারত সীমান্তভিত্তিক ফুটবলের পরিকল্পনা