‘রান! ফরেস্ট রান!’ অস্কারজয়ী সিনেমা ‘ফরেস্ট গাম্প’–এর বিখ্যাত সংলাপ। সমবয়সী কিংবা বয়সে একটু বড়দের কাছে ফরেস্ট মাস্তানির শিকার হলে তাঁকে এ কথাটি বলত জেনি। ফরেস্টের শৈশবের বন্ধু পরবর্তী সময় ফরেস্ট যাঁকে খুব ভালোও বেসেছে। ক্রিকেটে কোহলির ওপর মাস্তানি করার মতো বোলার কোথায়! আনুশকা শর্মাকে তাই গ্যালারি থেকে জেনির মতো বলতে হয় না, রান! কোহলি রান!
আরও পড়ুনআপনারা দেখেন গড়, আমরা ইমপ্যাক্ট—রোহিতের ফর্ম নিয়ে গম্ভীর৫৭ মিনিট আগেতবে কখনোই যে বলতে হয়নি, সেটিও বলা যাচ্ছে না। রানআউটের শঙ্কা থাকলে আনুশকা নিশ্চয়ই মনে মনে এমন কোনো কথাই জপ করেন। কোহলিও তাঁকে খুব একটা হতাশ করেননি। ৬১৬ ইনিংসের আন্তর্জাতিক ক্যারিয়ারে ৫২৭ ডিসমিসালের মধ্যে রানআউট হয়েছেন মাত্র ২২ বার। ৩৬ বছর বয়সী কোহলির ফিটনেস আগাগোড়াই খুব ভালো। শরীরটা এখনো একহারা, ছুটতে পারার দম অসামান্য। কাল দুবাইয়ে চ্যাম্পিয়নস ট্রফি সেমিফাইনালের কথাই ধরুন। অস্ট্রেলিয়ার বিপক্ষে ভারতকে ৬ উইকেটে জেতানোর পথে নিজে খেলেন ম্যাচ জেতানো ৯৮ বলে ৮৪ রানের ইনিংস। তার মধ্যে বাউন্ডারি থেকে এসেছে মাত্র ২০ রান—৫টি চার। বাকিটা সিঙ্গেলস ও ডাবলসে। ৫৬টি সিঙ্গেলস ও ডাবলস ৪টি। কোহলির ফিটনেস এখনো কত ভালো এবং দৌড়ে রান নেওয়ার প্রতি এ বয়সেও তাঁর কতটা ব্যগ্রতা, তা এই পরিসংখ্যানেই পরিষ্কার। তবে দৌড়াতে দৌড়াতে কোহলি কোথায় পৌঁছে গেছেন, তা নিজেও হয়তো টের পাননি।
৩৬ বছর বয়সেও অসামান্য ফিটনেস কোহলির.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
প্রাইম ব্যাংকের কোচ, ম্যানেজার ও অধিনায়ককে জরিমানা
ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) নতুন মৌসুমের প্রথম দিনেই বিতর্কের সৃষ্টি হয়েছে। রানআউটের একটি সিদ্ধান্ত ঘিরে ২০ মিনিট বন্ধ ছিল প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব ও রূপগঞ্জ টাইগার্স ক্রিকেট ক্লাবের ম্যাচ। পরে অসদাচরণের কারণে প্রাইম ব্যাংকের কোচ, ম্যানেজার ও অধিনায়ককে জরিমানা করা হয়েছে।
বিকেএসপির চার নম্বর মাঠে অনুষ্ঠিত ম্যাচে প্রাইম ব্যাংকের ইনিংসে রান নিতে গিয়ে রানআউটের শিকার হন ইরফান শুক্কুর। এই সিদ্ধান্ত নিয়ে ক্ষুব্ধ হন দলের কোচ তালহা জুবায়ের, ম্যানেজার দেব চৌধুরী ও অধিনায়ক ইরফান শুক্কুর। তারা ম্যাচ রেফারি আখতার আহমেদ শিপারের সঙ্গে তর্কে জড়িয়ে পড়েন এবং খেলোয়াড়দের মাঠ থেকে তুলে নেন।
পরে ম্যাচ সম্প্রচারকারীদের ফুটেজ বিশ্লেষণ করে দেখা যায়, ইরফান শুক্কুর রান সম্পন্ন করেছিলেন। তবে কারিগরি সীমাবদ্ধতার কারণে দ্রুত সিদ্ধান্ত নেওয়া সম্ভব হয়নি, কারণ ম্যাচটিতে তৃতীয় আম্পায়ার ছিলেন না। ফিল্ড আম্পায়ার এ আই এম মনিরুজ্জামান সন্দেহের ভিত্তিতে রানআউটের সিদ্ধান্ত দেন, যা নিয়ে প্রাইম ব্যাংকের কোচ ও টিম ম্যানেজমেন্ট আপত্তি জানান।
ম্যাচ শেষে ম্যাচ রেফারির সঙ্গে অসৌজন্যমূলক আচরণের জন্য কোচ তালহা জুবায়ের, ম্যানেজার দেব চৌধুরী ও অধিনায়ক ইরফান শুক্কুরকে ৫০ হাজার টাকা করে মোট দেড় লাখ টাকা জরিমানা করা হয়েছে। পাশাপাশি অধিনায়ক শুক্কুরকে শৃঙ্খলাভঙ্গের দায়ে ৩ ডিমেরিট পয়েন্ট দেওয়া হয়েছে।
তবে হট্টগোলের মধ্যেও জয় পেয়েছে প্রাইম ব্যাংক। রূপগঞ্জ টাইগার্সের ২১৬ রানের লক্ষ্য তারা ৩ উইকেট হাতে রেখে পেরিয়ে যায়। দলের জয়ে বড় ভূমিকা রাখেন শামিম পাটোয়ারি, যিনি ৯৮ রানের দুর্দান্ত ইনিংস খেলে দলকে জেতান।