সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজনৈতিক উপদেষ্টা এইচ টি ইমামের ছেলে তানভীর ইমামের সাবেক স্ত্রীর গুলশানের বাসায় তল্লাশির নামে ভাঙচুর ও লুটপাটের চেষ্টার ঘটনায় তিন জনকে আটক করা হয়েছে।

বুধবার প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে এ তথ্য জানানো হয়।

এতে জানানো হয়, গুলশানের ওই বাসায় বিপুল পরিমাণ অবৈধ অর্থ, অস্ত্র ও আওয়ামী লীগের দোসরদের লুকিয়ে রাখা হয়েছে; এমন তথ্যের ভিত্তিতে মঙ্গলবার মধ্যরাতে দরজা ভেঙে ‘তল্লাশির’ নামে ২০-২৫ জন লোক ঢুকে পড়ে। সেখানে প্রবেশ করে বাসাটি ভাঙচুর ও লুটপাটের চেষ্টা করে তারা। ৯৯৯ এর মাধ্যমে খবর পেয়ে রাত সাড়ে ১২টায় ঘটনাস্থলে আসে গুলশান জোনের ডিসি, গুলশান থানার ওসি’সহ সেনাবাহিনীর সদস্যরা। সেখান থেকে তিন জনকে আটক করা হয় ও তাদের বিরুদ্ধে গুলশান থানায় মামলা প্রক্রিয়াধীন।

আটকরা হলেন, শাকিল খন্দকার (২৪), জুয়েল খন্দকার ( ৪৮) এবং শাকিল আহমেদ (২৮)। জুয়েল খন্দকার ও শাকিল খন্দকার সম্পর্কে বাবা-ছেলে।

প্রাথমিক তদন্তে জানা গেছে, শাকিল আহমেদ (২৮) একসময় বাসাটিতে কেয়ারটেকারের কাজ করতো। সেই মূলত জনতাকে ২০০-৩০০ কোটি টাকা পাওয়া যেতে পারে তথ্য দিয়ে বাসাটিতে তল্লাশি চালানোর জন্য উসকানি দেয়।

এর আগে গত পরশুদিন রাত সাড়ে ১০টার দিকেও একই অজুহাতে একদল জনতা বাসাটিতে প্রবেশের চেষ্টা করে। পরবর্তীতে পুলিশ এসে তাদের বুঝিয়ে সেখান থেকে সরিয়ে দেয়।

স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ মর্মে আবারও সতর্ক করছে যে, কেউ যেন আইন নিজের হাতে তুলে না নেয়। কোথাও কোনো অপরাধ সংঘটিত হলে যেন সঙ্গে সঙ্গে নিকটবর্তী থানাকে অবহিত করা হয়। সরকার দেশের আইনশৃঙ্খলা রক্ষায় সচেষ্ট রয়েছে ও জনগণের জানমালের নিরাপত্তা বিধানে বদ্ধপরিকর।

.

উৎস: Samakal

এছাড়াও পড়ুন:

হকিতে ‘সম্মানজনক বিদায়’ নাকি ‘বাদ’

ঈদ শেষে এখনো স্বাভাবিক ছন্দ খুঁজে পায়নি ঢাকার নাগরিক জীবন। তবে গুলিস্তান তার চেনা ব্যস্ততা ফিরে পেতে শুরু করেছে। এই ব্যস্ততার মধ্যেও মওলানা ভাসানী স্টেডিয়ামের প্রধান ফটকের পাশ দিয়ে হেঁটে গেলে স্টিক-বলের ঠুক–ঠাক শব্দ কান পর্যন্ত পৌঁছাবেই।

ঈদের ছুটি শেষে বুধবার আবার শুরু হয়েছে জাতীয় হকি দলের অনুশীলন। ১৪ এপ্রিল রাতে জাকার্তা রওনা হওয়ার আগ পর্যন্ত চলবে তা। আগামী ১৭ এপ্রিল জাকার্তায় শুরু হতে যাওয়া এশিয়ান হকি ফেডারেশন কাপের জন্য সকাল-বিকেল জাতীয় দলের অনুশীলন চলছে। টুর্নামেন্টটিতে এর আগে চারবার খেলে প্রতিবারই চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ। ফলে শিরোপা ধরে রাখার একটা বাড়তি চাপ রয়েছে। কাল অনুশীলন দেখেও সেটাই মনে হলো।

বিকেলের অনুশীলন পর্বের শুরুতেই পেনাল্টি কর্নার নিয়ে কাজ হয়েছে। মাঠের এক প্রান্তে পেনাল্টি বক্সের মধ্যে বিশাল এক বেলুন। সেই বেলুনে যাতে কোনো ছোঁয়া না লাগে, এমনভাবে তার পাশ ঘেঁষে ড্র্যাগ ফ্লিক নিচ্ছিলেন আশরাফুল ইসলামরা। শেষ দিকে হয়েছে নিজেদের মধ্যে অনুশীলন ম্যাচ।

গত ২০ ফেব্রুয়ারি ৬৩ জনের কুপার টেস্ট দিয়ে শুরু হয় দল নির্বাচনী প্রক্রিয়া। কিন্তু তাতে ডাকা হয়নি দেশের হকির পোস্টার বয় রাসেল মাহমুদ জিমিকে। ৩২ বছর বয়স হলে জাতীয় হকি দলের জন্য কেউ বিবেচিত হবেন না, হকি ফেডারেশনের বর্তমান অ্যাডহক কমিটি অদ্ভুত এই সিদ্ধান্ত কম বিতর্ক ছড়ায়নি। ৩৮ বছর বয়সী সাবেক অধিনায়কও বাদ পড়েছেন বয়সের অজুহাতেই।

তাতে জিমির ২২ বছরের আন্তর্জাতিক হকি ক্যারিয়ারে নীরবেই হয়তো দাঁড়ি পড়ে গেল। কে জানে সাবেক অধিনায়ক সারওয়ার হোসেন আর মিলন হোসেনের ক্যারিয়ারও শেষ কি না! সারওয়ার জাতীয় দলে আসেন ২০১২ সালে ও মিলন ২০১৪ সালে।

হকি খেলোয়াড়দের অনুশীলন চলছে মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে।

সম্পর্কিত নিবন্ধ