দুই কার্গো এলএনজি ও সার ক্রয়ে ব্যয় ১৬৫১ কোটি
Published: 5th, March 2025 GMT
দেশের জ্বালানি চাহিদা মেটাতে মার্চ মাসের জন্য সরাসরি ক্রয় পদ্ধতিতে ২ কার্গো এলএনজি আমদানির দুটি প্রস্তাবে অনুমোদন দিয়েছে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটি। এতে মোট ব্যয় হবে ১৬৫১ কোটি ৫ লাখ ২৭ হাজার ১৮০ টাকা।
বুধবার (৫মার্চ) সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সভায় প্রস্তাব দুটিতে অনুমোদন দেওয়া হয়। সভায় কমিটির সদস্য ও ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সভা সূত্রে জানা গেছে, পাবলিক প্রকিউরমেন্ট বিধিমালা, ২০০৮ অনুযায়ী স্পট মার্কেট হতে ১ কার্গো এলএনজি সরাসরি ক্রয় পদ্ধতিতে ক্রয়ের প্রস্তাবে অনুমোদন দিয়েছে কমিটি। বিদ্যুৎ, সার, শিল্পখাতসহ বিভিন্ন খাতে দেশে গ্যাসের চাহিদা মেটানোর লক্ষ্যে স্পট মার্কেট থেকে এলএনজি ক্রয়ের জন্য আন্তর্জাতিক দরপত্র আহ্বান করা হলে ২টি কোটেশন জমা পড়ে। এ কারণে সরসারি ক্রয় পদ্ধতিতে এলএনজি ক্রয়ের সিদ্ধান্ত গৃহীত হয়। এতে মোট ব্যয় হবে ৭৫৪ কোটি ৪২ লাখ ৮ হাজার ৬৭২ টাকা।
এ ছাড়াও সভায়, পাবলিক প্রকিউরমেন্ট বিধিমালা-২০০৮ অনুসরণ করে আন্তর্জাতিক কোটেশন প্রক্রিয়ায় স্পট মার্কেট থেকে ১ কার্গো এলএনজি আমদানির প্রত্যাশাগত অনুমোদন দিয়েছে কমিটি। দরপ্রস্তাব আহ্বান করা হলে ৩টি প্রতিষ্ঠান দরপ্রস্তাব দাখিল করে। ৩টি প্রস্তাবই কারিগরি ও আর্থিকভাবে রেসপনসিভ হয়। দরপত্রের সব প্রক্রিয়া শেষে প্রস্তাব মূল্যায়ন কমিটির সুপারিশের প্রেক্ষিতে সর্বনিম্ন দরদাতা প্রতিষ্ঠান মেসার্স গানভর সিঙ্গাপুর প্রাইভেট লি.
সভায় কর্ণফুলী ফার্টিলাইজার কোম্পানি লিমিটেডের কাছ থেকে ১৪তম লটে ৩০ হাজার মেট্রিক টন ব্যাগড গ্র্যানুলার ইউরিয়া সার ক্রয়ের একটি প্রস্তাবে অনুমোদন দিয়েছে কমিটি। এতে ব্যয় হবে ১৫৪ কোটি ৬৮ লাখ ৭ হাজার ৫০০ টাকা।
ঢাকা/হাসনাত
উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
ভারত থেকে এল ১০ হাজার ৮৫০ মেট্রিক টন চাল
আন্তর্জাতিক উন্মুক্ত দরপত্র চুক্তির আওতায় (প্যাকেজ-৮) ভারত থেকে ১০ হাজার ৮৫০ মেট্রিক টন সিদ্ধ চাল নিয়ে ‘এমভি এইচটি ইউনাইট’ জাহাজ চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে।
বৃহস্পতিবার (৩ এপ্রিল) খাদ্য মন্ত্রণালয়ের জনসংযোগ বিভাগ থেকে এ তথ্য জানানো হয়েছে। এর আগে, বুধবার রাতে জাহাজটি চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে পৌঁছায়।
খাদ্য মন্ত্রণালয় জানায়, সরকার উন্মুক্ত দরপত্রের মাধ্যমে ভারত থেকে মোট ৫ লাখ মেট্রিক টন চাল আমদানির সিদ্ধান্ত নিয়েছে। এর আওতায় ইতোমধ্যে ৯টি প্যাকেজে মোট ৪ লাখ ৫০ হাজার মেট্রিক টন চাল আমদানির চুক্তি সম্পন্ন হয়েছে।
চুক্তি অনুযায়ী, মোট ৩ লাখ ৬ হাজার ৭৬৯ মেট্রিক টন চাল দেশে এসে পৌঁছেছে।
বন্দরে আসা নতুন এই চালানের নমুনা ইতিমধ্যে সংগ্রহ ও পরীক্ষা করা হয়েছে। খুব দ্রুত জাহাজ থেকে চাল খালাসের কার্যক্রম শুরু হবে এবং এর জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।
ঢাকা/রেজাউল/রাজীব