প্রতিমন্ত্রীর পদমর্যাদায় প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হলেন শেখ মইনউদ্দিন ও ফয়েজ আহমদ তৈয়্যব
Published: 5th, March 2025 GMT
প্রতিমন্ত্রীর পদমর্যাদায় প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের বিশেষ সহকারী হলেন শেখ মইনউদ্দিন ও ফয়েজ আহমদ তৈয়্যব। আজ বুধবার এই দুইজনকে বিশেষ সহকারী করা হয়েছে। (বিস্তারিত আসছে।)
.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
অটোরিকশার চালককে হত্যার প্রতিবাদ
চট্টগ্রামের বাঁশখালীতে জাহিদুল ইসলাম নামে অটোরিকশাচালককে হত্যার প্রতিবাদ এবং দোষীদের বিচার দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছেন শ্রমিকরা। সোমবার দুপুরে উপজেলা পরিষদের সামনে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ কর্মসূচিতে কয়েকশ রিকশাচালক অংশ নেন।
বাঁশখালী উপজেলা অটোরিকশাচালক-শ্রমিক অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক হাবিবুর রহমানের সভাপতিত্বে বিক্ষোভ মিছিল ও সমাবেশে বক্তব্য দেন অটোরিকশা শ্রমিক অ্যাসোসিয়েশনের সভাপতি আমির হোসেন কোম্পানি, উপদেষ্টা আবদুর রশিদ, আবদুল মজিদ, নুরুল কবির, জাফর আহমদ, শ্রমিক নেতা মোহাম্মদ শফিক, হাবিবুর রহমান, আবদুল মান্নান, হোছন আহমদ, বিকাশ বড়ুয়া, নিহতের মা সাদেকা বেগম প্রমুখ।
বিক্ষোভ ও মানববন্ধন শেষে আন্দোলনকারীরা বাঁশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জামশেদুল আলম ও থানার ওসি সাইফুল ইসলামকে স্মারকলিপি দেন।
গত শনিবার রাতে বাঁশখালীর সরল কানুনগোখীল এলাকায় জাহিদুল ইসলাম খুন হন। এ ঘটনায় পুলিশ ৬ ঘণ্টার ব্যবধানে তথ্যপ্রযুক্তির সহায়তায় মোহাম্মদ আরমান নামে এক হত্যাকারীকে গ্রেপ্তার করে। জাহিদুল ইসলাম পৌরসভার এক নম্বর ওয়ার্ড ভাদালিয়া এলাকার মৃত হাবিবুর রহমানের ছেলে।