বেসরকারি স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশে (এসইউবি) ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে ফল–২০২৪ ও স্প্রিং–২০২৫ সেমিস্টারের শিক্ষার্থীদের নবীনবরণ ‘মিট অ্যান্ড গ্রিট–২০২৫’ অনুষ্ঠিত হয়েছে। গত বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) সকালে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এসইউবির উপাচার্য মো. আক্তার হোসেন খান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কবি, প্রাবন্ধিক, সাংবাদিক ও দৈনিক যুগান্তরের সম্পাদক আবদুল হাই শিকদার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বোর্ড অব ট্রাস্টিজের সদস্য সুচরিতা আহমেদ।

অনুষ্ঠানের শুরুতেই নবীন শিক্ষার্থীদের শুভেচ্ছা জানিয়ে স্বাগত বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের সহ–উপাচার্য নওজিয়া ইয়াসমিন ও রেজিস্ট্রার আহমেদ হোসাইন। অনুষ্ঠানে নবাগত শিক্ষার্থীদের এসইউবির মিশন, ভিশন, একাডেমিক নীতিমালা, ক্যারিয়ার সার্ভিস, গ্রন্থাগার, আইটি, ক্লাব কার্যক্রম, পরিবহনব্যবস্থা ও অন্য সুযোগ-সুবিধার বিষয়ে বিস্তারিত তুলে ধরেন প্রক্টর সহকারী অধ্যাপক শাহ রেজা এম ফাহাদ হোসেন।

আবদুল হাই শিকদার বলেন, ‘সফলতা সহজে ধরা দেয় না, তার পেছনে দৌড়াতে হয়। অনেক কষ্টে তাকে আয়ত্তে আনতে হয়। সাফল্যের পেছনে ছুটতে ছুটতে একসময় ক্লান্ত হয়ে যাবে, কিন্তু হার মানা যাবে না। দেখবে, একটা সময় সাফল্য নিজে এসে তোমার দরজায় কড়া নাড়বে। নিজের ওপর বিশ্বাস রাখো, তাহলে তোমরা যা কিছু করতে চাও, তা–ই করতে পারবে।’ এ সময় তিনি উদাহরণস্বরূপ শিক্ষার্থীদের নোবেল বিজয়ী প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সফলতার গল্প তুলে ধরেন।

স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশে নবীনবরণ অনুষ্ঠানে নবাগত শিক্ষার্থীদের বরণ করে নেওয়া হয়.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: অন ষ ঠ ন

এছাড়াও পড়ুন:

একঝলক (০৩ এপ্রিল ২০২৫)

ছবি: জাহিদুল করিম

সম্পর্কিত নিবন্ধ

  • আন্তর্জাতিক সংস্থায় চাকরি, আছে মাতৃত্ব ও পিতৃত্বকালীন ছুটি
  • এ সপ্তাহের রাশিফল (৫-১১ এপ্রিল)
  • আজ টিভিতে যা দেখবেন (৫ এপ্রিল ২০২৫)
  • পাহাড়ে শুকনা কলাপাতায় মাশরুম চাষে সাফল্য
  • একঝলক (৪ এপ্রিল ২০২৫)
  • আজ টিভিতে যা দেখবেন (৪ এপ্রিল ২০২৫)
  • একঝলক (০৩ এপ্রিল ২০২৫)
  • আজ টিভিতে যা দেখবেন (৩ এপ্রিল ২০২৫)
  • কালুখালীতে পুনর্মিলনী, নবীনবরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা 
  • ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকে চাকরি, সেলসের অভিজ্ঞতা থাকতে হবে